পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে ৮দলীয় ভলিবল টুর্নামেন্টে কয়রার আটরা চ্যাম্পিয়ন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু চত্বরে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে কয়রার আটকরা ভলিবল দল ৩-০ ব্যবধানে কেশবপুরের বগা ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) আশরাফুল আলম, খাদ্য অফিসার মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, আ’লীগনেতা জি এম ইকরামুল ইসলাম, পাইকগাছা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এমএম আজিজুল হাকিম, হরিঢালী ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কেডি বাবু, রায়হান পারভেজ রনি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি জিএম শুকুরুজামান, সালাউদ্দিন কাদের, যুবলীগ নেতা সাইফুল। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বগার মুন্না ও ম্যান অব ম্যাচ এরশাদ আলী। খেলা পরিচালনা করেন গাজী শহীদুল ইসলাম খোকন।
গতকাল তেরখাদায় বিকেল ৩টায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তেরখাদা
তেরখাদা প্রতিনিধি
উপজেলা শাখার উদ্যোগে তেরখাদা উপজেলা শাখার সভাপতি বাবু জয়দেব বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২০২০ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জয়দেবকে সভাপতি ও বিল্লু মুনি কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক বাবু অমীয় দাস দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ সিফাত, সভাপতি, তেরখাদা উপজেলা প্রেসকাব, মোঃ বাছিতুল হাবিব প্রিন্স, সাধারণ সম্পাদক, তেরখাদা উপজেলা প্রেসকাব, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, তেরখাদা উপজেলা প্রেসকাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৎস্যজীবি কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাবু, নজরুল ইসলাম খালিদ, তেরখাদা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু পাগল ঋষি, কোষাধ্যক্ষ বাবু কৃষ্ণ বিশ্বাস, উজ্জল সরকার, বেবি বেগম, কামচে রাম মুনী, অসীম বিশ্বাস, সুব্রদা বিশ্বাস, পরেশ মুনী, বিকাশ মুনী, গৌতম রবিদাশ, সুজলা রানী শীল, শেফালী বালা, রিক্তা অধিকারী, কৃষ্ণ বিশ্বাস, বৃষ্টি আক্তার প্রমুখসহ উপজেলার ৬ইউনিয়নের দলিত পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিল্লু মুনী।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কর্মীদের মত বিনিময়
তেরখাদা প্রতিনিধি
গতকাল বেলা ১২টায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে তেরখাদা উপজেলা পপুলার লাইফ ইন্সুরেন্স এর ইনচার্জ মোল্যা সেলিম আহমেদের নেতৃত্¦ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদপালের অফিস কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর বিষয়ে উপস্থাপন করেন কোম্পানীর বিভাগীয় জেনারেল ম্যানেজার সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় ইনচার্জ এইচএম পারভেজ। এডিসনাল পিডি আব্দুল আজিজ। ডিস্ট্রিক কো অরডিনেটর হাফেজ আনোয়ারুল ইসলাম। আব্দুল হান্নান, লাভলী বেগম, কামরুল ইসলাম, ফাযেকুজ্জামান, ইমরুল হোসেন, মুস্তাইন বিল্লাহ, জামাল উদ্দিন, গোলাম মোস্তফা, তরিকুল ইসলাম, কেরামত আলী প্রমুখ। এসময় পপুলার লাইফ ইন্সরেন্স, তেরখাদা এর পক্ষ থেকে বীমা দিবস কে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোসনা করায় মাননীয় প্রধান মন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান।
তেরখাদায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল বেলা ১২টায় তেরখাদায় থানার হল রুমে অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা স্বপন কুমার রায়ের পরিচালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বদরুল আলম বাদশা, অরুবিন্দ প্রসাদ সাহা, প্রেসকাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ছাগলাদহ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহমেদ প্রমুখ।
সাতক্ষীরা তালা সদর প্রেসকাবের আয়োজনে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত
তালা প্রতিনিধি
সাতক্ষীরা তালা সদর প্রেসকাবের পক্ষ হতে শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) দর্শনা সুগারমিল ও মুজিবনগরে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল ৮.০০ ঘটিকায় তালা সদর প্রেসকাবের অস্থায়ী কার্যালয় হতে যাত্রা শুরু করে প্রথমে দর্শনা সুগার মিল পরিদর্শন করা হয়। রাস্তায় শুক্রবারের জুম্মার নামাজ শেষে বনভোজনের শেষস্থান মুজবনগরে দুপুর ২.৩০ মিনিটে উপস্থিত হওয়া এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানচিত্র, ভারতের নমেন্স লাইন দেখা, স্মৃতিসৌধ পরিদর্শন শেষে মাগরীরের নামাজের সময়ে দুপুরের খাবার খাওয়া। পরিশেষে রাত্র ৭.৩০ মিনিটের সময় বাড়ীর পথে যাত্রা এবং রাত্র ১১.৩৮ মিনিটে তালায় ফেরার মধ্যদিয়েই বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত বনভোজনের উপস্থিত ছিলেন, তালা সদর প্রেসকাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার ও তার সহধমীনি রিপা সুলতানা, সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন ও তার সহধমীনি মোছাঃ রেশমা খাতুন, দৈনিক জাহানাবাদ পত্রিকার খুলনা বিভাগের বুরো প্রধান মোঃ মানছুর রহমান জাহিদ, তালা সদর প্রেসকাবেরর সহ-সাধারন সম্পাদক অমলসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ বিশ্বজিত গুহ, ক্রীড়া সম্পাদক মোঃ মামুন রেজা, প্রচার সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র সদস্য বিএম বাবলুর রহমান, সদস্য কাজী ইমদাদুল বারী জীবন, খলিলনহর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মোস্তাফিজুর রহমান তিতু, প্রধান শিক্ষিকা লতিফা খানম, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আব্দুল আওয়াল তুহিন, স্বাস্থ্যসহকারী ববি রাণী, শিক্ষক সাজ্জাত হোসেন, শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষক খায়রুল ইসলাম, সমাজসেবা অফিসের সমাজসেবা কর্মী গাজী সুলতান আহম্মেদ, উল্লেখ্য যে, উক্ত বনভোজনে সাংবাদিকসহ বনভোজনে অংশগ্রহনকারীদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
শনিবার বেলা ১১টায় অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ কে এম মফিজুল ইসলাম। বিশেস অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল মোল্লা। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিস্তী, বীর মুক্তিযোদ্ধা জহুল হক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মুন্সী ওয়াহেদুজ্জামান ডাবলু, তাইজুল ইসলাম তাজু, আজিজুর রহমান আজাদ, মারুফ গাজী, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান টুকু, মহানগর মহিলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি পারভীন হাসমত, সাধারণ সম্পাদক জেসমিন নাহার লাকী, সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার, লিলিয়া খানম, রশিদা বেগম, রেবেকা গাজী, রাফেজা কামাল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার তকিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, মোল্লা তমজিদ হোসেন, রাহমাত ইলা রুমি, এস এম লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডার, এস এম জাহাঙ্গীর হোসেন, শেখ শহীদুল হক প্রমুখ।
বাগেরহাটে অবৈধ যানবাহন বন্ধে পুলিশের অভিযান শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার মহাসড়কে নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি, থ্রি-হুইলারসহ অযান্ত্রিক যানবাহন চলাচল ও হাইড্রোলিক হর্ণ বন্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শনিবার সকাল থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী, মেগনিশতলা, খানজাহান আলী মাজার মোড়, কাটাখালী মোড়, মোংলা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়, মোংলা-খুলনা মহাসড়কের চুলকাঠি বাজারসহ কয়েকটি স্থানে জেলা পুলিশের উদ্যোগে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে অভিযান চলে। এসময় ইজি-বাইক, নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি আটক এবং বিআরটিসি, ঢাকাগামি পরিবহনসহ অনেকগুলো যাত্রিবাহি বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ণ খুলে জব্দ করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মো. মীজানুর রহমানের নেতৃত্বে চলা এই অভিযানে পুলিশ পরিদর্শক মো. মামুন অর রশীদ, মো. আল ফারুক, মো. আশরাফুজ্জামান, পুলিশ সার্জেন্ট অনুপম ঘোষ, মেহেদী হাসান ইমান, খায়রুল আলম, টিএসআই আব্দুল মান্নানসহ জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। এর আগে জেলা তথ্য অফিসের সহায়তায় জেলার মহাসড়কগুলোতে সচেতনতামূলক মাইকিং করা হয়।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘নিরপাদ সড়ক নিশ্চিত করতে বাগেরহাট জেলার সকল মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশ অভিযান শুরু করেছে। নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে সড়ক আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
