- স্টাফ রিপোর্টার
নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন আবাসিক হোটেলে শাহীনে অভিযান চালিয়ে ১৪২পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পুলিশ সদস্য’র নাম মো. আকাশ রহমান (৩৫)। সে বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। তার পুলিশ কনস্টেবল নং ৪১৫।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন আবাসিক হোটেলে শাহীনে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেলের ৪র্থ তলার ৪৬নং ক থেকে ১৪২পিস ইয়াবাসহ পুলিশ সদস্য মো. আকাশ রহমানকে গ্রেফতার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, পুলিশ সদস্য মো. আকাশ রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা
হবে।