যোগিপোলে রেলগেট থেকে মাদক সহ আটক ১
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন যোগিপোল রেলগেট এলাকা থেকে গাজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ আটককৃত ব্যক্তি দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা দিঘির পাড় এলাকার আঃ কুদ্দুস মুন্সির পুত্র মেহেদি হাসান (২২) খানজাহান আলী থানার এস আই মোঃ সোহেল জানান গতকাল শুক্রবার বেলা পৌনে ১১ টার সময় যোগিপোল রেল গেঠ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ গ্রাম গাজা সহ মেহেদিকে আটক করা হয় । আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদব্র নিয়ন্তন আইনে মামলার প্রস্তুতি চলছে।
আলীম জুট মিল শ্রমিক কর্মচারিদের বকেয়া বেতন পরিশোদের দাবিতে ওয়াকার্স পাটির বিক্ষোভ মিছিল ও পথ সভা
খানজাহানআলী থানা প্রতিনিধি
আটরা শিল্প এলাকার রাষ্টায়ত্ব আলীম জুট মিল শ্রমিক কর্মচারিদের বকেয়া বেতন পরিশোধ ও ভুয়া মালিকের হাত থেকে রক্ষা পেতে খানজাহান আলী থানা ওয়াকার্স পাটির উদ্যোগে গতকাল বিকাল ৫ টায় খুলনা যশোর মহাসড়কের ইষ্টান জুট মিল থেকে আফিল গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে । মিছিল পরবর্তি আলীম গেটে থানা ্ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক আঃ সাওার মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন প্লাটিনাম জুট মিলের সাবেক সভাপতি ও খুলনা মহানগর ওয়াকার্স পাটির নেতা মোঃ খলিলুর রহমান, ইষ্টান জুট মিল সভাপতি ও ওয়াকার্স পাটির নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ বাবুল রেজা আলীম জুট মিলের সাবেক সাধারন সম্পাদক আঃ রশিদ , বাবুল আকতার , সরদার আমিরুল ইসলাম, সভায় বক্তার আগামি ৬ মার্চ পাট সপ্তাহ এর ভিতরে আলীম জুট শিল শ্রমিক কর্মচারিদের বকেয়া বেতন পরিশোধ এবং ভুয়া মালিকের নাটক বন্দ না করা হলে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন ।
বাজুয়ায় শুভগন্ধাদিবসের মধ্যে দিয়ে শুর হয়েছে আর্য্য হরিসভার আড়লোন সৃষ্টিকারী ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সৌভ্রাতৃত্ব রক্ষায় অসাম্প্রদায়িকতার অমিয় ধারা সিঞ্চনে বিশ্ব শান্তি ও বিশ্বের সকল জীবের কল্যাণ কামনায় প্রতিবারের ন্যায় এবারও দাকোপের বাজুয়ায় আজ ২৯ শে ফেব্রুয়ারি শনিবার ভোর ৫টা থেকে শুরু হয়েছে ৫৬ প্রহরব্যাপী ৪০তম বর্ষীয় বাজুয়ার আড়লোন সৃষ্টিকারী মহানাম যজ্ঞ। বাংলা ১৬ই ফাল্গুন ১৪২৬ ইংরেজী ২৯শে ফেব্রুয়ারি ২০২০ থেকে শুভ গন্ধাধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়ে বাংলা ২৩ই ফাল্গুন ১৪২৬ ইংরেজী ৭ মার্চ ২০২০ শনিবার-প্রত্যুষে এর শুভ মহানামের সমাপ্তি ঘটবে। এবারের মহানাম যজ্ঞে সুনামখ্যাত ৬টি কীর্তন দলের সমন্বয়ে মধুর নামামৃত পরিবেশিত হচ্ছে। মধুর নামামৃত পরিবেশনে আছেন যথাক্রমে (১) নিত্যানন্দ সম্প্রদায় প্রিয়নাথ সরকারের, (২) প্রভু নিতাই সম্প্রদায় নির্মল মন্ডলের, (৩) শ্রী গৌর গদাধর সম্প্রদায় উত্তম চক্রবর্তীর, (৪) বিবেকানন্দ সম্প্রদায় হরিদাস সরকারের, (৫) প্রভু গৌর ভক্ত সম্প্রদায় সমীরণ বাবুর, (৬) শ্রী রাধারমণ সম্প্রদায় মদন মোহন বাবুর যথাক্রমে এ ৬ টি দলের সমন্বয়ে এবারের মহানাম পরিবেশিত হচ্ছে। বাজুয়ার হিন্দু ধর্মাবলম্বীদের বহু প্রাচীন ঐতিহ্য এবং বহু সুনামখ্যাত এ মহানাম যজ্ঞ। আর্য্য হরিসভার এ মহানাম যজ্ঞ শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের বাহিরেও এর যতেষ্ট পরিচিতি লাভ করেছে। আর এ মহানামামৃতে যে পরিমান ভক্তগনের সমাগম হয় তা স্মরন করার মত। ৭ রাত ৭ দিন ব্যাপী এ মহানামে সমগ্র বাজুয়া উর্দেলিত হয়ে উৎসব মুখর হয় মধুর নাম কীর্তনে। আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র ভারত থেকেও বহু ভক্ত এসময় আসেন মধুর নাম সিঞ্চনে। প্রতিবার যে পরিমান ভক্ত সমাগম হয় তার তুলনায় এবারের অনুষ্ঠানটি আরও একটু অন্য আঙ্গিকে হওয়ায় ভক্ত সমাগম আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা বেশি বলে আর্য্য হরিসভার পরিচালনা পরিষদ ও বিজ্ঞমহল ধারনা করছেন।
বাগেরহাটে শেলাই মেশিন বিতরন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে রেলবস্তি ও সুইপার কলোনির ১০ জন নারীকে শেলাই মেশিন বিতরন করেছে আস বাংলাদেশ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগীতায় এই শেলাই মেশিন বিতরন করা হয়। শুক্রবার বিকালে আস বাংলাদেশ মিলনায়তনে অধ্যাপক মোজাফ্ফর হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত শেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। স্বাগত রাখেন আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান। এসময় বক্তৃতা করেন রূপান্তরের শিল্পী আক্তার, কে এন কে এস এর নির্বাহী পরিচালক অনিতা রয়, প্রশিক্ষক নিলুফা আক্তার প্রমুখ। এসময় রেলবস্তি ও সুইপার কলোনির নারীদের ৬ মাস ব্যাপী শেলাই প্রশিক্ষন শেষে ১০ জনকে এ শেলাই মেশিন বিতরন করা হয়।
দেবহাটার সরকারি কেবিএ কলেজ মাঠে জেলা রোভার স্কাউটের
ত্রয়োদশ মুট উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা রোভার স্কাউপের এয়াদশ মুট উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। শুক্রবার (২৮ ফ্রেব্রুয়ারি) বিকালে দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তোমরা যারা এ রোভার মুটে অংশগ্রহণের সুযোগ পেয়েছো তারা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ মুজিববর্ষে এমন একটি অনুষ্ঠান সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা বা তোমরা হয়ত এই মুজিব শতবর্ষ আর পাব না। তাই তোমাদের সাথে এই অনুষ্ঠানে যোগদিয়ে অনেক ভালো লাগছে। তোমরা প্রাকৃতিক দুর্যোগ, ঘুর্ণিঝড়, বন্যা, অগ্নি দুর্ঘটনা ও শীতার্ত মানুষের সেবায় কাজ করবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটের সভাপতি এস,এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুব আলম খোকন।