গিলাতলা ২ নং বিহারী কলোনীতে কবরস্থানের উন্নয়ন মুলক কাজের উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ২ নং বিহারী কলোনীর কবর স্থানের উন্নয়নমুলক কাজের উদ্বোধন অনুষ্ঠান গতকাল শনিবার বেলা ১১টায় গিলাতলা ২নং কলোনীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠা নে বিশেষ অতিথি ছিলেন গিলাতলা ইউপি সদস্য মাহমুদ হাসান, হুমায়ুন কবির, মোঃ আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং বিহারী কলোনীর সি-টাইপের সভাপতি মোঃ কবির হোসেন, গাজী জামাল আহম্মেদ, মোঃ দাউদ, জনি, নুর ইসলাম, সরফরাজ, তরিকুল ইসলাম সুইট, গাজী গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, রুম্মান, বাবু প্রমুখ।
৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর দলীয় কাউন্সিলরদের সাথে মত বিনিময়
ফুলবাড়ীগেট (খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ৩৩নং ওয়ার্ড যোগীপোল ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী মোঃ সুরুজ্জামান হানিফ ও সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আল আমিন ফকির গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩নং ওয়ার্ডের অন্তর্গত যোগীপোল ইউনিয়নের ৫,৬,৭ ও ৯নং ওয়ার্ড এলাকার কাউন্সিলরদের সাথে মত বিনিময় করেন । এসময় তাদের সাথে ছিলেন খানজাহান আলী থানা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। যথাক্রমে- ৩৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলেক শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবর আলী সরদার, বীর মুক্তি যোদ্ধা মোঃ ইয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিন কাজী , বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, আওয়ামীলীগ নেতা বেগ বাবর আলী, শাহজাহান শেখ, বেগ খালিদ হোসেন, হাবিবুর রহমান, হোসেন আলী হাওলাদার, রফিক মেম্বর, আব্দুল কুদ্দুস, আবু আল ফরিদ প্রমুখ। উল্লেখ্য ১ ফেব্রুয়ারী ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা কাউন্সিলরদের দ্বারে দ্বারে ছুটছেন।
গিলাতলা দঃপাড়ায় তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে আগামী ১৬,১৭ ও ১৮ ফেব্রুয়ারী রবি, সোম ও মঙ্গলবার ৩দিন ব্যাপী ৪৬তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে তাফসীর পেশ করবেন মাওঃ আব্দুল কাইউম মিয়াজী ঢাকা। মাওঃ মুস্তাফিজুর রহমান, আলহাজ্জ মাওঃ সাদিকুর রহমান আজহারী ঢাকা, হাফেজ মাওঃ মোস্তাক আহম্মেদ, হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর, ক্বারী আব্দুল্লাহ আল আমিন, মাওঃ সরফুল আমিন, মাওঃ আব্দুস সামাদ আজাদ,মুফতি আবুল বাসার জিহাদী। মাহফিলে সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব আলহাজ্জ খাজা রফিকুজ্জামান শাহ। উক্ত মাহফিলের এক প্রস্তুতি সভা গতকাল শনিবার বিকাল ৪টায় গিলাতলা দক্ষিণ পাড়া গফ্ফার ফুড সংলগ্ন মাহফিল ময়দানে অনুষ্ঠিত হয়। মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বেসভায় বক্তৃতা করেন মোঃ একলাজ উদ্দিন, এসএমএ সত্তার, মোঃ মোক্তার বিশ্বাস, নূর ইসলাম, আলহাজ্জ আমজাদ হোসেন, গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, ইলিয়াজ হোসেন, মোঃ আমজাদ, মোঃ হাবিবুর রহমান, ইজাবুল মোল্যা, মোঃ তুহিন, মোঃ জামাল প্রমুখ।
হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কনসালটেন্ট উত্তম কুমার দেওয়ানের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান, চাকুরীচ্যুতি ও নিরাপদ কর্মস্থলের দাবীতে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকতা ও কমর্ চারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা গতকাল সকাল ৯টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। হাসপাতালের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএসও) ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তৃতা করেন সদ্য যোগদানকারী আরএমও ডাঃ কাজী আব্দুর রউফ ( এমবিবিএস, বিসিএস) ,ডাঃ দিলজান নিপা , ডাঃ সালিমা মেহের (গাইনী কনসালন্টেন্ট) , ডাঃ সুকান্ত দাস ( ডেন্টাল সার্জন) ডাঃ সিরাজাম মুনিরা , ডাঃ সাদিয়া আফরিন , ঔষধ কোং প্রতিনিধি সমীর কুমার দাস, আজাহার, মোঃ হানিফসহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকতা ও কমর্ চারী। প্রতিবাদ সভায় বক্তারা কনসালটেন্ট উত্তম কুমার দেওয়ানকে হত্যার চেষ্টায় হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান, চাকুরীচ্যুতি সহ কর্মস্থলে নিরাপদ পরিবেশের দাবী জানান । উল্লেখ গত ৩ জানুয়ারী উত্তম কুমার দেওয়ান সন্ত্রসী হামলায় গুরুত্বর আহত হয়ে , বর্তমানে ঢাকায় চিকিৎধীন রয়েছে।
ফকিরহাটে আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর যৌথসভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও উপজেলার ৮টি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর যৌথসভা গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান, মল্লিক হাবিবুর রহমান, শেখ মুনসুর আলী, দাশ শিশির কুমার, অধ্যক্ষ বটু গোপাল দাশ, ইউনিয়ন উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম, উপেন্দ্রনাথ পাল, মোঃ রফিকুর ইসলাম, মুরারী মোহন পাল, আঃ মতলেব শেখ, সরদার হারুন অর রশিদ, প্রভাকর বিশ্বাস, গুরুপদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মোঃ রেজাউল করিম ফকির, এমডি সেলিম রেজা প্রমূখ। এসময় আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুস আলী শেখ, শেখ মোঃ আবু বকর, অঞ্জন দে, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহাঙ্গির হোসেন, সুনির্মল পাড়ই, আনন্দ কুমার দাশ, মোঃ জাহিদুল ইসলাম মোড়ল সহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপদেষ্ঠা মন্ডলীর সদস্যদের মাঝে মাফলার বিতরণ করা হয়।
সুন্দলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ২নং সুন্দলী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তুষার কান্তি বিশ^াস। ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র নওয়াপাড়া পৌরসভা ও সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুশান্ত কুমার দাস শান্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আনোয়ার হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি ও সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সহÑসভাপতি ও সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, আ’লীগ সহ-সভাপতি সুকলাল মল্লিক, যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আসলাম বিশ^াস, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম গাজী ও আবু তাহের ফারাজী। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ^াস, আ’লীগ নেতা প্রনব বিশ^াস, মৃনাল কান্তি বিশ^াস, বিজয় কৃষ্ণ মল্লিক, নির্মল কান্তি মন্ডল, স্বপন সরকার, নৃপেন্দ্রনাথ বিশ^াস, প্রকাশ বিশ^াস, অশান্ত ধর, রাজকুমার হালদার, উপজেলা যুবলীগ সদস্য চিন্ময় মল্লিক, অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন ধর প্রমূখ। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুন্দলী ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটিতে সভাপতি উজ্জল বিশ^াস বিকাশ, সহ-সভাপতি পলাশ বিশ^াস ও তমাল মন্ডল, সাধারণ সম্পাদক শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শিলাদিত্য বিশ^াস ও রিপন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক লিটন বিশ^াস নির্বাচিত হয়।
অভয়নগর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী আটক
অভয়নগর প্রতিনিধি
অভয়নগর থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী শাহ্ আলম (৩০)আটক।অভয়নগর থানা পুলিশের এএসআই তরিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে অভয়নগর থানা পুলিশের এএসআই তরিকুল ইসলামের নেতৃত্বেঅভিযান চালিয়ে নওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী শাহ আলম এর দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে অভয়নগর থানা পুলিশ,আটক শাহ আলম নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড পাঁচকবর এলাকার মোহাম্মদ আমানুল্লাহ ছেলে,আটক শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে ।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। সভায় কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ বিপ্লব মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটুসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কমিটির সভাপতি বর্তমান সরকারের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে যে সকল উন্নয়ন করে চলেছে সেগুলো সম্পর্কে সকলকে জানাতে গ্রামে গ্রামে মা সমাবেশসহ বিভিন্ন প্রচারমুখী কাজ করার আহবান জানান। এছাড়া হাসপাতালে সাধারন মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে নির্দেশনা দেন।
