মোড়েলগঞ্জে যুবলীগ কর্মীর চোখ উপড়ে ফেলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ৩

1
Spread the love

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে যুবলীগ কর্মী ইউপি সদস্য নাজমুল হাসান রানার(৩৫) হাত পা ভেঙ্গে চোখ উপড়ে ফেলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে জখমীর বড় ভাই ফারুক হোসেন হাওলাদার। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি লিয়াকত কাজী (৫৫), মহারাজ হাওলাদার (৪৫), শাহাজালাল আকন (৩৫)কে গ্রেফতার করেছে। গুরুতর জখমী ইউপি সদস্য রানা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকেলে এ মামলার এজাহার নামীয় আসামি শফিজউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক লিয়াকত কাজীকে আটক করেছে।

এ মামলার বাদি রানার বড় ভাই ফারুক হাওলাদার ও স্ত্রী মুকুল বেগম বলেন, সোমবার রাত ১টার দিকে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলনের সাথে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা ইউপি সদস্য রানা এ হামলার শিকার হন। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রধান আসামি রাসেল কাজী, ডালিম আকন, বখতিয়ার খা সহ ২৫/৩০ জনে পিটিয়ে কুপিয়ে রানার চার হাত-পা, বুকের পাজর ভেঙ্গে ফেলে এবং দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলে। ফারুক আরো বলেন, ৬০ বিঘার একটি মৎস্য ঘের ২ বছর ধরে হাড়িরটাকা দিয়ে স্থানীয় লোকজন নিয়ে তার ভাই নাজমুল হাসান রানা ঘের করে আসছে। গত ১ মাস পূর্বে রাসেল কাজী ও তার লোকজন ঘৈ ঘরে অগ্নিসংযোগ করে একটি অংশ দখলে নেয়। এ বিরোধ কে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটিয়েছে প্রতিপক্ষরা। এদিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, সদস্য সচিব এ্যাড. তাজিনুর রহমান পলাশ এক প্রতিবাদ সভায় যুবলীগ কর্মী নাজমুল হাসান রানার ওপর নির্মমভাবে হামলা কারিদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানিয়েছেন।

এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ইউপি সদস্য রানার ওপর হামলায় মামলায় এ পর্যন্ত এজাহার নামীয় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।