অন্যান্যদের মধ্যে রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ ও মুট চীফ প্রফেসর মোঃ মনিরুজ্জামান(এলটি), খুলনা রোভার অঞ্চলের রোভার নেতা প্রতিনিধি শহীদুল ইসলাম, ডেপুটি মুট চীফ ও সরকারি খান বাহাদুর আহছ্ান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জেলা রোভার স্কাউটের কমিশনার ইমদাদুল হক, এ এস এম আব্দুর রশিদ, সাধারন সম্পাদক এসএম আসাদুজ্জামান, যুগ্ন সম্পাদক আবু তালেব, রোভার লিডার মনিরুজ্জামান মহসিন, সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, রোভার লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, অংশ গ্রহনকারী রোভার এবং স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
এছাড়া ২৯ ফেব্রুয়ারি শনিবার সকালে ষষ্ঠ কমডেকার উদ্বোধন করবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প) মোঃ মহসীন।
কেশবপুরে আদালতের স্থগিতাদেশ অমান্য করে তদন্তের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানির অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
আদালতের স্থগিতাদেশ অমান্য করে তদন্তের নামে কেশবপুরে মুক্তিযোদ্ধাদের হয়রানির প্রতিবাদে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর শহরের ভগ্নি নিবেদিতা মঞ্চে সংবাদ সম্মেলনে ৪৯ জন মুক্তিযোদ্ধার পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে মুক্তিযোদ্ধা অধ্যাপক অসিত কুমার মোদক বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি বিজ্ঞ ফরিদ আহম্মেদ ও বিজ্ঞ বিচারপতি শেখ হাসান আরিফ ২০১২ সালে ২১ মার্চ কেশবপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত স্থগিতাদেশ প্রদান করেন। অথচ কেশবপুর উপজেলার পাত্রপাড়া (শিকারপুর) গ্রামের মৃত মকছেদ আলীর পূত্র উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত জীবিত ও মৃত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে অভিযোগের ভিত্তিতে যশোর জেলা প্রশাসক গত ২৬ ফেব্রুয়ারী তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) আসিফ মাহমুদকে দায়িত্ব প্রদান করেন। হত ২৬ ফেব্রুয়ারী সকালে ৪৯ জন মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা সনদপত্র ও স্বাক্ষীগণকে সাথে নিয়ে কেশবপুর উপজেলা চত্ত্বরে হাজিরহলে বাদীপক্ষ হুমকী-ধামকী দিয়ে স্বাক্ষীদের সরিয়ে দেয়। যার ফলে অনেকের স্বাক্ষী অনুপোস্থিত প্রমাণিত হয়। তাছাড়া বাদী পক্ষের উপস্থিতিতে আদালতের স্থগিতাদেশ অমান্য করে অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) আসিফ মাহমুদ পক্ষ পাতিত্ব ভাবে ৩৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করেন। তিনি অনেক মুক্তিযোদ্ধার কাগজপত্র ঠিকমত দেখেন নাই। তদন্তকারী কর্মকর্তার পক্ষপাত আচারণের কারণে অনেক মুক্তিযোদ্ধা অসম্মানিত হয়েছেন। এব্যাপারে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাটের অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের কোমরপোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামে পঞ্চানন দাসের পূত্র স্বপন দাসের সাথে প্রতিবেশি রবিন দাস গংদের দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিন দাস গং স্বপন দাসের বাড়ির সীমানার মাঝখান দিয়ে পথ রাস্তা নির্মাণ করতে চাইলে বিরোধ আরো ঘনিভূত হয়। স্বপন দাস তার বাড়ির সীমানা দিয়ে পথ রাস্তা নির্মাণ করার কথা বললে রবিন দাস গং তাতে রাজি হয়নি। তারই জের ধরে রবিন দাস, মান্দর দাস, মন্টু দাস ও জয়দেব দাস ২৭ ফেব্রুয়ারী রাত ২ টার দিকে স্বপন দাসের বাড়ির সামনের দোকান ঘর ভাংচুর করে মালামাল তছনছ করে এবং নগদ ১০ হাজার টাকা ও ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় স্বপন দাস বাদী হয়ে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
কেশবপুর উপ-নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে বিজয়ী করতে কেশবপুর পৌর আওয়ামী লীগের এক বর্ধিত সভা শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, প্রবীণ আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস, মাষ্টার আতিয়ার রহমান, ইকবাল খান, উদয় শংকর সিংহ, পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিক সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী অধ্যাপিকা রেবা ভৌমিক, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ইতি রাণী দে, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, পৌর কাউন্সিলর মনিরা খানম, পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী, সাবেক কাউন্সিলর মনজুর, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, রমজান আলী মোড়ল, জালাল উদ্দিন, আব্দুল গফুর, মশিয়ার রহমান, আব্দুল আজিজ ছোট, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, সালাম খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, শিক্ষক সালাহউদ্দীন প্রমুখ।
মহেশ্বরপাশা সরকারী ছোটমনি নিবাস এতিমখানার শিশু এতিমদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) স্বপ্নকানন শাখার উদ্যোগে মহেশ্বপাশা মানিকতলা সরকারী শিশুপরিবার (বালক) ও সরকারী ছোটমনি নিবাস (এতিমখানা) শিশু এতিমদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল এতিম শিশুদের অংশগ্রহনে নাচ, গান, কবিতা, ছড়া ও সংগঠনের উদ্যোগে সকল এতিম শিশুদের জন্য দুপুরে উন্নত মানের খাবার, বিকালে বিভিন্ন খেলা ধুলার মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, স্বপ্নকানন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুয়েট শিক্ষার্থী আদিল মাহমুদ অংকন। কুয়েট শাখার সভাপতি আফজাল উদ্দিন খান সজিব, সাধারণ সম্পাদক ইসমাত জাহান বিথি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তন্ময়, সদস্য ফৌজিয়াবাররাহ, তানজিল আহম্মেদ রবিন, ইনদাদুল, রাসেল, সিয়াম, রকি, ইমন, সৈকত প্রমুখ উপস্থিত থেকে সকল অনুষ্ঠান গুলি পরিচালনা করেন। উল্লেখ্য স্বপ্নকানন সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত এবং একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদ্বারা পরিচালিত।