দেবহাটায় ৮ম শ্রেনীর ছাত্রকে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় এখনো মামলা হয়নি
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় বরজ থেকে পান ছেড়ার অভিযোগে ৮ম শ্রেনীর ছাত্র ১৩ বছরের এক শিশুকে মুখ বেধে নির্যাতন পরবর্তী দীর্ঘ সময় আটকে রেখে জখম করার বিষয়ে এখনো দেবহাটা থানায় মামলা হয়নি। পুলিশ বলছে থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ না দেয়ায় মামলা রেকর্ড করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঐ শিশুটিকে দেখতে শনিবার দুপুরে হাসপাতালে গিয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। আহত শিশুটি হলো দক্ষিণ সখিপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র মোস্তাফিজুর রহমান (১৩)। আহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর খেলার ছলে বাড়ির পাশের নারিকেলী গ্রামের মহাদেব সরকারের ছেলে সমর সরকারের পানের বরজ থেকে পান তুলে নিয়ে যায়। পরদিন ঈদগাহ বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নানের প্রলোভনে পড়ে যায় শিশুটি। ঐ ব্যবসায়ী টাকার প্রলোভনে দেখিয়ে মোস্তাফিজুরকে রোজ পানতুলে তাকে দিতে বলে। এরপর শুক্রবার আবারো পান আনতে গেলে শিশুকে হাতে নাতে ধরে ফেলে বরজ মালিক সমর সরকার। প্রথমে বরজের ভিতরে মোস্তাফিজুরকে মুখ বেধে মাটিতে ফেলে বেধড়কভাবে পিটায় এবং পদদলিত করে। পরে সেখান থেকে বের করে বরজ মালিক সমর সরকার বরজের বাহিরে এনে ক্রিকেট ব্যাট দিয়ে আবারো নির্যাতন করে মোস্তাফিজুরকে। এতে ঐ শিশু মাটিতে লুটিয়ে পড়লে তার উপর আবারো নির্যাতন চালিয়ে মোটরসাইকেলে নিয়ে গাজীরহাট ও ঈদগাহ বাজারে নিয়ে যায় বরজ মালিক। এরপর স্থানীয় ইউপি সদস্য জগন্নাথ মন্ডল বিষয়টি জানতে পারলে সমর সরকার মোস্তাফিজুরকে ইউপি সদস্যের কাছে হস্তান্তর করে। পরে আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার বিকালে ইউপি সদস্য বিষয়টি শনিবার সকালে ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের আশ্বাস দেয় আহত শিশুর পরিবারকে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মিমাংসা বা থানায় কোন াভিযোগ দায়ের করেননি আহত ঐ শিশুটির পরিবার। এদিকে নির্যাতনে আহত ঐ শিশুটি হাসপাতালে ব্যথায় চিৎকার করছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটি ব্যথায় কাতরাচ্ছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। শিশু নির্যাতনকারী পান বরজের মালিক সমর সরকারের কাছে জানতে চাইলে তিনি নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, তিনি তাকে ধরে মেম্বরের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, পুলিশের পক্ষ থেকে আহত শিশুটির পরিবারকে থানায় এসে অভিযোগ দেয়ার কথা বলা হলেও তারা এখনো কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
ঝিনাইদহ আলমসাধুর ধাক্কায় শিশু নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সদরে আলমসাধুর ধাক্কায় আছিয়াা খাতুন নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর নতুন বাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আছিয়া সদর উপজেলার খাজুরা গ্রামের আছির উদ্দিনের মেয়ে। সে কালা-লক্ষীপুর গ্রামের নানা ইনছান আলীর বাড়ীতে থাকতো ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, হাটগোপালপুর থেকে ইট বোঝাই একটি আলমসাধু ঝিনাইদহ শহরের দিকে আসছিল। এসময় আলমসাধুটি ওই এলাকার নতুন বাড়ীর সামনে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঝিনাইদহে বিভ্ন্নি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর থানার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর নির্দেশে সদর থানা পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় কোর্টপাড়া থেকে মুন্না হোসেন, পূর্ব তেতুল বাড়ীয়া থেকে মুক্তার হোসেন, নারায়নপুর থেকে মাজেদা খাতুন ও কোরাপাড়া থেকে মোরাদ আলীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ করে তারা। এসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, মৎসজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কে এম ওয়াজেদ, কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বটিয়াঘাটায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে খেলাধূলা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ দিনব্যাপী গ্রাম্য ঐতিহ্যের বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৩ টায় জলমা কচুবুনিয়া মিলন সংঘের আয়োজনে ও দুর্গা মন্দির কমিটির পরিচালনায় গ্রাম্য ঐতিহ্যের ধারক বাহক ঐতিহাসিক দড়াটানা, হাড়িভাঁঙ্গা, বিস্কুট দৌড়, মহিলাদের চেয়ার সেটিং ও ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেবপ্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গোপাল রায়ের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জলমা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক, ইউপি সদস্য অশোক মন্ডল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তপতী রানী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক হরিদাস রায়, আ’লীগ নেতা সুকন্ঠ মন্ডল, পঙ্কজ গোলদার, নীতিশ মল্লিক, অজিত সরকার, দেবাশীষ গোলদার, অজয় রায়, আনন্দ সরকার, মমতা মল্লিক, মোঃ খোকন, ইন্দ্রজিৎ রায়, পার্থ গোলদার প্রমূখ। সভায় খেলাধূলার বিভিন্ন ইভেন্টে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানাসআপ এর মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন।
ঝিনাইদহের ঔষধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসানের সহকারী পরিচালক পদে পদোন্নতি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের ঔষধ তত্বাবধায়ক মোঃ নাজমুল হাসান সহকারী পরিচালক (গ্রেড-৬) পদে পদোন্নতি পাওয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান তাকে সংবর্ধনা প্রদান করেন। উল্লেখ্য,মোঃ নাজমুল হাসান ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক হিসেবে ২০১৭ সালে ঝিনাইদহে যোগদান করেন। যোগদানের পর থেকে সততা নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সহকারী পরিচালক (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি আগামীতে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারেন সে জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
খুলনা চেম্বারের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানীত সদস্য, মেসার্স এম এস আলম মানি চেঞ্জার, রওনক কেবল টিভি নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী এবং খুলনা ভিশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এর মাতা বেগম জোবেদা খাতুন (৯৩) বার্ধক্যজনিত কারনে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকাল ০৩:৫৭ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তাঁর এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কারাবন্দী দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) বাগেরহাট জেলা বিএনপি আয়োজনে শহরের মেইনরোডস্থ জেলায় বিএনপির দলিয় কার্যালয়ে চত্তরে জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।
উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সদস্য সৈয়দ নাছির আহাম্মেদ মালেক, ওহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসাক আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, খাঁন মতিয়ার রহমান, আহসান হাবিব ঠানন্ডা, জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, কাজী মনোয়ার হোসেন, নেয়াজ মো. গোলাম রসুল, মোল্লা আতিকুর রহমান রাসেল, কাজী জাহিদুল ইসলাম, মাষ্টার শাহ্ আলম হালাদার, মো. মহিদুল ইসলাম, মো. জাহাঙ্গিীর শেখ, এস কে বদরুল আলম, মিজানুর রহমান রাজন, মো. সোহেল তরফদার,শেখ মিরাজু জ্জামান মিরাজ, শেখ দেলোয়ার হোসেন, মুরাদ চেধরী, আরিফুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্তমূলক মামলা সাজিয়ে যে রায় দেয়া হয়েছে। সে মামলা থেকে তাঁকে মুক্তি না দেয়া পর্যন্ত বাগেরহাটে বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে।
১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে গৌরীঘোনা ও নওয়াপাড়া ফুটবল একাদশ ফাইনালে
