সারা খুলনা অঞ্চলের খবর

36
Spread the love

ফকিরহাটে এসডিজি এমডিজি বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং টেকসই ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠত হয়েছে। ওয়ার্ড মেম্বর মোঃ জামাল উদ্দিন ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ।

সম্মানিত অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির অবসরপ্রাপ্ত মহা-ব্যাবস্থাপক অসীম কুমার দাশ, উদ্ভোধক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যাবস্থাপক মোঃ আহসানুল করিম, ইউনিয়ন উন্নয়ন সহযোগী শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, উন্নয়ন সহযোগী বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ ও ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা সংক্রান্ত বাছাই কমিটির আহবায়ক শিক্ষাবিদ দাশ শিশির কুমার। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম। মোঃ মাহাবাবুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, শিক্ষিকা নিলুফার ইয়াসমীন, প্রতিবন্ধি সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান ও আলফাজ আল মেহেবুব প্রমুখ। এসময় উপকার ভোগীদের মধ্যে চাহিদা দাবী করে প্রস্তাবনা করেন, বিল্লাল ফকির, লাকি বেগম, সুফিয়া বেগম, নাজমা বেগম, সাইদা বেগম, মেহেরুন বেগম, ইমরান হোসেন, আফজাল হোসেন, আজিম শেখ, তহমিনা বেগম, আকবার ফকির ও রবিউল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত সকলের প্রস্তাবনা ইউপি সচিব এসএম দাউদ আলী একটি খসড়া রেজুলেশন আকারে লিপিবদ্ধ করেন। এসময় সকল পেশার সকল শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ডেয়ারী ও পোল্ট্রি খামারীদের প্রশিক্ষণ কর্মশালা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ফকিরহাট উপজেলা ডেয়ারী ও পোল্ট্রি খামারীদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার শিকদারের পরিচালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মল্লিক শাহিন আখতার, ডাঃ মোঃ দুলাল হোসেন (এলইও) সহ খামারীগন।

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের মহতী উদ্যোগ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের এক মাসের সন্মানীভাতার ৪০হাজার টাকা শিক্ষা সহায়তা প্রকল্পে প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাহিরদিয়া-মানসা ইউনিয়নে একটি অনুষ্ঠানে অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরের নিকট এই অর্থ প্রদান করা হয়। এসময় বিভিন্ন ইউপি সদস্যগনরা উপস্থিত ছিলেন।

যশোরে গাঁজা ও ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেফতার-২

যশোর অফিস

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের খ সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার বাজে দূর্গাপুর বিশ^াস পাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ কাকলি পারভীন ও একই উপজেলার তেঘরিয়া  পূর্ব পাড়ার সোলেমান আলী বিশ^াসের ছেলে আরমান আলী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্তন কার্যালয় খ সার্কেল সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বাজে দূর্গাপুর বিশ^াস পাড়ার কাকলি  পারভীনের বাড়িতে অভিযান চালায়। এ সময় কাকলি পারভীনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, উক্ত সার্কেল একই দিন বিকেলে তেঘরিয়া পূর্ব পাড়াস্থ মুনতাজ আলীর মুদী দোকানের  সামনে থেকে আরমান আলীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১০পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে তিনজন আহত ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

যশোর অফিস

প্রকাশ্য দিবালোকে যশোর শহরতলী উপশহর পার্কের মধ্যে মারপিট ও টাকা ছিনিয়ে  ঘড়ি মোবাইল নষ্ট করার অভিযোগে কিশোর অপরাধীসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক কিশোরসহ চারজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার বিরামপুর কালিতলা গ্রামের সেলিম বাবুর ছেলে মেহেদী হোসেন অয়ন, একই এলাকার শহিদ আলীর ছেলে তামিম আহম্মেদ, নতুন উপশহর ডি ব্লক বাসা নং ১২০ নং বাসার মনিরুজ্জামানের কিশোর  ছেলে মিজানুর রহমান ওরফে রাফি, নতুন উপশহর ই ব্লকের ছেলে সিরাজের ছেলে শাকিব। এছাড়াও নতুন উপশহর ডি ব্লক মসজিদের পিছনে কুতুবের ছেলে রাতুল, নতুন উপশহর বাবলাতলার মিন্টুর ভাগনে শিমুল ও নতুন উপশহর ১ নং সেক্টরের  শফিউল্লাহ মোড়ের পাশের্^ ফরমান আলীর ছেলে দিদারসহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করেছে।

