প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
হোক সাধারণ প্রস্তুতি ম্যাচ, তবু প্রতিপ ভারত বা পাকিস্তান হলে বাংলাদেশের যেকোনো ম্যাচই পায় বাড়তি আগ্রহ, ছড়িয়ে যায় বাড়তি উত্তাপ। তেমনই এক ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। তার আগে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের শেষদিনে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী দলগুলো। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল। এ ম্যাচে জাহানারা আলমের করা দুর্দান্ত শেষ ওভারে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে বাংলাদেশ দল ৮ উইকেট হারিয়ে করেছিল ১১১ রান। জবাবে ১০৬ রান করতেই সবকয়টি উইকেট হারিয়েছে পাকিস্তান।
আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও ভারতের নারীরা। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। ম্যাচটি হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। গ্রুপপর্বে পরের তিন ম্যাচ যথাক্রমে অস্ট্রেলিয়া (২৭ ফেব্রুয়ারি, ক্যানবেরা), নিউজিল্যান্ড (২৯ ফেব্রুয়ারি মেলবোর্ন) এবং শ্রীলঙ্কার বিপে (২ মার্চ, মেলবোর্ন)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি। স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা ম-ল।
বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারিয়েছে জিমি-চয়নদের নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনীর দুটি গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি চার গোল করেছেন মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, মইনুল ইসলাম কৌশিক ও আবেদ উদ্দিন। বাংলাদেশ সেনাবাহিনীর গোল করেছেন মনোজ, মিলন ও নাঈম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মইনুল ইসলাম কৌশিক। ৬ গোল নিয়ে শীর্ষ গোলদাতা হয়েছেন মাহবুব হোসেন।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত, সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, ফয়সাল আহসানউল্লাহ, জামিল আব্দুন নাসের ও এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হোসেন।
নারী ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন আজ
ক্রীড়া প্রতিবেদক
আইসিসি নারী বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। এবারের আসর আয়োজন করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে আসরের প্রথম ম্যাচে সিডনিতে ভারতের বিপে মাঠে নামবে অজিরা।
প্রতিযোগিতার আগের আসর গড়িয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সে আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা। গত আসরের আগে পুরুষ ও নারী বিশ্বকাপ আয়োজিত হতো একই সময়ে। ২০১৬ সালের সে আসরে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের পাশাপাশি শিরোপার উল্লাসে মেতে ওঠে নারী দলও। ভারতে অনুষ্ঠিত সে আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রমীলা ক্রিকেট দল। সে বছরই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
টর্নামেন্টে এ পর্যন্ত অনুষ্ঠিত ছয় আসরে চারবারই শিরোপা জয় করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি দুটি শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।
দ্বিতীয় বিভাগ ক্রিকেটে মুসলিম একাদশের জয়
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে মুসলিম একাদশ। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আব্দুল মোতালেব স্মৃতি সংসদকে।
টসে হেরে মুসলিম একাদশ ব্যাট করতে নেমে নির্ধারীত ৫০ ওভারে ৫উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রানে অপরাজিত থাকে আল আমিন খান। ইয়ং এজ স্পোটিং কাবের হয়ে ২টি করে উইকেট নেন দিপু ও হাসিব। বড় লক্ষে ব্যাট করতে নেমে আব্দুল মোতালেব স্মৃতি সংসদ ১৯৫ রানে অলআউট হয়। দলের সিয়াম ৫৩, তামিম ৩৫ ও আসিকুজ্জামান ২৯ রান করেন।
বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেটের দু’টি ম্যাচ অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় বঙ্গবন্ধু মুজিব দল এবং দেশ গঠনে মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু মুজিব ১৫ রানে দেশ গঠনে মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের সাকিব ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। দিনের দ্বিতীয় খেলা কালজয়ী মুজিব দল বনাম স্বাধীনতার মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মুজিব দল ৫ উইকেটে কালজয়ী মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের তাজবীর ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত ছিলেন মো. শাহজাদা, শেখ শওকত আলী, কাইয়ুম গোরা, শরীফ এনামুল কবির, জাবিদ হোসেন, পলাশ, জাহিদ আমির পল্টু, সাইদুর রহমান, ফজলে রাব্বী, আলমগীর হোসেন, আব্দুর রহমান বাপ্পী প্রমুখ।
সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাবেন বাদল রায়
ক্রীড়া প্রতিবেদক
আসছে এপ্রিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। তার আগে নাটকীয় সব দৃশ্যপট! যিনি গত দুই বছর ধরে বলে এসেছেন সভাপতি পদে লড়বেন সেই তরফদার মো. রুহুল আমিন সরে দাঁড়ালেন। মনে হচ্ছিল ফাঁকা মাঠেই গোল দেবেন ফের কাজী সালাউদ্দিন। যিনি ১২ বছর ধরেই বসে আছেন সভাপতির চেয়ারে।
কিন্তু না, সেই সুযোগ এবার পাবেন না সালাউদ্দিন। এই ফুটবল কর্তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আরেক কিংবদন্তি ফুটবলার বাদল রায়। যিনি বর্তমান সহসভাপতি। সেই বাদল রায় গতকাল বৃহস্পতিবার সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিলেন। মোহামেডান স্পোর্টিং কাবে সংবাদ সম্মেলন করে বাদল রায় বলেন, ‘সভাপতি পদে কেউ নির্বাচন না করলে আমিই দাঁড়াব।’ বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল বাংলাদেশের আধুনিক ফুটবলের প্রবক্তা। শেখ কামালের কারণেই দেশের ফুটবল আন্তর্জাতিক অঙ্গনে সমীহ জাগানিয়া পর্যায়ে যেতে পেরেছে মন্তব্য বাদল রায়ের।
পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ
ক্রীড়া প্রতিবেদক
এ বছরই মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। আসর আয়োজনকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পাকিস্তান এই আসর আয়োজনের কথা থাকলেও ভারতের অনড় অবস্থানের কারণে পিছু হটতে হচ্ছে পাক ক্রিকেট বোর্ডকে।
কদিন আগেও এশিয়া কাপ আয়োজন ছেড়ে না দেওয়ার ঘোষণা দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বর্তমানে বেশ নমনীয় হয়ে পড়েছে। খোদ পিসিবি চেয়ারম্যান এহসান মানিই জানিয়েছেন, এশিয়ার ক্রিকেট খেলুড়ে পরাশক্তি দেশগুলোর সিদ্ধান্ত অনুায়ীই চূড়ান্ত হবে কারা হচ্ছে এবারের আসরের আয়োজক।
দারুল মাকাম মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক
নগরীর দারুল মাকাম মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় খালিশপুর মুজগুন্নী মেলার মাঠে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মাদ্রাসার চেয়ারম্যান হাফেজ মু. মুকাররম বিল্লাহ্ আনসারী।
মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পিবিআই ওসি মো. বাবলুর রহমান খান, এড. হুমায়ুন কবির, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মাদ্রাসার সদস্য সচিব ইকবাল হোসেন। দিনব্যাপি কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিভিন্ন খেলা ধুলার মধ্যদিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মাওঃ মঈনুল ইসলাম, মাওঃ শফিউল্লাহ, আওসাফুর রহমান, হাফেজ মিরাজ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বসুন্ধরা-পুলিশ ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক
স্থানীয় তারকায় ঠাসা, ভালো মানের বিদেশি সংগ্রহেও অন্যদের চেয়ে এগিয়ে বসুন্ধরা কিংস। গত মৌসুমে শীর্ষ ফুটবলে অভিষেক আসরে তিনটি ট্রফির দুটি জেতা দলটি এবার ঘোষণা দিয়েছে সবগুলো জয়ের। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে এবার শুরু করলেও লিগে যেন কিছুটা ধুঁকছে বিগ বাজেটের দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত পুলিশ ফুটবল কাবের বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি কলিন্দ্রেসরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে লিগের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো শিরোপা প্রত্যাশিরা। চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই ড্র জয়ের চেয়েও বড় পুলিশের। ম্যাচ শেষে তাদের উল্লাসেই সেটা ফুটে উঠেছিল। ৫৪ মিনিটে তৌহিদুল আলম সবুজের এগিয়ে যায় বসুন্ধরা কিংস। কিন্তু এমএস বাবলুর গোলে সমতায় ফেরে পুলিশ। দুই ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪, পুলিশের ১।
ক্রিকেটে অস্কার জিতলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। যিনি বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। নিষেধাজ্ঞার মধ্যে থাকলেও তার কীর্তি ঠিকই তাকে খুঁজে ফিরছে। এই যেমন গতকাল বৃহস্পতিবার তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অস্কার জিতলেন ‘সেরা বোলিং স্পেলের’ জন্য।
২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। বল হাতে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়েন তিনি। বার্বাডোস ট্রাইডেন্টের বিপে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন রেকর্ড ৬ উইকেট। সিপিএলের ইতিহাসে এখনো সেটি সেরা বোলিং স্পেল। সিপিএল অস্কারে সাকিবের সেই যাদুকরী স্পেলের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপে চ্যাম্পিয়ন স্ট্যামফোর্ড
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এবার ইউল্যাব ফেয়ার প্লে কাপের নামকরণ হয়েছে জাতির জনকের নামে। আর সেই বিশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। ফাইনালে ইউল্যাবকে মাত্র ৭ রানে হারিয়েছে স্ট্যামফোর্ড।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি । তারা ২০ ওভারে ৩ উইকেটে সংগ্রহ করে ১৬২ রান করে। জবাবে ইউল্যাব জয়ের কাছে গিয়েও করতে পেরেছে ৪ উইকেট ১৫৫ রান। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সামসুদ্দিন ১৫ রানে তিনটি উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন।
স্কুল দাবায় আবুল খায়ের গ্রুপ
ক্রীড়া প্রতিবেদক
২০১৩ সালে সর্বশেষ জাতীয় স্কুল দাবা হয়েছিল। দীর্ঘ ৬ বছর পর আবারও তা শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী এই প্রতিযোগিতার জন্য দাবা ফেডারেশন ও আবুল খায়ের গ্রুপের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বারও হয়েছে।
কাওরান বাজারের বিএসইসি ভবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ফের্সেস) মিডিয়া সেন্টারে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শহিদুল্লাহ স্বার করেন। চুক্তি অনুযায়ী প্রতি বছর ফেডারেশন ৭৭ লাখ টাকা পাবে। আগামী মার্চে জেলা পর্যায়ে ছেলে ও মেয়ে দুই বিভাগেই খেলা শুরু হবে। ঢাকায় ৮০ জন খেলোয়াড় নিয়ে হবে ফাইনাল চূড়ান্ত পর্ব।
ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন ফেদেরার
ক্রীড়া প্রতিবেদক
ফ্রেঞ্চ ওপেনের আগে আবারও দুঃসংবাদ এলো রজার ফেদেরারের জন্য। বুধবার সুইস তারকার অস্ত্রোপাচার হয়েছে ডান হাঁটুতে। যার কারণে রোঁলা গারোর কে-কোর্টে নামতে পারবেন না ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে চারবার ফ্রেঞ্চ ওপেন খেলতে পারছেন না ফেদেরার। তবে ২০০৯ সালে একমাত্র ফ্রেঞ্চ ওপেনজয়ী সুইস তারকার সুস্থতার ব্যপারে আশাবাদী চিকিৎসকরা। ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে রোঁলা গারো’র যুদ্ধ। ফ্রেঞ্চ ওপেন ছাড়াও দুবাই, ইন্ডিয়ান ওয়েলস, বোগোতা এবং মিয়ামির মতো টুর্নামেন্টগুলোতে খেলতে পারবেন না ফেদেরার।