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার মঙ্গলকোট নবারুন সংঘের আয়োজনে শুক্রবার বিকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় গৌরীঘোনা সোহেল স্মৃতি ফুটবল একাদশ ২-০ গেলে ডুমুরিয়া উপজেলার হাসানপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। অপরদিকে নওয়াপাড়া ফুটবল একাদশ ২-১ গোলে রাজগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। নবারুন সংঘের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান সুজনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ, সাবেক ব্র্যাক কর্মকর্তা তপন কুমার ব্রম্ম, মঙ্গলকোট মাধ্যািমক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুস সামাদ, প্রভাষক বাহারুল আলম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান প্রমুখ। নির্বাচিত ম্যান অব দ্যা মাচ গৌরীঘোনা সোহেল স্মৃতি ফুটবল একাদশের ১১ নং খেলোয়ার পুষ্পাক ও প্রথম গোলদাতা ১০ নং খেলোয়ার কিংকরকে পুরস্কৃত করা হয়। খেলার ধারা বর্ননায় ছিলেন আলামিন হোসেন।
কেশবপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেকের ৫টি পথসভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেক শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কেশবপুর উপজেলায় সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজার ও ভাল্যুকঘর বাজার, ত্রিমোহিনী ইউনিয়নের ত্রিমোহিনী বাজার, সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার ও পৌরসভার বায়সা মোড়ে পথসভা করেছেন। সাতবাড়িয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের পূত্র তানভির সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদ, স্থানীয় আওয়ামী লীগনেতা মশিয়ার দফাদার ও আবু বক্কর সিদ্দিক। ত্রিমোহিনী বাজারে পথসভায় আরো বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন-সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বাঁশবাড়িয়া বাজারে পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। ভাল্যুকঘর বাজারে পথসভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামীম রেজা প্রমুখ। বায়সা মোড়ে পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগনেতা এস এম হাবিবুর রহমান।
উল্লেখিত ৫টি পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ।
উল্লেখ্য কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকে মৃত্যুতে এই সংসদীয় আসনটি শূন্য হয়।
যশোরে ফেনসিডিলসহ আটক ১
যশোর অফিস
বড় ভাই ফেনসিডিলসহ গ্রেফতার হওয়ার এক মাস ৫ দিনের মাথায় ছোট ভাই ফেনসিডিল বিক্রেতা রবিউল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। তার বাড়ির বাথরুম থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রবিউল ইসলাম লিটন ইউনিয়ন যুবলীগের নেতা বলে দাবি করেছেন।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচ এম এ লতিফ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় শুক্রবার রাতে রবিউল ইসলাম লিটনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেছেন,শুক্রবার সন্ধ্যারে গোপন সূত্রে খবর পান উপশহর ৭ নং সেক্টরের জি ব্লক বাসা নং ১০ মৃত রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম লিটন ফেনসিডিল বেচাকেনা করছে। বাড়িতে ফেনসিডিল মজুদ করে বেচাকেনার খবর পেয়ে তিনি উক্ত রবিউল ইসলাম লিটনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল ইসলাম লিটন দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দেখানো মতে বাথরুমের মধ্যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উক্ত উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান,গত বাসের ৪ জানুয়ারী শনিবার রাত সোয়া ৯ টায় উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শফিকুল ইসলামসহ একদল পুলিশ উক্ত বাড়িতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম লিটনের বড় ভাই রেজাউল আমিন মিল্টনকে ২১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। মিল্টনকে মাদক আইনে আদালতে সোপর্দ করে। সেই সময় মিল্টনের ছোট ভাই রবিউল ইসলাম লিটন পালিয়ে যায়। মিল্টনকে গ্রেফতার ও রবিউল ইসলাম লিটনকে পলাতক দেখিয়ে কোতয়ালি মডেল থানয় এজাহার দায়ের করা হয়।যে ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। মিল্টনকে কারাগারে রয়েছে বলে জানাগেছে। রবিউল ইসলাম লিটনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর বিসিক কর্মাশিয়াল প্লট মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
জয়নাল আবেদীন সভাপতি শেখ দিনু আহমেদ সম্পাদক
যশোর অফিস
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২০ যশোর ঝুমঝুমপুর শিল্প এলাকায় বিসিক কর্মাশিয়াল প্লট মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক, যশোরের জরিপ ও তথ্য কর্মকর্তা মোঃ খালেকউল বাশার এবং এসিসি মোঃ আব্দুল কুদ্দুস এই নির্বাচন পরিচালনা করেন। তাদেরকে সহযোগিতা করেন অফিস সহায়ক মোঃ মিজানুর রহমান।
সকাল ১১টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। সাতটি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ডাঃ মোঃ জয়নাল আবেদীন ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দি মোঃ ওহিদুজামান টুটুল পেয়েছেন ৫ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে সাংবাদিক শেখ দিনু আহমেদ সর্বোচ্চ ১২ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দি মোঃ শাহিদুজ্জামান হিমু পেয়েছেন ২ভোট। বাকি পাঁচটি পদ সাধারণ সভা ডেকে পূরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, বিগত নির্বাচনেও শেখ দিনু আহমেদ সর্বোচ্চ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মোট ১৬জন কর্মাশিয়াল প্লট মালিকের মধ্যে ১৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ব্যালট বাতিল করা হয়।
যশোরে শিশু শ্রমিক আহত
যশোর অফিস
যশোরে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে সাকিব হোসেন (১৪) নামে এক শিশু গ্যারেজ শ্রমিক আহত হয়েছে। সে শহরের নিউ মার্কেট এলাকার আবু জাফরের ছেলে ও একই এলাকার সান্টু ভলকানাইজিং গ্যারেজের কর্মচারি।
আহতের পিতা আবু জাফর জানান, শনিবার বিকাল সাড়ে চার টায় গ্যারেজ মালিকরা সাকিবকে রেখে আছরের নামাজ আদায় করতে যান। এ সময় সাকিব একটি প্রাইভেট করে হাওয়া দিতে গেলে চাকা ব্লাস্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, মাথায় প্রচন্ড আঘাত রয়েছে। সিটিস্ক্যান করার পর রোগীর সম্পর্কে জানা সম্ভব হবে।
যশোরে অগ্নিবীণার প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা
যশোর অফিস
যশোরের সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের টাউনহল মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-সচিব নূরে আলম। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব। সভাপতিত্ব করেন অগ্নিবীণার সভাপতি ড. শাহানাজ পরভীন। সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন কবি এইচ এম সিরাজ।
এতে যশোর থেকে ২০২০ সালে জাতীয় নজরুল পদকে মনোনীত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, শিক্ষাবিদ প্রফেসর তসদিকুর রহমান, আধুনিক কবি নাজমুল হক (মরোনত্তর), ডাঃ আবুল কালাম আজাদ লিটু, ক্রীড়াবিদ ইফতেখার আলম ও নৃত্য শিল্পী সঞ্জীব চক্রবর্তীকে সংবর্ধনা দেয়া হয়।
ভাষা শহীদদের প্রতি সম্মানে
দুই বাংলার ‘সংযোগ’ অনুষ্ঠান ঢাকায় উদ্বোধন
যশোর অফিস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে দুই বাংলার ‘সংযোগ-২০২০’ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদ ও বঙ্গ সাহিত্য সমিতি আয়োজিত এই অনুষ্ঠান শনিবার সকাল ১০টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয়। এই মশাল পদযাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে, ভারতে অসম বিশ্ববিদ্যালয় হয়ে আগামি ২১ ফেব্রুয়ারি কলকাতার সেন্ট জেভিয়ার্স প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
শনিবার সকাল ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প্রজ্বালনের মধ্যদিয়ে দুই বাংলার পদযাত্রা ‘সংযোগ-২০২০’ উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের হেড সেক্রেটারি বিশ্বপ্রতীম চক্রবর্তী, ফাদার মিল্টন কোস্টার নেতৃত্বে কলকাতা থেকে আগত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস, ময়ুখ মুখার্জী, কল্যাণ মজুমদার, বঙ্গ সাহিত্য সমিতির সম্পাদক প্রতীক মল্লিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভাষা শহীদদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপনার্থে নীরবতা পালন ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে ফাদার মিল্টন কোস্টা বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এই অনুষ্ঠান করা হচ্ছে। ভাষার ক্রমবিলুপ্তির যুগে ভাষা রক্ষার এই অনুষ্ঠান আদতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস বলেন, সকল ভাষা বা ভাষা আন্দোলন, সে বাংলা হোক বা তামিল, নিজের মাতৃভাষাকে সম্মান জানানো ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ গড়ে তোলাই ‘সংযোগ’ এর মূল লক্ষ্য।
কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠান শেষে বিকেলে ৩টার দিকে মশাল পৌঁছায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ প্রাঙ্গণে। সেখানে মশাল গ্রহণ করেন বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহিরুল হক, ডিরেক্টর আবু রাসেল ও মেহেদী রাজেব। আজ (রোববার) এই অনুষ্ঠানের পরবর্তী গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়। এরপর ভারতের অসম বিশ্ববিদ্যালয় (শিলচর) হয়ে ২১ শে ফেব্রুয়ারির পদযাত্রার মাধ্যমে সেন্ট জেভিয়ার্স প্রাঙ্গণে সমাপ্তি ঘটবে।
যশোরে ৫ম সেনা কল্যাণ সংস্থা গল্ফ টুর্নামেন্ট উদ্বোধন
যশোর অফিস
যশোর গল্ফ এন্ড কান্ট্রি কাবে ৫ম সেনা কল্যাণ সংস্থা গল্ফ টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শনিবার সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জোনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং কমডোর মাহমুদ হোসেন। এসময় যশোর অঞ্চলের উর্দ্ধতন সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেনা কল্যাণ সংস্থা লিমিটেডের পৃষ্টপোষকতায় টুর্নামেন্টে জেন্টস, লেডিস, জুনিয়র ও সাব জুনিয়রসহ ৭০ জন গল্ফার অংশ নেন।
চৌগাছার ১৮ মামলার আসামি অস্ত্র, গুলিসহ সন্ত্রাসী আটক
যশোর অফিস
যশোরের চৌগাছা থানা পুলিশ ১৮টি মামলার আসামি, সন্ত্রাসী ঘ্যানা টিটোকে পিস্তল, গুলি ও ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। সে চৌগাছা থানার আফরা গ্রামের মঙ্গল কসাই ওরফে মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র সরকার শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে চৌগাছার বর্ণি গ্রামের মাঠ থেকে টিটো ওরফে ঘ্যানা টিটোকে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ বোতল ফেনসিডিল, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় চৌগাছা থানার পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আটক ঘ্যানা টিটো যশোর জেলা বিশেষ শাখার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মাদকসহ ১৮টি মামলা রয়েছে বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
যশোরে মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত
যশোর অফিস
যশোর মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের কর্ম পরিকল্পনা এর টাউনহল ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোরের একটি অভিজাত হোটেলে টাউনহল ২০২০ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহাবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গৌতম দাস। অনুষ্ঠানে ব্যাংকটির বিভাগীয় প্রধানগণসহ যশোর অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের বিগত সময়ের কার্যক্রমের উপর আলোকপাত এবং চলতি বছরের লক্ষমাত্রা অর্জনের সার্বিক আলোচনা করা হয়।
যবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি রাসেল, সম্পাদক মোসাব্বির
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ২০১৯-২০ সেশনের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গ্রামের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাব্বির হোসাইন। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর মো. আব্দুস সালাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি দৈনিক লোকসমাজ প্রতিনিধি কৃষ্ণ বালা, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নাজমুল হোসাইন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সজীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দ্যা ক্যাম্পাস টুডে প্রতিনিধি ওয়াশিম আকরাম, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক ক্যাম্পাস লাইভ প্রতিনিধি মনিরুল ইসলাম আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্টুডেন্ট জার্নাল প্রতিনিধি তোফায়েল প্রধাণ, কার্যনির্বাহি সদস্য- ভার্সিটি ভয়েস প্রতিনিধি রাসেদুর রহমান, দৈনিক আলোকিত ভোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিজা লুবাইয়া লিপি, আজকের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নির্মল কুমার।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ
যশোর অফিস
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দীত্বের ২য় বর্ষপূর্তিতে তার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিল শেষে লালদিঘী পাড়স্থ দলীয় কার্যালয় চত্বরে যশোর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগদেন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানার নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তফা তরফদার রয়েল, রকিবুল ইসলাম, মাহমুদ হাসান চুন্নু, বাবর আলী বাবু, সাঈদ হাসান হীরা, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ, শামীম রেজা, আসলাম শেখ, তামজিদুর রহমান তামীম, পারভেজ রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, নজরুল ইসলাম হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুজন, প্রচার সম্পাদক ইমরান হোসেন বনী, সম্পাদকমন্ডলীর সদস্য ইসমাইল হোসেন, আত্তাবুল ইসলাম পরাগ, কাজল, বিল্লাল হোসেন, মফিজুর রহমান, মিজানুর রহমান অপু, হৃদয় হাসান রাকিব, পিন্টু রহমান, রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাতক্ষীরা পৌর তাঁতীলীগের কমিটি গঠন: আহবায়ক প্রভাষ, সদস্য সচিব ইমন
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মীর আজাহার আলী শাহিন ও সদস্য সচিব কাজী মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা পৌর তাঁতীলীগের সাংগঠনিক কোন কার্যক্রম না থাকায় কমিটি বিলুপ্তি করে তৃণমুল পর্যায়ে তাঁতীলীগকে সু- সংগঠিত, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রভাষ গাইন পলাশকে আহবায়ক ও মো: ইমারানকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্টি সম্মেলন প্রস্তুতি কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হইল। একইসাথে অত্র কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন না করলে উক্ত কমিটি বিলুপ্তি করা হবে।
কাকডাঙ্গায় বিজিবির অভিযানে ফেনসিডিল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কাকডাঙ্গায় বিজিবির পৃথক অভিযানে ১৬৮ বতল ফেনসিডিল আটক করা হয়েছে। শনিবার( ৮ই ফেঃ) ভোর ৫ টার সময় কুটিবাড়ী মাঠে ১৩৯ বতল ও দুপুর ১.৩০ টায় রাজ্জাকের মোড় নামক স্থানে ২৯ বতল ফেনসিডিল আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার শহিদুল এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে। এসময় ফেনসিডিল আটক হলেও চোরাকারবারি কে আটক করতে তারা ব্যার্থ হয়েছে। এ বিষয় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প নায়েক সুবেদার জহিরউদ্দিন বাবর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির ভিতরে দৌড়ে পালায়, এবং এলাকাবাসীর অসহযোগিতার কারনে বিজিবি তাদের আটক করতে ব্যার্থ হয়।
বেনাপোল সীমান্তে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তের বড় আচড়া গ্রামে ৩০ পিচ স্বর্ণের বার সহ ইকবাল ও রনি নামের দু’জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত আসামি- মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৪) ও আজিজুর ধোপার ছেলে ওমর ফারুক রনি (২৮) তারা দু’জনই বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাসিন্দা। শনিবার (৮ জানুয়ারী) ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা (পিএসসি) জানান, সকাল সাড়ে ৯ টার সময় ব্যাটালিয়নের নিজেস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে সীমান্তের বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের টার্মিনাল পাড়ায় অভিযান চালিয়ে ৩ কেজি ৪শ ৯৪ গ্রাম (৩০ পিচ) স্বর্ণেরবার সহ ইকবাল ও ওমর ফারুক রনি নামের দু’জনকে আটক করা হয়। বিজিবি’র প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করে তারা নিয়মিত স্বর্ণ পাচার কাজে জড়িত। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১৬ লক্ষ ৬২ হাজার ৮০০ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণসহ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
অবরুদ্ধ থাকার দেড় ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে উদ্ধার
ইলিয়াস হোসেন, তালাঃ
ঘের দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাহিদ নামের এক ব্যক্তিকে মারপিট করায় জনতার তোপের মুখে পড়েছে তালার খলিলনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল করিম মোড়ল। জনরোষ থেকে বাঁচার জন্য এসময় সে আওয়ামীলীগ নেতার দোকানে আশ্রয় নিলে ক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ থাকার পর তালা থানার ওসি মো. মেহেদী রাসেল’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশকে বারবার লাঠি উচিয়ে ধাওয়া করতে হয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রন করে করিমকে উদ্ধার করতে রীতিমতো হিমশীম খেতে হয় পুলিশকে। প্রত্যক্ষদর্শী কুদ্দুস মোড়ল, আব্দুর রহমান শেখ ও রফিকুল ইসলাম সহ একাধিক ব্যক্তি জানান, প্রসাদপুর বিলে খলিলগর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল করিম মোড়ল’র ৩বিঘা আয়তনের একটি মৎস্য ঘের রয়েছে। এই ঘেরে পাশে খলিলনগর গ্রামের মৃত. লিয়াকত মোড়লের ছেলে জাহিদ মোড়ল’র ৩৫ বিঘা আয়তনের মৎস্য ঘের রয়ছে। জাহিদের মৎস্য ঘেরটি করিম মোড়ল জোরদখল নেয়ার চেষ্টা চালালে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ভুক্তভোগী জাহিদ মোড়ল জানান, প্রসাদপুর গ্রামের কওছার মোড়ল’র ছেলে আব্দুল করিম মোড়ল ইউনিয়ন যুবলীগ সভাপতির পদ ব্যবহার করে ঘের দখলের জন্য তাকে কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় খলিলননগর বাজারে নিজ ডিপো ঘরে আসলে জাহিদ মোড়ল’র উপর আকস্মিক হামলা চালায় আব্দুল করিম ও ছাত্রদল নেতা আল আমীন। হামলার একপর্যায়ে বাজারের লোকজন এগিয়ে এসে জাহিদকে উদ্ধার করে। করিম ও আল আমীন’র অতর্কীত মারপিটে জাহিদ গুরুতর আহত হয়। হামলাকারী আল আমীনের বিরুদ্ধে শিক্ষক ও সাংবাদিক গাজী মোমিন উদ্দীন’র উপর বর্বর হামলা চালানোর অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নিরিহ ঘের ব্যবসায়ী জাহিদকে মারপিট করার একপর্যায়ে ক্ষুব্ধ হয় ওঠে বাজারে মানুষ। ঘটনার সংবাদ পেয়ে গ্রাম থেকে শত শত মানুষ লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে। এসময় অবস্থা বেগতিক দেখে আব্দুল করিম খলিলনগর বাজারে অবস্থিত আওয়ামীলীগ নেতা গোলাম রসুল’র দোকানে আশ্রয় নিলে ক্ষুব্ধ জনতা সেখানেই তাকে অবরুদ্ধ করে এবং বাজারে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খলিলনগর ক্যাম্প পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারায় সংবাদ পেয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল’র নেতৃত্বে একদল পুলিশ তৎক্ষাত ঘটনাস্থলে পৌছায়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়ে পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। পরে করিম মোড়লকে উদ্ধার করে স্থানীয় খলিলনগর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করার পর স্থানীয় আওয়ামীলীগ নেতারা বিষয়টির মিমাংসা করেন।
মানসিক প্রতিবন্ধী স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় মানসিক প্রতিবন্ধী এমিলি বেগমের (৪৯) লাঠির আঘাতে তার দিনমজুর স্বামী মোকসেদ মল্লিক (৫৬) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকসেদ মল্লিক ওই গ্রামের মৃত কছিম মল্লিকের ছেলে।
কচুয়া থানার ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পেছন থেকে স্ত্রী এমিলি বেগম লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে মোকসেদ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখান থেকে তাকে পাঠানো হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতে সেখানেই মারা যান মোকসেদ। ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোকসেদের স্ত্রী এমিলি বেগমে বাড়িতেই শেকলবন্দি রয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোকসেদের মরদেহের ময়নাতদন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা -৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডঃ সোহরাব আলী সানা’র বোন সুফিয়া বেগমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতি দানকারী নেতৃবৃন্দ হচ্ছেন জেলা আওয়ামী সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, সাধারন সম্পাদক এডঃ সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আকতারুজ্জামান বাবু,জাতীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য এড: শেখ মো: নুরুল হক,সাবেক সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সাবেক সদস্য মোঃ রশিদুজ্জামান মোড়ল।
প্রধানমন্ত্রীকে স্বপ্ন লিখে পাঠালো ৬০০ মেধাবী শিক্ষার্থী
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ মেধাবী শিক্ষার্থী তাদের নিজ নিজ স্বপ্ন লিখে পাঠিয়েছে প্রধানমন্ত্রী বরাবর। প্রতি বছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে শিক্ষার্থীরা ৬০০ পোস্টকার্ডে নিজ নিজ স্বপ্ন লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠিয়ে দেয়। এসব ক্ষুদে শিক্ষার্থী বড় হয়ে কী হতে চায় এবং কেমন বাংলাদেশ গড়তে চায়- তা লিখে পাঠায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু সাইদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
ইট বালু ব্যবসায়ী ও পরিবহন এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা ইট বালু ব্যবসায়ী ও পরিবহন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২০ এ নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু। গতকাল শনিবার সন্ধ্যায় এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খান ব্রিকসের স্বত্ত্বাধিকারী পারভেজ ইসলাম, সংগঠনের উপদেষ্টা আশরাফ হোসেন, ছাত্রলীগ নেতা সজীব মন্ডল, যুবলীগ নেতা শেখ আসাদুজ্জামান সোহেল, মিজানুর রহমান রাজা, মিঠুন বিশ্বাস, সুমন সাহা, অমিত সরকার গণেশ, ছাত্রলীগ নেতা এইচ এম ওয়াহিদুজ্জামান শাওন, মোঃ জাহাঙ্গীর ফকির, এস এম রওনাকুল ইসলাম রনি, আল আমিন শেখ, শ্রমিক লীগ নেতা ফারুক হাওলাদার, বাবুল মোল্লা, সেলিম, শহিদুল ইসলাম প্রমুখ।
কুয়েটে ‘আইসিসিইএসডি ২০২০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৫ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি ২০২০)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং সাইফ পোর্ট হোল্ডিংস লিঃ, ওয়াহিদ কন্সট্রাকশন লিঃ, বসুন্ধরা সিমেন্ট, সেভেন রিংস সিমেন্ট ও সিভিল সিআরটিএস এর সহযোগিতায় ০৮ ফেব্রুয়ারি রাতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কনফারেন্সটির আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ অব বাংলাদেশ এর রেক্টর প্রফেসর এম, এ, হান্নান। সম্মেলনের চীফ প্যাট্রোন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং চেয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল বাশার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম মনিরুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আয়েশা আক্তার, এনএসডব্লিউ গভার্নমেন্টের ট্রান্সপোর্ট, রোডস এন্ড মেরিটাইম সার্ভিসের স্পেশালিস্ট জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার ড. এএইচএম কামরুজ্জামান, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনীর স্কুল অফ সিভিল এন্ড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর উপ-প্রধান হাদী খাব্বাজ, অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারী ইউনিভার্সিটির প্রফেসর ড. ভøাদিমির স্ট্রিজভ, সেভেন রিংস সিমেন্টের সহকারী জেনারেল ম্যানেজার শেখ জাহাঙ্গীর হোসেন। সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এধরণের কনফারেন্সের মাধ্যমে দেশী-বিদেশী, নবীন-প্রবীন গবেষকদের মধ্যে অভিজ্ঞতার বিনিময় করা সম্ভব হয়, এজন্য এধরনের কনফারেন্সের অপরিসীম গুরুত্ব রয়েছে। বক্তারা আরো বলেন, কুয়েট এখন একটি মর্যাদা সম্পন্ন বিশ^বিদ্যালয়। ‘আইসিসিইএসডি’ এর ন্যায় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন কুয়েটের মর্যাদাকে আরো বৃদ্ধি করছে। বিশে^র প্রায় সকল প্রান্তে এ বিশ^বিদ্যালয়ের গ্রাজুয়েটগণ তাদের মেধার প্রমান দিচ্ছে।
সম্মেলনে মোট ৫টি কী-নোট সেশন এবং ৩২টি টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের গবেষকদের মোট ২০১টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হয় এবং সেরা ৫টি পেপারকে পুরস্কৃত করা হয়। সম্মেলনে প্রায় চারশত প্রতিথযশা গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য, এর আগে কুয়েটে ২০১২ সালে প্রথম, ২০১৪ সালে দ্বিতীয়, ২০১৬ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থ বারের মত ‘আইসিসিইএসডি’ অনুষ্ঠিত হয়।
কাঁচা ও পাকার মাল আড়ৎদার সমিতির সাধারণ সভা: নির্বাচন ৭ মার্চ
স্টাফ রিপোর্টার
নগরীর বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কদমতলায় এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবুল বাশার পাটোয়ারী। বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উর্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি গৌরঙ্গ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস হোসেন ও উত্তম কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ মো. নাসির উদ্দিন।