সদর উপজেলার বিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে সালমান,ভাতিজা মোজাহিদ বিশ^াস ও ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী ইয়াসমিন সোমবার সকালে ফেরদৌসী ইয়াসমিনের মামাতো বোন লিয়া এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তাকে নিউ টাউন সরকারী বালিকা বিদ্যালয় দিয়ে তিনজনের মিলে উপশহর পার্কের মধ্যে প্রবেশ করে। হঠাৎ উল্লেখিত আসামীরা উক্ত পার্কে ঢুকে সালমান,মোজাহিদ বিশ^াস ও ফেরদৌসী ইয়াসমিনের সাথে তর্কবির্তকে জড়িয়ে পড়েন। তারা পার্ক থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে উক্ত সন্ত্রাসীরা গতিরোধ করে মারপিটসহ ফেরদৌসী ইয়াসমিনের ভ্যানিটিব্যাগের মধ্যে থাকা নগদ ৪ হাজার ৫শ’ ২০ টাকা ছিনিয়ে নেয়। সালমানের  চশমা ও মোবাইলের গ্লাস ভেঙ্গে ৩ হাজার টাকা ক্ষতি সাধণ করে। ফেরদৌসীর হাত ঘড়ি ভেঙ্গে ১৫শ’ টাকা  ক্ষতি সাধণ করে। হামলার হাত থেকে বাঁচতে তারা চিৎকার দিলে আসামীরা দ্রুত চলে যাওয়ার সময় তাদেরকে হুমকী দিয়ে চলে যায়। হামলার শিকার তিনজনকে চিকিৎসা দিয়ে এজাহার দাখিল করেন। এজাহার দায়ের করার পূর্বে পুলিশ কিশোর মিজানুর রহমান ওরফে রাফিসহ মেহেদী হাসান অয়ন, তামিম আহম্মেদ ও শাকিবকে গ্রেফতার করে।

যশোর বাঘারপাড়া উপজেলায় এ্যালকোহালসহ একজন আটক

যশোর অফিস

যশোরের বাঘারপাড়া উপজেলার আরাজি বাসুয়ারী গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ৩৮ বোতল এ্যালকোহাল  উদ্ধার করেছে। এসময় আবুল কালামকে আটক করেছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে র‌্যাব -৬ যশোর ক্যাম্পের সদস্যরা আবুল কালামের বাড়ির হোমিও চেম্বারে অভিযান চালায়। এসময় নিষিদ্ধ মাদকদ্রব্য এ্যালকোহাল উদ্ধার করে। ৩৮ বোতল এ্যালকোহাল উদ্ধারের কথা নিশ্চিত করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম মাহামুদুর রহমান মোল্লা (এস) বলেছেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

যশোরে শিক্ষাবন্ধু শহিদুল কর্তৃক শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

যশোর অফিস

শিক্ষাবন্ধু শহিদুল ইসলাম যশোরের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ বিতরণ করেছেন। মঙ্গলবার দুপুরে এমএম বিশ^বিদ্যালয় কলেজ প্রাঙ্গনে  শহিদুল ইসলামের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, এম এম কলেজ শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, ছাত্রলীগের সাবেক নেতা মেজবাহ উদ্দিন সুমন। অনুষ্ঠানে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেকুটিয়া মুক্তিশে^রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার উপকরণ দেয়া হয়।

যশোর সদরের হৈবতপুর ইউনিয়নে দু’টি ও বসুন্দিয়া ইউনিয়নের দু’টি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন

যশোর অফিস

৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন এর ১ ও ৩ নং ওয়ার্ড এবং বসুন্দিয়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলন গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। হৈবতপুর ইউনিয়ন এর ১ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনের উদ্বোধন করেন, হৈবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান। বসুন্দিয়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলনের উদ্ভোধন করেন, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার জহরুল ইসলাম। হৈবতপুর ইউনিয়ন এর ১ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হৈবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুবনেতা তৌহিদুল ইসলাম চাকলাদার ফন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মঈদুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এছাড়া বসুন্দিয়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলনে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল হাসান বাবলু, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, আওয়ামীলীগ নেতা আবু মোতালেব বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  হারুন-অর-রশিদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা কামাল হোসেন মজুমদার। এছাড়া সন্মেলনগুলিতে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোতালেব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম বিদ্যুৎ, শহর যুবলীগের সদস্য শুভ চক্রবর্তী মিন্টু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীসহ হৈবতপুর ইউনিয়ন ও বসুন্দিয়া ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন স্তরের সাধারন মানুষ। সন্মেলনে হৈবতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি হিসেবে নির্বাচিত হন, বীর মুক্তিযোদ্ধা ইছাক আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছবির সরদার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহিদুর ইসলাম। এছাড়া বসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন শহিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেলিমুল আজম, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন হাসান মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসলাম বিশ্বাস।

