খুবিতে মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনে প্রাক প্রস্তুতি সভা

3
Spread the love


খবর বিজ্ঞপ্তি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালন ও বছরব্যাপী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির এক সভা আজ ২ মার্চ ২০২০ বিকেল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমেদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান কমিটি প্রণীত বিভিন্ন কর্মসূচি অবহিত হন এবং তা বাস্তবায়নের ব্যাপারে কিছু দিকনির্দেশনা দেন। এছাড়া বেশ কয়েকটি কর্মসূচি নতুন করে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সংশ্লিষ্ট কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।