সভায় সাধারণ সম্পাদক মো. আব্দুর রব বার্ষিক আয় ও ব্যয় হিসেব পেশ করেন। সভাপতি আবুল বাশার পাটোয়ারী সমিতি থেকে বিদায় নেয়ায় তাকে উপদেষ্ঠা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ৯সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামালকে প্রধান করে এবং আলহাজ্ব অধ্যাপক গোলাম আজম খান ও শেখ মো. ফারুক হোসেনকে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আগামী ৭ মার্চ শনিবার ত্রি- বার্ষিক নির্বাচন’র তারিখ ঘোষনা করা হয়েছে। সভায় সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের স্মরনে আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। গতকাল মাগরিব বাদ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কামরুজ্জামান জামাল, জামাল উদ্দিন বাচ্চু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, হাফেজ মো. শামীম, নূর মোহাম্মদ, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল, মরহুম লুৎফর রহমানের পুত্র মামুন আরেফিন, রণজিত কুমার ঘোষ, চ. ম. মজিবর রহমান, শেখ জাহিদ হোসেন, জাহিদুল হক, এ্যাড. শামীম মোশারফ, মহাসিনুর রহমান আফরোজ, এমরানুল হক বাবু, সরদার জাকির হোসেন, মোতালেব মিয়া, জাহাঙ্গীর, জামিল খান, বিধান চন্দ্র রায়, জাকির সরদার, শাহ মো. জাকিউর রহমান, আব্দুর রহিম, বাদল সিপাহী, শাহীনুর রহমান, আজম খান, অজিত বিশ্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাউন্সিলর আজমল আহমেদ তপনের স্ত্রী, জাতিয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সভাপতি আবুল কাশেম মোল্লা ও কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপনের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর আওতাধীন ১৩,১৫,ও৩০ নং ওয়ার্ডে কমিটি গঠন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ওয়ার্ড কার্যালয় কমিটি গঠন সম্পন্ন হয় সভায় সাজ্জাদ হুসাইন এর সভাপতিত্ব ও আলি হোসেনের সন্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র খালিশপুর থানা শাখার সভাপতি মাহদী হাসান মুন্না বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর সাধারন সম্পাদক মঈনুল ইসলাম স্কুল সম্পাদক ইয়ামিন মোল্লা জেলার সহ সভাপতি মাহমুদুল হাসান সহ আন্যন্য সভায় ৩য়ার্ডে ২০২০ সেসনের কমিটি গঠন হয়। ১৩নং ওয়ার্ড- সভাপতি-আবুল কাশেম, সহ সভাপতি – মেরাজ হুসাইন, সাধারন সম্পাদক -আলী হোসেন। ১৫নং ওয়ার্ড- সভাপতি- সাজ্জাদ হুসাইন, সহ সভাপতি -শাহজালাল, সাধারন সম্পাদক- সাবের আলী। ৩০নং ওয়ার্ড- সভাপতি-কাউসার মাহমুদ, সহ সভাপতি- আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক- ফারহান ইসলাম নাঈম।
সাতক্ষীরার নলতা শরীফের ৫৬তম ওরছ রোববার থেকে শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, শতাধিক গ্রন্থের রচয়িতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.)এঁর ৫৬ তম বার্ষিক ওরছ শরীফ আজ রোববার থেকে শুরু হচ্ছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে এ ওরছ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত অনুরাগী নলতায় এসে পৌছেছেন। দিন-রাত পরিশ্রম করে চলেছেন মিশন কর্তকর্তা-কর্মচারী ও অসংখ্য নারী-পুরুষ স্বেচ্ছাসেবক। ওরছ শরীফ উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরাদ্বারা লাগানো হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৫৬ তম বার্ষিক ওরছ শরীফের আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর বিশেষ তত্ত্বাবধানে এবং মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির দিক নির্দেশনায় অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন খ্যাতিমান আলেমগন কোরান হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এই ওরছের সমাপ্তি হবে।
সাতক্ষীরার কালিগঞ্জে পুত্রের হাতে পিতা নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে পুত্রের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের জায়গা জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হয়। এ সময় ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা শামসুর রহমান ঢালী। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা বিএমএ’র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
ডা. উত্তম কুমার দেওয়ান, খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চেম্বারে কর্তব্যরত অবস্থায় নড়াইলে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মহসীন গাজীর ছুরিকাঘাতের প্রতিবাদে ও কর্মস্থলের নিরাপত্তার দাবীতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’ খুলনা জেলা শাখার আয়োজনে গতকাল দুপুরে শহীদ ডা. মিলন চত্ত্বর মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম সভাপতিত্বে এবং খুলনা বিএমএ’র যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসুর সঞ্চলনায় বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজাদ, কার্যকরী পরিষদ সদস্য ডা. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা. সুদীপ পাল, ডা. গৌতম কুমার রায়, ডা. মোঃ রাশেদুল ইসলাম, গাজী মেডিকেল কলেজ এর ইন্টানি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা.আশিকুর রহমান, খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ডা.আশরাফুল ইসলাম রবিন। বক্তারা আসামীর দ্রুত বিচার দাবী করেনএকই সাথে বক্তারা চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দীর্ঘদিনের দাবী পূর্নব্যক্ত করেন।
বাগেরহাট-৪,মোড়েলগঞ্জ-শরণখোলা উপ নির্বাচনে
প্রথম দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনলেন আব্দুর রহিম খান ও মিজানুর জনি
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট-৪,মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি প্রায়াত আওয়ামী লীগ নেতা ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুর পর ৯ জানুয়ারি আসনটি শূন্য হয়। তবে কে হচ্ছেন বাগেরহাট-৪ আসনের পরবর্তি সংসদ সদস্য এ নিয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে নানা জল্পনা-কল্পনা কে হবেন এ আসনের আগামি দিনের আওয়ামী লীগের কান্ডারি। প্রথম দিনে দলীয় মনোনয়ন কিনেছেন ড. আব্দুর রহিম খান ও এইচএম মিজানুর রহমান জনি।
অবশেষে উপ নির্বাচনে তফসিল ঘোষনা ২১মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট-৪, সংসদীয় আসনের নির্বাচন। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম দিনে দলটি তাদের দলীয় মনোনয়ন বিক্রয় শুরু করেন সকাল ১১টায় দলীয় কার্যালয় দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মোড়েলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক ড. আব্দুর রহিম খান, আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এইচএম মিজানুর রহমান জনি। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির হবে বলে জানাগেছে। এদিকে মোড়েলগঞ্জ-শরণখোলায় উপ নির্বাচনকে ঘিরে সর্বত্রই হাওয়া বইতে শুরু করেছে গ্রামগঞ্জে চাযের দোকান, হাট বাজারে নির্বাচনী আলোচনা মাঠে তৃনমূল কর্মীদের খোঁজ খবর কুশল বিনিময় শুরু করেছেন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী অনেক নেতারাই।
উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে সবাই সমস্বরে গাইলেন ‘আমরা করবো জয়…’
র্যাগিং ও মাদককে না বললো খুবির ইংরেজি ডিসিপ্লিনের সবশিক্ষার্থী, ভালো কাজে দৃষ্টান্ত স্থাপনের প্রতিজ্ঞা
খবর বিজ্ঞপ্তি
সাধারণ, অনাড়ম্বরভাবে আয়োজন করা একটি উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান। না ছিলো কোনো ব্যানার, না ছিলো অন্য কোনো আড়ম্বরতা। কিন্তু সেই সাদাসিধে অনুষ্ঠানটাই হয়ে উঠলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের ২০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণবন্ত, প্রগাঢ়, চিত্রানুগ, আবেগ, উপদেশ ও অনুপ্রেরণামূলক। ডিসিপ্লিন আয়োজিত ¯œাতক ও ¯œাতকোত্তর সাতটি ব্যাচের সকল শিক্ষার্থীর সমাবেশে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত হয়ে ওঠে মিলনমেলা। ডিসিপ্লিনের প্রত্যেক শ্রেণির প্রত্যেক বর্ষ থেকে একজন করে শিক্ষার্থী তাদের অভিব্যক্তি, প্রত্যয় ও প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখে। এর মধ্যে প্রথমবর্ষের শিক্ষার্থীদের পক্ষে তামান্না রহমান তন্বী, দ্বিতীয় বর্ষের মেহেদী হাসান বাপ্পী, তৃতীয় বর্ষের মোঃ শাহীন আলম, চতুর্থ বর্ষের নওশাদ হাসান নিলয়, মাস্টার্সের শারমিন সুলতানা, এম এ ইন ইংলিশ ল্যাগুয়েজের মোঃ আব্দুল হান্নান, নাসিফ সাইদ। সকলেই ইংরেজি ডিসিপ্লিনকে একটি পরিবার হিসেবে বিবেচনায় নিয়ে জ্যেষ্ঠ ও অনুজদের মধ্যে একটি অভূতপূর্ব পরিবেশ, সমন্বয় ও সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেয়। শিক্ষার্থীরা ইংরেজি ডিসিপ্লিনকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং দেশের মধ্যে একটি অনুসরণীয় ডিসিপ্লিন হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে সকলেই হাত তুলে র্যাগিং ও মাদককে না ঘোষণা দেয়। প্রথমবর্ষের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায় বিশ্ববিদ্যালয়ের গত ৩৮দিনের অভিজ্ঞতায় তারা র্যাগিংমুক্ত রয়েছে। তারাও ভবিষ্যতে এ ধারা চালু রাখবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি তাঁর বক্তব্য শেষে গাইলেন ‘আমরা করবো জয়…’ গানটি। আর তাঁর সাথে সমস্বরে গাইলেন শিক্ষক ও মিলনায়তন ভরা সকল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী আয়োজনে প্রধান অতিথি বলেন শিক্ষা আমাদেরকে চিরকালীন মনুষ্যত্বের সাধনাকে জাগ্রত করে, চেতনাকে উদ্বুদ্ধ করে। মানুষের ভেতর যে অসম্ভব ও অসীম সম্ভাবনা রয়েছে, যে সৃজনশীলতা রয়েছে তার ব্যাপৃতি হলে, প্রকাশ ঘটাতে পারলে সকল অশুভতা বিদুরীভূত হয়। তিনি বলেন যারা সাহিত্যের ছাত্র, যারা সঙ্গীত চর্চা করে, যারা ফুলকে ভালোবাসে তারা কাউকে খুন করতে পারে না, অর্থাৎ তারা কাউকে কষ্ট দিতে পারে না, কখনও মন্দের সাথে যুক্ত হতে পারে না। সাহিত্য-সংস্কৃতি চর্চা জীবনের অন্তরাত্মাকে সুষময় করে তোলে মানবিক চেতনাকে জাগ্রত করে। তিনি বলেন দেশের মধ্যে এখনও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ শ্রেষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ। এ ধারাকে আরও প্রতিষ্ঠিত করে এমন নজীর স্থাপন করতে হবে তা যেনো দেশের সর্বত্র অনুকরণীয় হয়। তিনি ইংরেজি ডিসিপ্লিনের এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস। ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সাঞ্চলনা করেন প্রফেসর মোঃ সামিউল হক। সভাপতি ঘোষণা দেন আগামী মার্চ মাসে ইংরেজি ডিসিপ্লিনের বিশবছর পূর্তি উৎসব উদযাপন করা হবে।
