আত্মহত্যার আগে যা লিখে গেছেন গায়িকা

7
Spread the love

বিনোদন ডেস্ক

আত্মহত্যা করেছেন গায়িকা সুস্মিতা রাজে। মারা যাওয়ার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে যান। যা এখন পুলিশের হাতে। ভারতীয় পুলিশ জানাচ্ছে, রবিবার রাত ১টায় ভাই সচিনকে হোয়াটসঅ্যাপ করেন সুস্মিতা। সেখানেই তিনি জানিয়েছেন স্বামী শরৎ কুমার, ননদ গীতা ও শাশুড়ি বৈদেহি তার উপরে অত্যাচার করে চলেছেন। কিন্তু সচিন মেসেজটি পড়েন ভোরে। তার আগেই সব শেষ। সুস্মিতার বাড়ি গিয়ে ভাই দেখেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে স্বামী, ননদ ও শাশুড়ির অত্যাচারের কথা উল্লেখ করেছেন সুস্মিতা। যৌতুকের জন্য তার উপরে মানসিক ও শারীরিক অত্যাচার চলত বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে সুস্মিতার ভাই প্রথম তার ঝুলন্ত দেহ দেখে পুলিশকে খবর দেন। ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দেড় বছর আগে শরৎ কুমারের সঙ্গে বিয়ে হয় কর্ণাটকের গায়িকা সুস্মিতা রাজের। পুলিশ ঘটনার তদন্ত করছে। যদিও মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শরৎ, গীতা ও বৈদেহি পলাতক রয়েছেন। সূত্র: কলকাতা ২৪