খুলনাঞ্চল রিপোর্ট
তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন, এ খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।