খুলনার তেরখাদায় পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার দু’আসামির আদালতে স্বীকারোক্তি

5
Spread the love

স্টাফ রিপোর্টার

তেরখাদা থানার মল্লিকপুর উত্তর পাড়ায় ১৫বছরের এক কিশোরিকে জোরপুর্বক দু’বন্ধু ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার দু’আসামির আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। গতকাল বুধবার তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান রেকর্ড করেছেন।

আসামিরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার মল্লিকপুর উত্তর পাড়ার মৃত. মন্টু খাঁর ছেলে মো. মিথুন খাঁ (১৭) ও একই গ্রামের মো. সেকেন্দার আলি শিকদারের ছেলে মো. সালমান শাহ্ জয় (১৯)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার ওসি তদন্ত স্বপন কুমার রায় আসামিদের আদালতে হাজির করেন।

মামলার বিবরণে জানা যায়, খুলনা জেলার তেরখাদা থানার মল্লিকপুর উত্তর পাড়ার মৃত. মন্টু খাঁর ছেলে মো. মিথুন খাঁ (১৭) ও একই গ্রামের মো. সেকেন্দার আলি শিকদারের ছেলে মো. সালমান শাহ্ জয় (১৯) এবং ভিকটিম বসবাস করে। গত ২২ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে  আকাতার মোল্যার বসত ঘরে মিথুন ও জয় ভিকটিমের সঙ্গে লুডু খেলছিল। এসময় তারা ভিকটিমকে জোরপুর্বক দু’বন্ধু ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে রাখে। ২৩ফেব্রুয়ারি আবারও তারা ভিকটিমকে ডেকে ভিডিও দেখায় এবং তাদের কথায় রাজি না হলে ভিডিও  ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। তাদের কথায় রাজি না হলে ২৪ফেব্রুয়ারি ধর্ষণের ভিডিও তারা ইন্টারনেটে ছেড়ে দেয়। ওই দিন রাতে ভিডিওটি ভিকটিমের ভাই দেখতে পায়। এঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে মিথুন ও জয়ের বিরুদ্ধে দেরখাদা থানায় মামলা দায়ের করেন যার নং- ১০।