আ’লীগ নেতা শেখ গোলাম রসুলের পিতা উকিল উদ্দিনের ইন্তেকাল
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
৩৩নং ওয়ার্ড (যোগীপোল ইউনিয়ন) আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ গোলাম রসুলের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ উকিল উদ্দিন(৭৮) গতকাল শুক্রবার ভোর ৫টায় ফুলবাড়ী ৪নং ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালি…………রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুর ১২টায় ফুলবাড়ীগেটস্থ কুয়েট রোড বালুর মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও গভীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন , শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, পিটিসি’র পুলিশ সুপার মোঃ ইমাম হোসেন, কুয়েট প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী , সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, মাষ্টার মনিরুল ইসলাম, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, এফএম জাহিদ হাসান জাকির, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মনির শিকদার, মোঃ ফজলুল হক, আবু সাইদ হাওঃ আব্বাস, সড়কলীগের মহানগর সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, কাজী শহিদুল ইসলাম পিটো, মোঃ শহিদুল ইসলাম, শাহ আলম মেম্বর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্যা মুজিবর রহমান, রবিউল ইসলাম রবি, মীর মনিরুল ইসলাম, রুমি শিকদার, আবু হেনা বাবলু, নূরুল ইসলাম ঢালী, মোড়ল আব্দুস সোবহান, আল আমিন প্রমুখ।
অসুস্থ প্রতিবেশীকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় আহত ৮
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ ৮জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া ফাজিল মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। আহতরা সবাই ইজিবাইকের যাত্রী। তারা হলেন, খেদাপাড়া ঋষিপাড়ার সংকর দাস (৩৫), বিষ্ণু দাস (২৭), মহাদেব দাস (২৪), সংকর দাস (২৫), গৌতম দাস (৪০), তার মেয়ে খুশি দাস (৭), হরিদাসী (৫০) ও গাঙ্গুলিয়া গ্রামের বাইক চালক আমির হোসেন (৩০)।
আহতদের প্রতিবেশী সঞ্জয় দাস বলেন, বুকে পিলার পড়ে শুক্রবার সকালে গুরুত্বর আহত হন ঋষিপাড়ার ভ্যান চালক সহদেব দাস। তাকে দেখতে প্রতিবেশী সাতজন দুপুর ১২টার দিকে যশোর সদর হাসপাতালে যান। সেখান থেকে ইজিবাইকযোগে ফেরার পথে যশোরগামী একটি পাট বোঝাই ট্রাক বাইকটিতে মুখোমুখি ধাক্কা দিলে তারা সবাই আহত হন। আহতদের মধ্যে সংকর ও বিষ্ণুর অবস্থা গুরুত্বর। তাদেরকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেদাপাড়া ক্যাম্প পুলিশের টু আইসি স্বপন কুমার জানান, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি (যশোর-ট-১১-৩৯৫১) আমাদের হেফাজতে আছে।
বাগেরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গ্রীনহার্ট স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. মো. মুজিবুল হকের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল তিথি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন,পরিচালনা পরিষদের সহ-সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদস্য জোৎসনা দেবনাথ, মোজাফার হোসেন, আবুল খায়ের, এ্যাড. পারভীন খানম, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলাশাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম, শাকির হোসেন প্রমুখ। ক্রীয়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন, পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতারন করেন।
সুন্দলী ইউনিয়নে বিনামূল্যে হোম সিস্টেম সোলার বিতরণ
অভয়নগর প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে যশোর-৪ এর বার বার নির্বাচিত এমপি রনজিত কুমার রায়ের পক্ষ থেকে বিনামূল্যে ৩০টি হোম সিস্টেম সোলার বিতরণ করা হয়। কুষ্টিয়ার ‘দিশা’ স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যান সংস্থার তত্বাবধানে ২৮ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় সুন্দলী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে সুন্দলী এস.টি. স্কুল এন্ড কলেজের সভাপতি স্বপন সরকার, শিক্ষক সঞ্জিব মজুমদার, বিশিষ্ট সমাজসেবক তপন সরকার, সোহাগ বিশ^াস, জয়গোপাল মন্ডল, সঞ্জয় বিশ^াস, অপূর্ব মল্লিক, সুন্দলী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পলাশ বিশ^াস, সাবেক ওয়ার্ড সদস্য নির্মল কান্তি মন্ডল, সুন্দলী ইউনিয়ন যুবলীগ সহসভাপতি মো: আজিজুর গাজী উপস্থিত থেকে সোলার বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার শিমুল রেজা ও জুনিয়র প্রমোশন অফিসার রোস্তম আলী।
ঝিনাইদহে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় আধুনিক মানের মডেল মসজিদ নির্মাণের ঢালাই উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঝিনাইদহ গণপুর্তের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, গণপুর্তের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন’র স্বত্তাধীকারী জাহাঙ্গীর আলম,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন বিশ্বাস।
এসময় জানানো হয়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট এ মডেল মসজিদে থাকবে নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, হিফজ খানা, জানাযার স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, গাড়ি পাকিং, ইসলামী গবেষণা কেন্দ্র ও ই-কর্ণার সহ নানা সুবিধা। ঝিনাইদহ গণপুর্তের বাস্তবায়নে মসজিদটির নির্মাণ করছে লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন। আগামী ১ বছরের মধ্যে এ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে।
