আর মাত্র ১২ দিন

3
Spread the love

স্টাফ রিপোর্টার

আর মাত্র ১২ দিনের অপেক্ষা। এর পরই ১৭ মার্চ। মুজিব জন্মশতবর্ষ। পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত চলবে উৎসব অনুষ্ঠান। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউউটে বাস্তবায়ন কমিটির দফতরে গিয়ে দেখা যায়, নানা কর্মকা- চলছে এখানে। নিজের কক্ষেই ছিলেন কমিটির সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী। মাত্র কয়েকটা দিন বাকি। কেমন হলো প্রস্তুতি? জানতে চাইলে, না, তেমন মুখ খুললেন না তিনি। বললেন, আমরা খুব ব্যস্ত। কাজ করছি। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশী নেতাদের মধ্যে কারা থাকছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন কি না? জানতে চাইলে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে বলে জানান তিনি। সব তথ্য এখানে জমা হওয়ার কথা থাকলেও তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি। তবে আগামী কয়েকদিন পর অগ্রগতির কথা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হবে বলে জানান তিনি। আপাতত ‘জোর প্রস্তুতি চলছে’ লেখার পরামর্শ দেন তিনি। অফিসের অন্যরাও তেমন কোন তথ্য দিতে পারেননি। এদিকে, শুধু দেশে নয়, মুজিবর্ষের আয়োজন থাকবে বিদেশেও। এরই মাঝে চূড়ান্ত করা হয়েছে বেশ কিছু কর্মসূচী। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো কর্মসূচী গ্রহণ করেছে। যুক্ত হচ্ছেন প্রবাসীরাও। আর সর্বশেষ জানা গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন করা হবে যুক্তরাষ্ট্রেও। যুক্তরষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার এমন ঘোষণা দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদ্যাপন শুরু হবে। ঘোষণাপত্রে বাংলদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে।