খুলনায় ১২টন চাল আত্মসাতের মামলায় উপ খাদ্য পরিদর্শক হাবিবুরের ৭বছরের সশ্রম কারাদন্ড

7
Spread the love

স্টাফ রিপোর্টার

দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের ১১হাজার ৮৯৮কেজি আমদানিকৃত চাল আত্মসাতের মামলায় সাবেক উপ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমানকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৮৭ হাজার ৯৫ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় প্রদান করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান পলাতক রয়েছেন। সে নগরীর ৫, টিবি হাসপাতাল রোডের মো. নাজির উদ্দিন আহম্মেদের ছেলে এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার পাংশারচর গ্রামের স্থায়ী বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ১৯৮৪ সালের ২সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ৬এপ্রিল পর্যন্ত দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান। দায়িত্ব পালনকালে তিনি সিএসডি গোডাউন (পি-৩৩) থেকে ১১ হাজার ৮৯৮ কেজি আমদানিকৃত চাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ৮৭ হাজার ৯৫ টাকা। এ ঘটনায় দুদকের সহকারী পরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার বাদী হয়ে হাবিবুরের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং-৩২। ১৯৯৩ সালের ১ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আহম্মদ হাবিবুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে উচ্চ আদালত থেকে হাবিবুর রহমান জামিন নেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।