পি-৩/৩
রামপালে জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলোতে তিন মাসেই ফাটল
রামপাল প্রতিনিধি
রমেশ মন্ডল (৪৫) বাস করেন উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ছোট সন্যাসী গ্রামে। তার পেটের নাড়িতে প্যাচ লাগায় খুমেক হাসপাতাল থেকে মেজর অপারেশন করা হয়েছে। চিসিৎসকগণ তাকে বাঁচাতে পেটের ভেতর থেকে মলত্যাগ করতে বিকল্পভাবে নল সংযোজন করে দিয়েছে। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিনযাপন করছেন। তার ছোট্ট এক খন্ড জমি আছে। কিশোর বয়সের একটি মাত্র ছেলে। সংসারের ঘানি টানছেন স্ত্রী শুকলা মন্ডল। স্বামী সন্তানকে বাঁচাতে মোংলা ইপিজেডে এ শ্রমিকের কাজ নিয়েছেন। জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় তাকে দূর্যোগ সহনশীল একটি সেমিপাকা ঘর দেওয়া হয়েছে। ওই ঘর নিতে তাকে পরিবহণ বাবদ গুনতে হয়েছে ৩৫ হাজার ৫ শত টাকা। এছাড়াও মিস্ত্রী ও শ্রমিকদের খাবার বাবদ গুনতে হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। তিনি আরো জানান, তাকে দেওয়া ঘরে লাগানো হয়েছে নি¤œমানের কাঠ। ইট ও বালি বাবদ গুনতে হয়েছে ১৫ শত টাকা। একইভাবে উপজেলার হুড়কা ইউনিয়নের চাড়াখালী গ্রামের অসুস্থ্য আজাহার আলী শেখকে একটি ঘর করে দেওয়া হয়েছে। ওই ঘরেও তাকে পরিবহন বাবদ গুনতে হয়েছে ৪০ হাজার টাকা। মাত্র ৩ মাস পরে সরজমিনে গিয়ে দেখা যায় ঘরের ফিলারসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। মেঝে ও দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। ঘরে লাগানো নি¤œমানের কাঠ কোথাও কোথাও বেকে গেছে। আজাহারের স্ত্রী তাসলিমা বেগম জানান, এই ঘর করতে তার পরিবহন বাবদ খরছ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তিনি দুঃখ করে বলেন, আমাগো সরকারিভাবে যে ঘর দিয়া ওইচে তাতে থাকতি ভয় নাগদিছে। শুনিলাম আমার খরজের টাহা ফেরত পাবানি কিন্তু তা এ্যাহোনো পয্যন্ত পাইনেই। উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ছায়রাবাদ গ্রামের আকরাম শেখের স্ত্রী আফরোজা বেগমের বাড়িতে গেলে তিনি জানান, এই ঘর কত্তি আমার নাগিচে ৪০ হাজার টাহা। কিছু কাঠ ও আমার দিয়া নাগিচে। পাইখানাডা এ্যাহোনো ঠিক করে দিনেই। পার্শবর্তী বর্ণি গ্রামের ফিরোজ শেখের বিধবা স্ত্রী শিরিনা বেগম জানান, তাকেও পরিবহন খরচ দিতে হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। তার ছেলে পিয়ার আলী জানান, এখনও পর্যন্ত ঘরের কিছু কাজ করতে বাকি রয়েছে। এভাবে হুড়কা ইউনিয়নের ছিদামখালী গ্রামের অজয় মন্ডলের বাড়িতে গিয়ে দেখা যায় তার ঘরের ও বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ঘরের মালামাল পরিবহন, মিস্ত্রী ও শ্রমিকদের খাওয়া বাবদ খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তিনি আরও জানান, ওই সময় শ্রমিকদের চা খাওয়ার জন্য চিনি ক্রয় করা হয়েছে সাড়ে ৩ থেকে ৪ কেজি এবং দেড় কেজী চা পাতি।
জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় ২২টি সেমিপাকা ঘর নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর বাগেরহাট জেলা প্রশাসক ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর আশ্বাসের পরও কোন সুফল মেলেনি। গ্রামীন অবকাঠামো (টিআর) রক্ষনাবেক্ষনের বিশেষ কর্মসূচীর আওতায় উপকূলীয় অঞ্চলের হতদরিদ্রোদের মাঝে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবন মান উন্নয়নের লক্ষে এ ঘর বরাদ্দ দেওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে গৃহহীনদের অনেকেই এই ঘর পায়নি। যারা পেয়েছে তাদের গুনতে হয়েছে মোটা অংকের টাকা। ঘর নির্মানের অনিয়মের মধ্যে রয়েছে, ঘরের চালে, দরজা, জানালায় ব্যবহার করা হয়েছে ণি¤œমানের নির্মান সামগ্রী। পরিবহন ব্যয়ও উপকারভোগীদের বহন করতে হয়েছে। মেঝেতে বালির পরিবর্তে দেওয়া হয়েছে মাটি। উপকারভোগীদের শ্রমিক হিসাবে নিয়োগ করে তাদের পারিশ্রমিক দেওয়া কথা থাকলেও তা দেওয়া হয়নি। উল্টো মিস্ত্রীদের দু-বেলা আহাল জোগাতে হয়েছে অসহায় এই পরিবারগুলোকে। অভিযোগ রয়েছে গৃহহীনদের বঞ্চিত করে অনেক স্বচ্ছল পরিবারকেও দেওয়া হয়েছে এই ঘর। নিয়ম অনুযায়ী উপজেলা পিআইসি কমিটি প্রকৃত উপকার ভোগীদের যাচাই বাছাই করে প্রেরণের কথা থাকলেও সেটি অনুসরণ করা হয়নি এমন অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের মনিটরিং দূর্বল থাকায় ও উপজেলা প্রশাসনের পিআইসি কমিটির উদাসীনতায় ঘর নির্মানে এমন অনিয়মের ঘটনা ঘটেছে বলে সচেতন মহল মনে করেন। উপজেলার ২২ টি ঘরের অনকূলে ২ লক্ষ ৫৮ হাজার ৫৩১ টাকা করে মোট ৫৬ লক্ষ ৮৭ হাজার ৬৮২ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামানের মুঠোফোনে কথা হলে তিনি জানান, মাত্র ৩ মাসে ঘরে ফাটল ধরার কথা না। আমাকে কিছু ছবি দেন আমি দেখি। বাচাই বাছাই করে অনিয়মের বিষয় ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, যে সমস্থ ঘরে ফাটল ধরেছে, তারা আমার নিকট অভিযোগ করলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কেউ পরিবহন খরচ হিসাবে টাকা নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুন উর রশিদ এর মুঠোফোনে কথা হলে তিনি জানান, অনিয়মের বিষয়গুলি আমার জানা নাই । নির্দিষ্ট তথ্য পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা তালায় টি আর এম এর কারনে সর্বশান্ত তালা শালিখার কয়েক হাজার মানুষ
ইলিয়াস হোসেন,তালা
সাতক্ষীরা তালা শালিখার টি আর এম অধিগ্রহনকৃত জমির বেড়াজালে কয়েক হাজার মানুষ। ২০১১-২০২০ সাল পর্যন্ত চালু হওয়া টিআরএম ১০ বৎসরে মধ্যে জমি অধিগ্রহনের টাকা পেয়েছে মাত্র ২বার। এ কারনে সর্বশান্ত মানুষ গুলে অনাহারে অনাদারে দিনযাপন করছে। টিআর এম নাকি অভিশাপ এ প্রশ্ন ভুক্তভোগীদের।
