স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানা এলাকায় এক ব্যবসায়ীকে আটকে রেখে নারীর সাথে মোবাইলে ছবি ও ভিডিও করে চাঁদাবাজির অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় নয়ন হাওলাদার (৩৫) নামের আসামি’র রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের ৩দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ একদিন মঞ্জুর করেছেন। আসামি নয়ন মহেশ্বরপাশা সাড়াডাঙ্গা মাঠ সংলগ্ন আজিজ হাওলাদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারের জুতার দোকানের ব্যবসায়ী নারায়ন চন্দ্র দাস গত বছরের ৩ডিসেম্বর দোকানের পাওনা বাকী টাকা আনতে গেলে একটি ঘরের মধ্যে তাকে আটকে রেখে নারীর সাথে মোবাইলে ছবি ও ভিডিও করে ৫০হাজার টাকা চাঁদা চায় একটি চক্র। পরবর্তিতে তিনি সম্মান বাচাতে ১০হাজার টাকা দেন। এঘটনাটি তিনি দৌলতপুর থানা পুলিশকে অবগত করেন। এরপর ৫ডিসেম্বর তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং-৫। নয়ন হাওলাদার ওই মামলার এজাহারভুক্ত ২নং আসামি। তাকে গত রবিবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।