খুলনা’র চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের দাবীতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন
খভর বিজ্ঞপ্তি
খানজাহান আলী বিমান বন্দরের দ্রুত বাস্তবায়ন, খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, খুলনা-দর্শনা ডবল রেল লাইন স্থাপন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অনিয়ম-দুর্নীতিমুক্ত কেডিএ গঠন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, খুলনা-যশোর রোড ৬ লেনে উন্নীতকরণ, রূপসা ও ভৈরব নদের তীর ঘেঁষে শহররক্ষা বাঁধসহ রিভারভিউ রোড নির্মাণ এবং ত্রুটিমুক্ত আধুনিক রেল স্টেশন পুনঃ নির্মাণ করার দাবীতে গতকাল নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশে বললেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। তাঁরা অবিলম্বে উল্লিখিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে খুলনার উন্নয়নে গৃহীত প্রকল্পে অর্থ বরাদ্দ ও যে সমস্ত প্রকল্প সমাপ্ত হয়েছে তারজন্য সরকারকে ধন্যবাদ জানান। কমিটির সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজের সভাপতিত্বে এবং মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনÑখুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোশারফ হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, সোনাডাঙ্গা দোকান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা, বিভাগীয় মটর মেকানিক সমিতি’র সভাপতি নূরুজ্জামান জামাল, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল শেখ, আছিয়া সাত্তার ইসলামি সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক প্রফেসর সাইদুল হাসান, খানজাহান আলী রোড দোকান মালিক সমিতি’র সভাপতি মোঃ কামরুল করিম বাবু, খুলনা ট্রেনিং রিহাইবিলিটেশন সেন্টার অব দি ব্লাউন্ডের ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব, জাপা নেতা শাহ লায়েক উল্লাহ, জাসদ নেতা হুমায়ুন কবির হিমু, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মোঃ মোজাম্মল হক, খালিদ হোসেন, কবি রুহুল আমিন সিদ্দিকী, অরবিন্দু সাহা, শওকত হোসেন, যুগ্ম মহাসচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান, খালেক সিকদার, সাংগঠনিক সম্পাদক এড. মামুনুর রশীদ, ক্রীড়া সম্পাদক আকরাম হোসেন খোকন, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ মাহমুদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, মোঃ তরিকুল ইসলাম, শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ কামরুল ইসলাম, সরদার মোশাররফ হোসেন, সিরাজল ইসলাম চৌধুরী, মোঃ ছলেমান খান, অধ্যাপক নাহিদ আকরাম, জাহিদ হোসেন, আশরাফুল আলম, শামীম আজাদ, মোঃ মহসীন রেজা, লিটন সাহা, মোঃ সালাহ উদ্দিন, এম মোস্তফা কামাল, আলহাজ্ব মনিরুজ্জামান মনির এস এম সোহানুর রহমান শাওন, সোহেল রানা প্রমুখ নেতৃবৃন্দ।
তালায় ইউএনও উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার
তালা প্রতিনিধি
তালার উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত গৌরঙ্গ রায় (৪০), উপজেলার মাগুরা ইউনিয়নের মাদ্রা গ্রামের শ্রীকান্ত রায়ের পুত্র। শুক্রবার দিনগত রাত ১২ টার দিকে মাদ্রা গ্রামেরর নিজ ঘেরের বাসা থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রিতিশ রায়সহ তার সঙ্গীয় ফোর্স।
তথ্যনুসন্ধানে জানাযায়, ৭ আগস্ট ২০১৯ সাতক্ষীরা জেলা প্রশাসন নাগরিক সংলাপে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কে জলাবদ্ধতা নিরশনকল্পে সকল সরকারী জলাশয়ের নেট পাটা অপসরণ করে জলাশয় গুলো উন্মুক্ত করার আদেশ দেন। সে মোতাবেক গত ৪ নভেম্বর ২০১৯তারিখ (সোমবার) তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন উপজেলা মাদ্রা ও বালিদাহ এলাকায় ইজারা বাতিল ঘোষিত খালগুলি উন্মুক্ত করার লক্ষ্যে নেটপাতা অপসারণের নেতৃত্ব দিচ্ছিলেন। দুপুর দেড়টার পর তিনি মাদরা বালিয়াদহার মধ্যবর্তী খোবরাখালী খালের পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশনের জন্য নেট পাটা অপসারণে অভিযান পরিচালানা করেন। এসময় গ্রামমবাসী জানান এই খালটি স্থানীয় সমীর কুমার দাস এক বছর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। পার্শ্ববর্তী আরও দুই একটি খাল জনগণের পক্ষে ইজারা নিয়ে তারা মাছ চাষ করে করছে। একপর্যয়ে ইউএনও ইকবাল হোসেন উক্ত খাল হতে নেটপাতা অপসারণ করতে নির্দ্দেশ প্রদান করলে সম্মিলিতভাবে বাধা দেন স্থানীয় সমীর কুমার দাসের লোকজন এবং তাদের কাছে ইজারার কাগজপত্র আছে বলে দাবি করেন। এসময় তারা কয়েকদিনের সময়ও প্রার্থনা করেন। তবে ইউএনও এতে সম্মত না হওয়ায় গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা ইউএনও ও তার সঙ্গীদের ঘিরে ধরে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাদের শার্ট ধরে টানাটানি এবং ধাক্কাধাক্কি করতে থাকে। পরে পুলিশ ঘটনা স্থলে এসে তাদের উদ্ধার করে। এরপর ৬ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার উপজেলা নির্বহী অফিসারের গাড়ী চালক রোকনুজ্জামন বাদী হয়ে ১১ জন ব্যক্তির নাম উল্লেখ পূর্বক ৯১ নব্বই জনকে আসামী কে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৪, তারিখ- ৬ নভেম্বর ২০১৯। মামলার তিন মাস অতিবাহিত হলেও ধার ছোওয়ার বাইরে ছিলো ইউএও’র উপর হামলাকারীরা। অবশেষে শুক্রুবার দিনগত রাত ১২ দিকে উক্ত মামলার ১০ নং আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রিতিশ রায় এ প্রতিবেদক কে বলেন, ২০১৯ সালের ৬ নভেম্বর থানায় মামলা হওয়ার পর থেকে গ্রাম ছাড়া ছিলো উক্ত মামলার সকল আসামী। টানা তিনটি মাস ধরে অভিযান অব্যহত রেখেছিলাম ঐ এলাকায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য নিয়ে শুক্রবার দিনগত রাতে অভিজান চালিয়ে এক জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যহত থাকবে। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল ঘটানর সত্যতা স্বীকার করেছেন।
খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ৮ম দিন
খবর বিজ্ঞপ্তি
শনিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ৮ম দিন। ধীরে ধীরে জমে উঠছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণা ক্রমশ বাড়ছে। বিকাল ৫ টায় বইমেলার মঞ্চে স্থানীয় কবিদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশুস্বর্গ খেলাঘর আসর ও উদীচী চৌলতপুর, খুলনা এর শিল্পীবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
১লা মার্চ খুলনা প্রেসকাবের পক্ষ থেকে মুজিব বর্ষ পালনের শুভ সূচনা হবে
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ” পালনের অংশ হিসেবে আগামী ১লা মার্চ খুলনা প্রেসকাবের পক্ষ থেকে কাবের অর্ভন্তরে অবস্থিত জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হবে। খুলনা প্রেসকাবের ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। কাবের ভিআইপি কক্ষে শনিবার দুপুরে অনুষ্ঠিত এক সভায় ‘মুজিব বর্ষ” উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসকাবের সভাপতি ও ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র আহবায়ক এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন কাবের সাধারণ সম্পাদক ও ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র সদস্য সচিব মামুন রেজা। সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত ও মৃত্যুবরণকারী সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘মুজিব বর্ষ উদযাপন উপ-পরিষদ’র যুগ্ম-আহবায়ক মকবুল হোসেন মিন্টু, সদস্য শেখ আবু হাসান, ফারুক আহমেদ, এস এম জাহিদ হোসেন, মল্লিক সুধাংশু, মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ শাহ আলম, মোঃ হুমায়ুন কবীর, বিমল সাহা এবং সুনীল কুমার দাস।