স্টাফ রিপোর্টার
দিঘলিয়া থানার বাতিভিটা গ্রামের ৫বছরের শিশু কণ্যাকে ধর্ষণ মামলার আসামি মহাদেব কুমার রায় (৪৩) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ প্রদান করেছেন। মহাদেব কুমার রায় দিঘলিয়া থানার বাতিভিটা গ্রামের মধু সুদন রায়ের ছেলে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী মোজাহিদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন।
মামলার বিবরণে জানা যায়, দিঘলিয়া থানার বাতিভিটা গ্রামের ৫বছরের শিশু কণ্যাকে মহাদেব কুমার রায় তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে। দুপুরে শিশুটির মা তাকে গোসল করাতে গেলে তার অসুস্থার কথা প্রকাশ পায়। তখন শিশুটি মহাদেব তাকে ধর্ষণ করেছে বলে জানায়। এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মহাদেবের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন যার নং-৭। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।