স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. সমশের আলী (৫১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। এছাড়া ৭দিনের রিমান্ড আবেদনের শুনানি বুধবার নির্ধারন করা হয়েছে।
গ্রেফতার হওয়া সমশের আলী খুলনা থানাধিন রেলওয়ে কলোনীর বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার লীপুরের জয়নাল আবেদীন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন নগরীর দৌলতপুর থানাধিন রেলিগেট পালপাড়া এলাকার এসএম ফজলুল হকের ছেলে মো. ইমদাদুল হক (৪৩)।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ফেব্রুয়ারি সমশের আলী তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত ছবি শেয়ার করেছেন। উক্ত ছবিটি অন্য একটি ফেসবুক আইডি থেকে পোষ্ট করা হয়েছিলো। মামলার বাদী বিষয়টি দেখে স্ব-উদ্যোগে গতকাল মঙ্গলবার খুলনা থানায় সমশের আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ২৫,২৮,২৯ ও ৩১ধারায় মামলা দায়ের করেন যার নং-১০। খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে ৭দিনের রিমান্ড আবেদনসহ গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।