অভিজিত ছিল আদর্শের প্রতীক : শেখ হারুনুর রশীদ

7
Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ্ এমপি পুত্র অভিজিত চন্দের শোক ও স্মরণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা স্বাধীনতা চত্ত্বরে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,অভিজিত ছিল আদর্শের প্রতীক। তার মধ্যে ছিল সরলতা,সালিনতা ও মলিনতা। এজন্য বয়সে নবীন হলেও তাকে আমি পরিষদের প্যানেল চেয়ারম্যান বানিয়েছিলাম। আ’লীগনেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার’র সঞ্চালনায় বক্তব্যদেন, অভিজিতের পিতা সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ,সাবেক সংসদ সদস্য মোল্যা জালাল উদ্দিন, এ্যাড কাজি বাদশা মিয়া, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, কামরুজ্জামান জামাল, এবিএম শফিকুল ইসলাম, সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, ইমরান হোসেন, আবু সাঈদ সরদার, নাজিবুর রহমান নাজু, খান আবু বক্কার,ড. মাহাবুব-উল ইসলাম,সরদার আবু সালেহ, কাজি আলমগীর হোসেন, শোভারানী হালদার, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, গাজী হুমায়ুন কবির বুলু, খান সাকু আহমেদ, সুরঞ্জিত বৈদ্য, হিমাংশু বিশ্বাস, আবুল হাসান গাজী, আছফর হোসেন জোয়ার্দ্দার, এসএম জাহাঙ্গীর আলম, গোপাল চন্দ্র দে, মৃনাল কান্তি জর্দ্দার, প্রভাষক জিএম ফারুক হোসেন, গোবিন্দ ঘোষ, মোল্যা সোহেল রানা, সরদার আব্দুল গণি, মেহেদী হাসান রাজা,  খান আবুল বাসার, শেখ মাসুদ রানা প্রমূখ।