স্টাফ রিপোর্টার
ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে যাচ্ছে একেকটি দিন। সেই সঙ্গে এগিয়ে আসছে বিশেষ দিনটি। দেশের নানা স্থানে স্থাপিত ডিজিটাল ঘড়ির মাধ্যমে চলছে ক্ষণগণনা। বাকি আছে আর ১৩ দিন। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতীয় পর্যায়সহ দেশ-বিদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদ্্যাপিত হবে মুজিববর্ষ। সরকারী-বেসরকারী আয়োজনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও উদ্যাপিত হবে জাতির জনকের জন্মশতবর্ষ। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর সরকারী-বেসরকারী উদ্যোগে নেয়া হয়েছে বছরব্যাপী বিশাল কর্মসূচী। আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা আয়োজনে উদ্্যাপিত হবে মুজিববর্ষ।
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা সংগঠনের চেয়ারম্যান ড. এম এ হাকিম। এ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। আগামী ২১ মার্চ থেকে শুরু হবে এ কর্মসূচী। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম গাছটি রোপণ করা হবে ফরিদপুরের রাজবাড়ীর শান্তি মিশনে। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মুজিব পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত থাকবেন। ড. হাকিম আরও বলেন, বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ঔষধি গাছ বিশেষ করে নিম গাছ রোপণ করছে নিম ফাউন্ডেশন। নিম গাছের গুণাগুণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছেন। সারাদেশের সব ক্যান্টনমেন্ট ও চা বাগানের অব্যবহৃত জমি বিশেষ করে চা বাগানে নিম গাছ ব্যাপক হারে লাগানো হয়েছে। এই গাছগুলো থেকে দরিদ্র মানুষের আয়ের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের পরিবেশ রক্ষা, জৈব প্রসাধনী, খাদ্য ও নিরাপদ কৃষিপণ্য পাবে বাংলাদেশ। মুজিববর্ষে এই ১০ লাখ ঔষধি গাছ রোপণে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।