আলীম জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

3
Spread the love

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

রাষ্ট্রয়াত্ব পাটকল শ্রমিকদের মুজুরী কমিশন সহ ১১দফা দবীতে দির্ঘ্য দিন আন্দোলন সংগ্রামের পর নতুন মুজুরী কমিশন সহ বকেয়া পাওনা সুষ্ঠ সমাধান শেষে প্রত্যেকটা পাটকলের শ্রমিকদের  নতুন মুজুরী কমিশন যুক্তকরে স্লিপ দেয়া হয়, পরবর্তীতে স্লিপের টাকা পরিশোধ করা হয়। কিন্তু আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিকরাও যখারিতি স্লিপ পেলেও বিজিএমসি কতৃপক্ষ আলিম জুট মিলের কোন টাকা ছাড় না দেয়ায় অদ্যবধি আলিম জুটমিলের শ্রমিক কর্মচারীদের কোন বিল বেতন দেয়া হয়নি। তাদের বিল বেতনের দাবীতে মঙ্গলবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে আলিম জুটমিল সিবিএ’র সহ-সভাপতি হাফেজ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তৃতা করেন সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার। সহ সভাপতি হাফিজুর রহমান,  নজরুল ইসলাম, আলতাফ হোসেন, বদর উদ্দিন বিশ্বাস, আনোয়ার হোসেন, শেখ জাকারিয়া, এসএম বাবুল রেজা, তাবিবুর রহমান প্রমুখ। শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, সকল রাষ্ট্রয়াত্ব জুট মিলের বকেয়া পাওনা মন্ত্রনালয় থেকে দেয়া হলেও বিজিএমসি’র ষড়যন্ত্রের কারণে আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীদের অদ্যবধি কোন বিল বেতন দেয়া হয়নি। নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এ সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা, ১২ সপ্তাহের মুজুরী ও কর্মচারী কর্মকর্তাদের ৩ মাসের বেতন দেয়া না হলে আগামী শনিবার ২২ ফেব্রুয়ারী সিবিএ নন সিবিএ সভার মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।