জানা যায়, কপোতাক্ষ নদের নাব্যতা ফেরানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের আওতায় সরকার ২০১১ সালে ২কোটি ৬২লক্ষ টাকায় কপোতাক্ষ নদ খনন করে। ২০১১ সালে তালা শালিখায় অস্থায়ীভাবে ৬হাজার বিঘা জমি অধিগ্রহন করা হয়। অধিগ্রহনের সময় বলা হয়েছিলো প্রতি বৎসর অগ্রিম টাকা পরিশোধ করা হবে। সেই আংগীকে ঐএলাকার মানুষ তাদের জমিতে পলিমাটি তুলতে দিলে টিআরএম প্রকল্প চালু হয়। সহজশর্তে পরিশোধের টাকা থাকলেও জমির নাম পত্তন,এসএ পরচা,দাখিলা,ক্রয়কৃত জমির পিট দলীল ইত্যাদী প্রয়োজনীয় কাগজ দাখিল করে এ পর্যন্ত ৭৫ শতাংশ জমির মালিক তাদের অধিগ্রহনকৃত জমির হারি পেয়েছে। জাগজপত্রের জটিলতার জন্য বাকী জমির মালিকগন ১০ বৎসর যাবৎ কোন সুবিধা ভোগ করতে পারছে না। যাদের কাগজপত্র ঠিক আছে তারাও ২০১১-২০১২ মোট ০২ বৎসরের টাকা পেয়েছে। বাকী ৮ বৎসরের টাকা না পাওয়ার ফলে অবহেলা ও অনাদারে ধুকে ধুকে মরছে। বেশীরভাগ মধ্যবৃত্ত মানুষের জমি টিআরএম এলাকায় থাকায় তারা একদিকে যেমন কামলা দিতে পারছে না অন্যদিকে খাবারের টাকা জোগাড় করতে বাস্তভিটা পর্যন্ত বন্ধক বা বিক্রি করতে হচ্ছে। টিআরএম এলাকার জমিতে কোন অর্থ না পাওয়ায় জমি বিক্রি করতে চাইলে জমির ন্যায্যদাম পাওয়া যাচ্ছে না ভুক্তভোগীরা। ফলে অসহায় মানুষ গুলে অতি কষ্টে জীবন যাপন করছে। কাগজ পত্রের অভাবে যে সকল জমির মালিকগন মোটেও টাকা পায়নি তাদের অবস্থা আরও মর্মান্তিক। আবার পারিবারিকভাবে আপস বন্ঠনমতে জমি দখলে থাকলেও নামপত্তন করার সময় দাগে দাগে যাওয়ার কারনে জমি থাকা সত্ত্বেও পুরো জমির টাকা পাচ্ছে না । ফলে জমি অনাদায়ী থেকে যাচ্ছে। এ বিষয়ে জমির মালিকসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গরা মনে করেন, বর্তমান মাঠ জরিপ অনুয়ায়ী টিআর এম এর টাকা পরিশোধ করলে সকলেই টাকা পাবেন বলে ধারনা করছেন সকলে। অন্যদিকে টিআর এর আওতায় পলি মাটি তোলার কথা থাকলেও প্রচন্ড ¯্রােতের কারনে ছোট ছোট খালগুলো নদীর রুপ ধারন করেছে। ফলে জমির মালিকরা পড়েছে মহা বিপদে। একদিকে ৮বৎসর যাবৎ জমির হারী পানি উন্নয়ন বোর্ড বা সরকার দিচ্ছেনা। অন্যদিকে উচু জমি ভেঙ্গে নদীতে চলে যাওয়ার কারনে হতভম্ব হয়ে পড়েছে জমির মালিকরা। এদিকে কাহারো নজর না থাকায় টিএরএম এর আওতায় জমির মালিকদের অত্যান্ত কষ্টে অবহেলায় অনাহারে জীবন যাপন করতে হচ্ছে। বিষয়টি নিয়ে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জেলা প্রশাসক মহদয়ের নিকট উপস্থাপন করলেও কোন সুরাহা হচ্ছে না।
ভুক্তভোগী মানুষের একান্ত দাবী অতি জরুরী সহজ শর্তে টি আর এম প্রকল্পের সকল টাকা পরিশোধের জন্য জেলা প্রশাসক মহদয়সহ মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক। জমি থাকার ফলেও মানুষগুলোকে না খেয়ে থাকতে হয়। আমি এ ব্যাপারে জেলা প্রশাসক মহদয়কে অবহিত করেছি। তিনি অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন।
ফকিরহাটে বিধবার গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে অসহায় গরীব বিধবা দুইকন্যা সন্তানের জননীর শেষ সম্বল তিনটি গরু অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যাওয়ায় মহিলা এখন চরম অসহায় হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লখপুর ইউনিয়নের কাহারডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে। এঘটনায় এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। স্থানীয়রা জানান, উক্ত গ্রামের মৃতঃ মহাদেব কুন্ডুর স্ত্রী পুতুল রানী কুন্ডু স্বামীর মৃত্যুর পর দুইটি কন্যা সন্তান নিয়ে নিজ বাড়ির সামনে ছোট্ট একটি ঘর বেঁেধ সেখানে মুদি দোকানের ব্যাবসার পাশা পাশি গরু পালন শুরু করেন। দফায় দফায় অজ্ঞাত চোরেরা দোকানের উপরের টিন কেটে নগত টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। তার পরেও তিনি বিভিন্ন সমিতি হতে ধারদেনা করে ১টি গাভী ক্রয় করে জিবিকা নির্বাহ করে আসছিলেন। সেই ১টি গাভী হতে আজ ২টি বকনা সহ তিনটি গরু বড় হয়েছে। সেই গরু গুলি সন্তানের মত লালন পালন করে জিবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু ঘটনার দিন বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা সেই তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় তিনি এখন পথে বশার উপক্রম হয়েছেন। গরু তিনটির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়লক্ষ টাকা।
বেতাগার ৮নং ওর্য়াডে মেয়াদের আগেই শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রাজ্জাক মেয়াদের আগেই শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। জুন কোজিং এর আগেই তার এই সফলতায় এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, বছর শুরু হলেই উক্ত ইউনিয়ন পরিষদে মেম্বরদের মধ্যে হোল্ডিং ট্রাক্স আদায়ের প্রতিযোগীতা শুরু হয়। কারণ যে ওর্য়াডের সদস্য আগে শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায় করতে পারবেন সে পুরস্কার পাবেন। সেই বিষয়টি মাথায় নিয়ে সকল মেম্বররা প্রতিযোগীতায় মেতে উঠেন। কিন্তু এবছর ৮নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রাজ্জাক মেয়াদের আগেই শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায় করে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ওয়ার্ডে মোট খানার সংখ্যা ৪০১টি এবং ধার্যকৃত আদায়ের প্ররিমান ৫৪.০৭.০০/-টাকা। যা সারা দেশের মধ্যে মেয়াদের আগেই এটিই তার একটি দৃষ্টান্ত বলে অনেকে মন্তব্য করেছেন।
মণিরামপুরে বন্দুকযুদ্ধে ১৩মামলার আসামি নিহত
মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক ওরফে কেরু নামে এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেগারিতলায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। নিহত নুরুল হক কেরু মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের মৃত মাজেদ গাজী বক্সের ছেলে।
