ঢাকা অফিস
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বিষয়ে প্রবাসীদের অভিযোগ জানানোর জন্য নতুন হটলাইন নম্বর চালু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার থেকে প্রবাসীরা সহজেই ‘+৮৮০ ৯৬১২১০৬১০৬’ নম্বরে কল করে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর জন্য কল করতে হবে বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার দুদক জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসীদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা করেছিল। মাত্র দু’দিনেই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের শত শত ফোন কল পাওয়া যায় তাতে। যেসব ফোনকলের অধিকাংশই প্রবাসীদের জায়গা-জমি, এলাকার আইন-শৃঙ্খলা ও ট্রাভেল এজেন্সির অনিয়ম সংক্রান্ত।