খুলনায় জালটাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার স্বামী-স্ত্রী রিমান্ডে

8
Spread the love

স্টাফ রিপোর্টার

নগরীর খালিশপুরস্থ নয়াবাটি এলাকা থেকে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের ৩দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম একদিন মঞ্জুর করেছেন। 

রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলেন, খালিশপুর থানাধীন নয়াবাটিস্থ রোড নং-২২২, বাড়ী নং-এনআই/২৪ এর ২য় তলার পূর্বপাশের ভাড়াটিয়া মো. গফ্ফার আলী মোল্লা (৫৩) ও তার স্ত্রী নাজমা বেগম ওরফে অজিফা (৩৯)।

গত ২০ফেব্রুয়ারি দিবাগত রাতে নগরীর খালিশপুর থানা এলাকার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ডিবি’র অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে  ৪হাজার টাকার জাল নোট, ৩টি কালার প্রিন্টার, ১টি লেমিনেটিং মেশিন, ১টি ল্যাপটপ, ১টি টাকা তৈরি করার ডিজিটাল পেট, ৬টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রংয়ের ২বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, গ্রেফতার হওয়া গফ্ফারের শ্যালক সাইফুল ইসলাম ওরফে লামু জাল টাকা তৈরি করে তাদের নিকট দেয়। তারা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছে।

  • নগরীতে ৩৯লাখ টাকার জালনোটসহ গ্রেফতার মামুনের একদিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার

লবণচরা থানা পুলিশের অভিযানে জিরোপয়েন্ট থেকে ৩৯ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার এস এম মামুন (৪৩) কে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের ৭দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ একদিন মঞ্জুর করেছেন। মামুন বাগেরহাট জেলা সদরের দশমিনা পাইক পাড়ার এস এম মতলেবের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চিন্ময় কুমার দাস।

মামলার বিবরণে জানা যায়, ২২ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় লবণচরা থানা পুলিশ। এসময় খুলনা-গোপালগঞ্জ রুটের বাসে ওঠাকালীন সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে এক হাজার টাকার নোটের ৩৯ লাখ টাকার জালনোট পাওয়া যায়। এঘটনায় তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় যার নং-১৮।