খুলনাঞ্চল রিপোর্ট:
ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলায় বিদেশী লিলিয়ামসহ চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল।

আসছে “বিশ্ব ভালবাসা দিবস” পহেলা ফাল্গুন ও “আন্তর্জাতিক মাতৃভাষা” দিবসে ঝিনাইদহের

কালীগঞ্জের ফুলচাষীরা দেড় থেকে দুই কোটি টাকার ফুল বিক্রির টার্গেট নিয়েছেন।

বর্তমানে ফুলচাষীরা তাদের ক্ষেতের ফুল পরিচযার্য় ব্যস্ত সময় পার করছেন।

চায়না থেকে প্লাষ্টিকের ফুল আমদানি বন্ধের দাবি জানায় ফুল চাষীরা।

ছবিটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের এস এম টিপু সুলতানের ফুল বাগান থেকে তোলা।

সোমবার, ১০ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