আতালান্তার কাছে ভ্যালেন্সিয়ার পরাজয়
ক্রীড়া প্রতিবেদক
চলতি চ্যাম্পিয়নস লিগ যেনো রূপকথার মতো কাটছে ইতালিয়ান কাব আতালান্তার জন্য। প্রথমবারের মতো ইউরোপ সেরার আসরে লড়াইয়ের সুযোগ পেল দলটি। আর এসেই বাজিমাত। বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকলো ইতালিয়ান কাবটি।
ম্যাচের ১৬ মিনিটে স্প্যানিশ কাব ভ্যালেন্সিয়ার জালে বল জড়ায় আতালান্তার হ্যানস হ্যাটবোর। প্রথমার্ধ শেষ হবার ৩ মিনিট আগে আতালান্তার পে ব্যবধান দ্বিগুণ করেন জোসেপ লিলিচিচ। বিরতি থেকে ফিরে এসেও ভ্যালেন্সিয়ার জালে গোল উৎসব করে আতালান্তা। ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে ব্যবধান ৪-০ করেন আতালান্তার ফুটবলাররা। ৫৭ মিনিটে গোল করেন রেমো ফ্রেউলার ও ৬২ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হ্যাটবোর। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে মোট ১২ গোল করে আতালান্তার ১০জন আলাদা খেলোয়াড়। ম্যাচের ৬৬ মিনিটে সান্তনার অ্যাওয়ে গোল করে ভ্যালেন্সিয়ার ডেনিশ চেরিশেভ। স্পেনে নিজেদের মাঠে ১০ মার্চ এ অ্যাওয়ে গোলের কতটুকু সুবিধা নিতে পারে ভ্যালেন্সিয়া সেটি এখন দেখার। নাকি আতালান্তার রূপকথার গল্প বয়ে চলে শেষ আট পর্যন্ত।
অঘটনের শিকার টটেনহ্যাম
ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে হার দেখেছে টটেনহ্যাম হটস্পারস। ঘরের মাঠে জার্মান কাব লাইপজিগের কাছে ১-০ গোলে পরাজিত হয় হোসে মরিনহোর দল। এ নিয়ে কোচিং ক্যারিয়ারে তৃতীয় বারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে হার দেখলো মরিনহো।
প্রথমার্ধে মোট ১৩টি শট টটেনহ্যামের জালে নেয় লাইপজিগ। তবে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ৫৮ মিনিটের মাথায়ে এগিয়ে যায় লাইপজিগ। টটেনহ্যামের ডিফেন্ডার বেন ডেভিস লাইপজিগের লাইমারকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট কিক থেকে গোল করেন ভেরনার। তবে ম্যাচের শেষ ২০ মিনিট ম্যাচে ফিরে আসে মরিনহোর শিষ্যরা। ৭৩ মিনিটে জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক ফিরিয়ে দেন লাইপজিগের গোলরক গুলাসি। এছাড়াও শেষ দিকে আরেকটি দারুণ আক্রমণ ফিরিয়ে দেন লাইপজিগের এ হাঙেরির গোলরক। শেষ ২০ মিনিটের খেলা তাই আশা জাগাচ্ছে মরিনহো ও টটেনহ্যাম অধিনায়ক লরিসকে। ফিরতি লেগে আগামী ১০ মার্চ লাইপজিগের মাঠে খেলতে যাবে টটেনহ্যাম।
পিএসএলে নিষিদ্ধ উমর আকমল
ক্রীড়া প্রতিবেদক
পিএসএলের পঞ্চম আসর শুরু হওয়ার প্রাক্কালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জন্য দুঃসংবাদ। তাদের অন্যতম সেরা ক্রিকেটার উমর আকমলের ওপর নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প থেকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে হয়, আজ থেকে শুরু হতে চলা পিএসএলে খেলতে পারবেন না উমর আকমল। তাকে এই টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হয়েছে এবং এই নির্দেশ আজ থেকেই কার্যকরি হবে। তবে শুধুমাত্র পিএসএলেই নয়, তার বিরুদ্ধে পিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের চলমান তদন্ত শেষ না পর্যন্ত যে কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকা- থেকেই তাকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ কারণে, তার নিষেধাজ্ঞার কোনো নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উল্লেখ করেনি পিসিবি।
দণি আফ্রিকায় ফিরে এলেন স্মিথ-ওয়ার্নার
ক্রীড়া প্রতিবেদক