মণিরামপুর থানার এসআই শাহিনুর ইসলাম জানান, কেশবপুর থানার একটি টিম নুরুল হক কেরুকে নিয়ে তার সহযোগিদের ধরতে অভিযানে আসে। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান কেরু। পরে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় ইজিবাইক ছিনতাইকালে নুরুল হককে আটক করে স্থানীয় জনতা। এরপর তাকে পুলিশে সোপর্দ করেন তারা। নুরুল হক একজন চিহ্নিত ডাকাত। তার বিরদ্ধে ১০টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোর প্রতিনিধি
যশোরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ইটভাটার দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন গাড়ির চালক আল আমিন (৪৫) ও পথচারি বড়ুয়া বেগম (৬৫)। ট্রাক চালক আল আমিনের বাড়ি মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে। আর বড়ুয়া বেগমের বাড়ি যশোর সদরের গাইদঘাট গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, মাগুরার শালিখার একটি ভাটা থেকে ইট নিয়ে ট্রাকটি যশোরের দিকে আসছিল। যশোর সদরের গাইদঘাটে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালীতে যুবকের রগ কর্তন
খুলনাঞ্চল রিপোর্ট
পটুয়াখালীর কলাপাড়ার মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুর্বৃর্ত্তদের সশস্ত্র হামলা হামলায় নুরবাহাদুর নামের এক যুবকের বাম হাতের রগ কর্তন করা হয়েছে। এসময় ওই যুবকের অপর দুই ভাই জুয়েল রানা এবং সোহেল রানাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের কাউয়ার চরের বিরোধপূর্ণ মাছের ঘেরে এ হামলার ঘটনা ঘটে। আহতেদর স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় নুরবাহাদুরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, আহতদের মধ্যে নুরবাহাদুরের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
ফরিদপুরে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গায় ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় ইউনুছ আলী (৫২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোররাতে বিশ্বরোডের পূর্বপাশে বগাইল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ভাঙ্গা হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা বিশ্বরোডের পূর্বপাশে বগাইল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ভোরে টহল পুলিশের সঙ্গে ডিউটিরত অবস্থায় ছিল ইউনুস আলী। এ সময় দ্রুতগামী একটি ট্রাক পুলিশ সদস্য ইউনুছ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ডিউটিরত অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে তাড়া করে হেলপারসহ আটক করতে সম হয়। নিহত পুলিশ সদস্য ইউনুছ আলীর গ্রামের বাড়ি বরিশালের বানিয়াপাড়া থানায়। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
মুজিববর্ষ উদ্যাপন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপন লক্ষ্যে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. চৌধুরী মাহবুবুল হক এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, অতিরিক্ত সচিব (অবঃ)। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সমাদ্দার। মুখ্য আলোচক ছিলেন মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑবীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম (আর্মি), হাফেজ ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শিকদার আতিয়ার রহমান, মোঃ হাফিজুর রহমান মুকুল, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, সহ-সভাপতি নাসরীন আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফরোজা হক কোহিনুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দলরুবা সুলতানা মুক্তা, ধর্ম বিষয়ক সম্পাদক মিসেস লাবণী আক্তার, মোসাঃ শাহানারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোল্লা হারুন অর রশীদ, এ বি এম ফিরোজ আহমেদ তারু, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব মোঃ শহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ মজিবুর রহমান, মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এস এম বদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন হাবিব, বীর মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা শেখ আলেক, মোঃ আলী বাবু, বীর মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল গফুর, এস এম মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ রাসেল প্রমুখ। সভায় মুজিববর্ষ উদ্যাপন লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ ওলিয়ার রহমান।
ওয়েষ্টার্ন এডুকেশন কাউন্সিলের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
ওয়েষ্টার্ন এডুকেশন কাউন্সিলের খুলনার শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর খানজাহানআলী রোডস্থ মৌলভীপাড়ার মোড়ের নাসির গার্ডেনে এ কাউন্সিলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। ওয়েষ্টার্ন এডুকেশন কাউন্সিলের খুলনার শাখার পরিচালক আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম ও খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। উদ্বোধনের আগে দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমেদের পরিচালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
২ মার্চ জাতীয় ভোটার দিবস
তথ্য বিবরণী
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণের আয়োজন করেছে।
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ শ্লোগান নিয়ে এবারের জাতীয় ভোটার দিবসটি পালন করা হবে।
২ মার্চ সকাল নয়টায় খুলনার শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউস পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালি শেষে সার্কিট হাউস সম্মেলনকক্ষে আলোচনা সভা, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। সকল অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন খুলনার পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
