খুলনা জেলা পরিষদে টেন্ডার নিয়ে সংঘর্ষ : পুলিশ মোতায়েন

12
Spread the love

স্টাফ রিপোর্টার

খুলনা জেলা পরিষদে ঘাটের ইজারা টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় সাত্তার খলিফা (৬০) ও তার ছেলে কামরুজ্জামান কামরুল (৩০) আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার জানান,  অধিকাংশ স্থানেই আগ্রহী ঠিকাদাররা দরপত্র দাখিল করতে পারেননি। তা নিয়ে ােভের জেরে এক সংঘর্ষ হয়।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহবুবুর রহমান সংঘর্ষের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। তবে তিনি জানান, জেলার মোট ১৪টি ঘাট ইজারার জন্য আজ দরপত্র দাখিলের দিন নির্ধারিত ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, জেলা পরিষদের ভেতরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।