দুই বছর পার হয়ে গেছে এরই মধ্যে। কেপটাউনের নিউল্যান্ডস কেলেঙ্কারির দুই বছর পর আবারও দণি আফ্রিকার মাটিতে পা রাখলেন দুই অসি ক্রিকেটার স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। স্বাগতিক দণি আফ্রিকার বিপে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যার প্রথমটি শুরু হবে আজ শুক্রবার থেকে।
এই সিরিজে খেলার জন্যই অসি দলের সঙ্গে দণি আফ্রিকায় এসে পৌঁছালেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। যেখানে দুই বছর আগে তৈরি হয়েছিল তাদের ক্যারিয়ারের কলঙ্কজনক এক ইতহাস। ক্রিকেট ইতিহাসেই অন্যতম একটি বড় কেলেঙ্কারি হয়ে থাকবে কেপটাউনে নিউল্যান্ডসে বল টেম্পারিংয়ের সেই ঘটনা। অধিনায়ক স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নির্দেশ ও সহযোগিতায় সিরিস কাগজ দিয়ে ঘঁষে বলের আকৃতি নষ্ট করে দিয়েছিলেন ক্যামেরন বেনক্রফট। যেটা ধরা পড়ে টিভি ক্যামেরায়।
এবার সেরাদের নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
গতবছরের শেষদিকে পাকিস্তান সফরের জন্য ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নিয়মিত দলের অন্তত ১০ ক্রিকেটারকে নিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিরাপত্তার কারণে সে সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা ক্রিকেটাররা। কাল শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোতে হবে সিরিজের প্রথম ম্যাচ। পরে হাম্বানটোটায় ২৬ ফেব্রুয়ারি ও পাল্লেকেলেতে ১ মার্চ হবে বাকি দুই ম্যাচ। এরপর আবার দুইটি কুড়ি ওভারের ম্যাচেও মুখোমুখি হবে দুই দল।
ক্যারিবীয়দের বিপে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড : দিমুথ করুনারতেœ, আভিশকা ফার্নান্দো, কুশল পেরেরা, শেহান জয়সুরিয়া, নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ এবং লাহিরু কুমারা।
অবশেষে একজন স্ট্রাইকার পেলো বার্সেলোনা
ক্রীড়া প্রতিবেদক
চলতি মৌসুমের সঙ্গে আরও চার মৌসুম ন্যু ক্যাম্পে থাকবেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তিতে ব্র্যাথওয়েটের রিলিজ কজ রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো।
৩১ জানুয়ারি শেষ হয়েছে শীতকালীন দলবদলের জানালা। নতুন খেলোয়াড় কিনতে গ্রীষ্মের দলবদল পর্যন্ত অপোয় থাকতো হতো বার্সাকে। কিন্তু লা লিগার খেলোয়াড় কেনার নিয়ম মেনেই লেগানেস থেকে ব্র্যাথওয়েটকে ঘরে তুলেছে তারা। উসমান ডেম্বেলের চোটের কারণেই ব্র্যাথওয়েটের আসা। ফরাসি ফরোয়ার্ড ছয় মাসের জন্য ছিটকে গেছেন। লা লিগার নিয়ম, কোনও খেলোয়াড় ছয় মাস মাঠের বাইরে চলে গেলে স্প্যানিশ লিগে খেলা খেলোয়াড় দিয়ে তার জায়গা পূরণ করা যাবে। এই নিয়মেই দলবদলের জানালা বন্ধ হয়ে যাওয়ার পরও ব্র্যাথওয়েটকে আনতে পেরেছে কাতালানরা।
কোনও সঙ্কটই বুঝতে দিলো না ম্যানসিটি
ক্রীড়া প্রতিবেদক
কাবের চ্যাম্পিয়নস লিগ নিষেধাজ্ঞা নিয়ে ভক্তরা তাদের অনুভূতি জানিয়েছে ব্যানারে। পুরো দলের পাশে ছিলেন তারা। ভক্তদের হতাশ করেননি পেপ গার্দিওলার ফুটবলাররা। ২৯ মিনিটে রোদ্রি এগিয়ে দেন ম্যানসিটিকে। রাতের দ্বিতীয় গোলটি যোগ করেন কেভিন ডি ব্রুইনা।
লিভারপুলের চেয়ে ২৫ পয়েন্ট পেছনে থেকে ম্যাচটি ছিল শুরু করেছিল ম্যানসিটি। তপ্ত আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ম্যাচটি আবার মাঠে গড়ায় এদিন। পাঁচ মিনিটে এগিয়ে যেতে পারতো গ্যাব্রিয়েল জেসুস। গোলকিপারকে ফাঁকি দিতে গিয়ে শট নিতে বেশ দেরি করেছিলেন, তাতে বল বিপদমুক্ত করে ওয়েস্ট হ্যাম। কয়েক মুহূর্ত পর একইভাবে সুযোগ নষ্ট করেন ব্রাজিলিয়ান। ম্যাচ আধঘণ্টা পার হওয়ার আগেই ডি ব্রুইনার কর্নার থেকে রোদ্রির হেড পরাস্ত করে লুকাস ফ্যাবিয়ানস্কিকে। দ্বিতীয়ার্ধে সের্হিয়ো আগুয়েরোর শট গোলবারের পাশ দিয়ে যায়। ৬২ মিনিটে ডি ব্রুইনা দ্বিতীয় গোল করে দলকে নিরাপদে রাখেন। সিটিজেনদের ২০ শটের বিপরীতে ওয়েস্ট হ্যাম মাত্র তিনটি শট নেয় গোলে।