পেশাগত দায়িত্ব পালনকালে গাজী টেলিভিশনের (জি-টিভি) খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেনের সাথে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। গত ২৬ ফেব্রুয়ারী রাতে খুলনা কাবে জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিবাহ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিকরা। এসময় বেশ কয়েকটি মোবাইল হারানো নিয়ে উত্তেজনা বিরাজ করে। সেসময় গাজী টেলিভিশনের সংবাদের জন্য ভিডিও ধারন করছিলেন সাংবাদিক শেখ লিয়াকত হোসেন। তার ভিডিও ধারনের সময় কয়েকজন উত্তেজিত বরযাত্রী শেখ লিয়াকত হোসেনের মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নিতে যায়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমূলক আচারণ করে।
সাংবাদিক শেখ লিয়াকত হোসেনের সাথে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সহ-সভাপতি সামছুজ্জামান শাহিন, বাবুল আকতার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াসীন আরাফাত রুমী, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক দানিয়েল সুজিত বোস, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সুনীল দাশ, এএইচ এম শামিমুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ।
খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ২৮তম দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৮তম দিন অতিবাহিত হয়েছে। প্রাত্যহিক আয়োজনে বিকাল ৩.৩০ টায় বইমেলার মঞ্চে প্রথমে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের আয়োজনে বিতর্ক, কুইজ এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫.৩০ টায় আবৃত্তি সংগঠন ‘বাচনিক’ এর প্রযোজনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬.৩০ টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব(অবঃ) এস এম রইজউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবুল ফজল। প্রবন্ধের বিষয় ‘বাংলা ভাষার ঘরের শক্র’। অনুষ্ঠানে আলোচক হিসাবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্নিনের প্রভাষক হৈমন্তি শুকা কাবেরী। অনুষ্ঠানের সভাপত্বি করেন প্রফেসর আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর কমান্ড। সামনে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর। পরবর্তীতে ‘সংগীত নিকেতন’ ও ‘আর্টিস্ট কাব’ খুলনার শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, শেখ আসাদুজ্জামান মিথুন, সাবেত্রী গাইন ও তারক চন্দ্র মন্ডল । সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
মহানগর শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী উৎযাপনের লক্ষ্যে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী উৎযাপনের লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের গৃহীত সকল কর্মসূচী সফল করার জন্য শুক্রবার বাদ মাগরীব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম,ডি,এ বাবুল রানা। বক্তব্য রাখেন মোঃ লুৎফর রহমান, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুব রহমান, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদিন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকর রফিকুল ইসলাম, মুন্সী ইউনুস, মোঃ হাবিবুর রহমান হাবি, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ জামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, নাসরিন আক্তার, মোঃ খালেক শিকদার, মোঃ আনিছুর রহমান, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহজাহান সিকদার, আতাহার আলী মাষ্টার, আসলাম শেখ, হাই ইসলাম কচি, মোঃ মেজবাহ উদ্দিন, মীর আব্দুল জব্বার, আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃ আফজাল হোসেন, সেলিম ফরাজী, ফারুক খা, লাভলু পাটোয়ারী, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ শাহবুদ্দিন মোল্লা, মোঃ জনি, আব্দুল হাকিম, তৈয়ব আলী হাওলাদার, মোল্লা আলী আহম্মেদ, আব্দুল মান্নান, মোঃ খোকন, আল আমিন কবির, মোঃ সাদ্দাম, মোঃ হারুন, কাজী রফিকুল বারী, বিপ্লব রয়, আব্দুল সত্তার, টিটোন হাওলাদার, মুক্তার, রেজাউল করিম, মোঃ কামাল হোসেন, মোঃ মনির হোসেন, মাসুদ রানা, মোঃ সুমন হাওলাদার, মন্টু শেখ, সাগর মোল্লা, মোঃ বাদশা, সাজু সিকদার, মোঃ আফজাল হোসেন, মোঃ রাজ খান, মোঃ রেজাউল, মোঃ রাজু, শহিদুল, আলমগীর, দ্বীন ইসলাম, মিরাজ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযানের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করা হয় এবং বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সকল কর্মসূচীতে অংশ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ১লা মার্চ খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ মিছিলে সকল ওয়ার্ড শ্রমিক লীগের নেতাকর্মীদের স্ব-স্ব আওয়ামী লীগের সাথে অংশ গ্রহণের এবং সকল ব্যাংক, বীমাসহ সকল সরাকারি সেক্টরের কর্মচারী ইউনিয়ন-এর নেতাকর্মীদের বিকাল ৩.০০ টার মধ্যে রয়েল মোড়ে উপস্থিত হওয়ার আহবান জানন নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন মূলক কর্মকান্ডকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য শ্রমিক লীগের নেতাকর্মীদের আহবান জানান।
পথচারীকে চাপা দিয়ে ট্রাকচালকও নিহত
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় ট্রাক দুর্ঘটনায় পথচারী ও ট্রাকচালক মারা গেছেন। এসময় ট্রাকের এক আরোহী আহত হন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১টার দিকে মাগুরামুখি মাটি বহনকারী একটি ট্রাক পথচারী বরুয়া ওরফে বড়ু বেগমকে (৭৫) চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে চালক আল আমিনও (২৬) মারা যান। ওই সময় ট্রাকে থাকা এক শ্রমিক আহত হন। বাঘারপাড়া থানার ওসি রিপন বালা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
নিহত ট্রাকচালক আল আমিন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। পথচারী বরুয়া বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী।
ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত ও প্রকৌশলীকে র্যাবের মারধর, কাজ স্থগিত সওজের
যশোর প্রতিনিধি
যশোরে রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম স্থগিত করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত, প্রকৌশলী ও চালককে র্যাবের মারধরের ঘটনায় এই অভিযান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা। সওজ কর্তৃপক্ষের দাবি, উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মীরা আতঙ্কে পালিয়ে যাওয়ায় ও ম্যাজিস্ট্রেটের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর শহরের পালবাড়ির মোড় থেকে মুড়লি মোড় পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উচ্ছেদ অভিযান শুরু হয়। সওজ খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায় এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছিলেন। প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটারের সড়কের প্রায় তিন কিলোমিটার উচ্ছেদের একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে উচ্ছেদকারী দলটি শহরের বকচর এলাকায় র্যাবের অস্থায়ী কার্যালয়ের সামনে যায়। এ কার্যালয়ের প্রাচীরটি সওজ বিভাগের জায়গায় নির্মিত হওয়ায় তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এরপর র্যাবের কতিপয় সদস্য বুলডোজার চালক প্রতাপ কুমার ও উপ-সহকারী প্রকৌশলী তরুণ কুমার দত্তকে মারপিট এবং বুলডোজারের সামনের কাঁচ ভেঙে দেন। এছাড়া তাদের ধরে ক্যাম্পের ভেতর নিয়ে যান। একইসঙ্গে অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়কে গালিগালাজ করেন। পরে জেলা প্রশাসক, সওজ-এর কর্মকর্তারা গিয়ে আটককৃতদের ছাড়িয়ে আনেন।
উচ্ছেদ অভিযানবৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানের কথা থাকলেও সকালে গিয়ে দেখা যায় বুলডোজারগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সকাল থেকে কোনও প্রকার উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়নি। যে কারণে তারা নিজেরাই নিজেদের প্রতিষ্ঠান ভেঙে সরিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মোয়াজ্জেম হোসেন জানান, র্যাব কর্তৃক উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বুলডোজার চালকরা আতঙ্কে পালিয়ে গেছে। তাছাড়া, ম্যাজিস্ট্রেটের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিযান স্থগিত করা হয়েছে। সরকারিভাবে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযান বন্ধ থাকবে।
গোল্ডেন কিন্ডার গার্টেন স্কুলের পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা গোল্ডেন কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় প্রি-ক্যাডেট স্কুল মাঠে এর আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের সভাপতি ওয়াদুদুর রহমান পান্না। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মাজেদ মল্লিক। সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ খালেদা খাতুন।
প্রতিযোগিতা শুরুতেই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা মরহুম বেল্লাল হোসেনের আত্মার শান্তি কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণমালা শিশু শিক্ষালয়ের পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বর্ণমালা শিশু শিক্ষালয়ের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ১০ম স্থান অধিকারী বেধাবী শিক্ষার্থী, শতভাগ উপস্থিত শিক্ষার্থী ও আন্তর্জাতিক মাতৃভাষ ও মুজিববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন, অভিভাবক মা-বাবাদের সুন্দর হাতের লেখা, মায়েদের হাতের তৈরি পিঠা এবং বর্ণমালা সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে দেশাত্ববোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন।
প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর শমশের আলী মিন্টু, সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রুমা খাতুন ও বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সহ-সভাপতি ফিরোজ আলম খান। স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠানের পরিচালক লায়লা পারভীন ও এম.এম. ওয়াশীম। অভিভাবকদের মধ্যে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ হতে হবে। এতে শরীর ও মন ভালো থাকে। বর্ণমালা শিশু শিক্ষালয় প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তিনি শিশুদের ও বর্ণমালা শিশু শিক্ষালয়ের উজ্জ্বল ভবিষ্যত ও মঙ্গল কামনা করেন।
এদিকে সকাল ৭টায় একই স্থানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন ও সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম অতিথি থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে ১৫টি ইভেন্টে ৪০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
প্রতিহিংসার বিচারে বন্দী গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায্য জামিন বারবার বাঁধাগ্রস্থ করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে এসব কর্মসূচিতে সকলকে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
কচুয়ায় র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সাইন বোর্ড বাজার হতে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন বাগেরহাট জেলার মোংলা থানার সিগন্যাল টাওয়ার এলাকার মৃত. খবির শেখের ছেলে খোকন ওরফে বিক্রম শেখ (৫৫)।
র্যাব-৬ জানায়, ২৬ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সাইন বোর্ড বাজারে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল। এসময় খলিশাখালী গ্রামস্থ মেসার্স ফাহিম এন্ড ব্রাদার্স দোকানের সামনে থেকে এক কেজি গাঁজাসহ বিক্রম শেখকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন যাবত কচুয়া থানা এলাকার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।