মালয়েশিয়ায় মাটি চাপায় দুই বাংলাদেশি নিহত

3
Spread the love

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি

ভাগ্য ফেরানোর পরিবর্তে না ফেরার দেশে চলে গেলেন দুই বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা ১৫মিনিটে মালয়েশিয়ার পাহাংয়ের তেমেরলোর মেনতাকাব নামক এলাকায়।তেমোরলো জেলা পুলিশ প্রধান মোঃ ইউসরি ওসমান জানান, মেনতাকাবের একটি বিল্ডিং হাউজিংয়ের ৬মিটার গর্তের ভিতর কাজ করছিলো তিন বাংলাদেশি। এসময় পাশে অবস্থিত মাটির স্তুপ ভেঙ্গে পড়লে একজন গর্তের ভিতর থেকে উঠতে পারলেও দুইজন মাটি চাপ পড়ে নিহত হয়। নিহত দুই বাংলাদেশি মোঃ সাইফুল (৪৩) ও জুলহাস রহমান (২৭)।

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ৪,৪৫ মিনিটে শরিফুলের এবং জুলহাসের লাশ উদ্ধার করে তার ১৫ মিনিট পরে। নিহত দুই বাংলাদেশির লাশ তেমেরলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের বাংলাদেশর ঠিকানা জানা যায়নি।