খুলনা নিউজপ্রিন্ট মিলস পরিদর্শন করলেন শিল্পসচিব

11
Spread the love

  • তথ্য বিবরণী

শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল হালিম আজ (রবিবার) সকালে খুলনা নিউজপ্রিন্ট ও খুলনা হার্ডবোর্ড মিল্স লিমিটেড পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় শিল্পসচিব হার্ডবোর্ড মিলের পরিত্যাক্ত জমিতে ১৫ হাজার টন ধারণ ক্ষমতার সারের গোডাউন নির্মাণ ও রাসায়নিক শিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে খোঁজখবর নেন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনের সুযোগের সম্ভাব্যতা যাচাইয়ে জন্য কর্মকর্তাদের নিদের্শনা দেন। এছাড়া তিনি প্রশাসনিক কার্যক্রম, বন্ধ মিলের যন্ত্রাংশ সংরক্ষণ ও সীমানা প্রাচীর নির্মাণ বিষয়েও নিদের্শনা দেন।