স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর খালিশপুর থানা যুবদলের কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এর আগে একাধিকবার কমিটি গঠন নিয়ে গুঞ্জন উঠলে ও শেষ পর্যন্ত আর নতুন কমিটি গঠন হয়নি। ফলে গত ২০১২ সালে ২৮ নভেম্বর খালিশপুর থানা যুবদলের আংশিক কমিটি গঠন হয়। আংশিক কমিটির মেয়াদ শেষ হয় গত ৬বছর আগে।
দীর্ঘদিন খালিশপুর থানা যুবদলের সম্মেলন না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন যুবদলের তৃনমূলের অধিকাংশ নেতা কর্মী। তবে এবার কমিটি গঠন নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছেন। নেতাকর্মীরা মনে করছেন নতুন কমিটি গঠন হলে দল আরো উজ্জীবিত হবে। ইতেমধ্যে নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যমে ও প্রচারনা শুরু করেছেন।
নতুন কমিটিতে এবার ও সভাপতি পদে আলোচনায় রয়েছেন জসিম উদ্দিন খাজা ও মেহেদী মাসুদ সেন্টু এবং গাজী সালাউদ্দিন। তবে সাধারন সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মঈন উদ্দিন খান নয়ন। খালিশপুর থানা যুবদলের কমিটির মেয়াদ শেষ হয় গত ৬ বছরে নতুন কমিটি না হওয়ায় নেতা কর্মীদের মাঝে হতাশা সৃষ্টি হয়। দলের দুর্দিনে নেতা কর্মীদের পাশে থাকায় এবং সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থাকবে সে নেতার পাশে অবস্থান নেবে নেতাকর্মীরা।