কালান্তর এ্যাসোসিয়েশন এর উদ্যোগে কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি

মহিলা সমাজ কল্যান সংগঠন ‘কালান্তর এ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় অফিস কার্যালয়ে অসহায় দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান, দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ, দৈনিক কালান্তর প্রকাশক এবং কালান্তর এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রুখসানা পারভীন প্রমুখ।

রূপসা উপজেলা প্রেসকাবের কার্যালয় উদ্বোধন

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা প্রেসকাবের শাখা অফিস উদ্বোধন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় পূর্বরূপসা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়। কাবের সাধারণ সম্পাদক অঅ. রাজ্জাক শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মি: বাংলাদেশ ও খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দীর বড় ভাই আজাদ আবুল কালাম। কাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্যানেল চেয়ারম্যান রিনা পারভিন। বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, আশিষ রায়,আমজাদ শেখ, ডা: পিকে দাস, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ মজিদ শেখ, আওয়ামীলীগ নেতা মামুন শেখ, হারুন শেখ, আ.জব্বার শেখ, আসাদ বাবু, হুমায়ূর কবীর রাজা, ইসরাইল শেখ,

তেরখাদায় চিত্রা নদীতে কচুরীপানামুক্ত করণের উদ্বোধন

তেরখাদা প্রতিনিধি

গতকাল মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় তেরখাদা উপজেলার  চিত্রা নদী ও সংযোগ খাল সমূহের কচুরীপানা মুক্তকরণের শুভ উদ্বোধনী সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পানি উন্নয়ন বোর্ডের  এসডিও হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা সির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, মোঃ বোরহান উদ্দিন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

দেবহাটার রুপসী ম্যানগ্রোভে যাওয়ার রাস্তার প্রতিবন্ধকতা অপসারনের দাবি

দেবহাটা প্রতিনিধি

সুন্দরবনের আদলে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ বনে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকায় অসংখ্যা মানুষের সমাগম ঘটে এই স্থানে। জেলা ও জেলার বাহিরে বিভিন্ন প্রান্ত থেকে শান্তির পরশ পেতে বিনোদনের জন্য আসেন এখানে। প্রতিবছরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপভোগ করতে আসে প্রকৃতির এই অপরুপ দৃশ্য। সেই সাথে রান্নাবান্না করে ধুমধাম চড়–ই ভাতিও করে। তাছাড়া শীতের প্রথম থেকে চলে পিকনিক উৎসব। কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। বর্তমানে নারী, পুরুষের জন্য নামাজের ঘর, বসার স্থান, বাথরুম, পিচ ঢালা রাস্তা, রান্নাঘর, শিশু পার্ক, বনের ভিতর বাঁশের তৈরী ট্রেইল, সেলফি পয়েন্ট সহ বিভিন্ন সুবিধা রয়েছে। ভারতের টাকি পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্র থেকে উপভোগ করা যায় নদীর রুপ। স্থানটি অনেক নিরিবিলি, মনোমুগ্ধকর হওয়ায় বারবার আসার আগ্রহ তৈরী হয় প্রকৃতি প্রেমী দর্শণার্থীদের। কিন্তু বনটিতে আসার জন্য ডাঃ বিধান চন্দ্রের বাড়ি হতে পিচ ঢালা রাস্তা দিয়ে বাস, মাইক্রোবাসসহ সব ধরণের যানবহন আসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রাস্তার মধ্যে একটি মাদ্রাসা ও একটি মন্দির অপরিকল্পিতভাবে সড়কের উপরে তৈরী করায় বাসসহ বড় যানবাহন আসা যাওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে আটকে যাচ্ছে সবধরণের পরিবহন যাওয়া আসা। এমনকি আগত দর্শণার্থীরা মুখ ফিরিয়ে নিতে চলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিধান চন্দ্ররের বাড়ি হতে রুপসী ম্যানগ্রোভ যাওয়ার জন্য একটি পিচের রাস্তা নির্মান করা হয়েছে। কিন্তু শিবনগর এলাকার খানপাড়া এবতেদায়ী মাদ্রাসার একটি রুম ও শীবনগর মন্দিরের সামনের কিছু অংশের জন্য গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তবে তারা জানান, মাদ্রাসার পক্ষ থেকে ঐ ঘরটি ভেঙ্গে নেওয়ার জন্য স্থানীয় মুসল্লিরা সম্মত হলেও মন্দিরটি কমিটির নেতৃবৃন্দ ঐ মন্দিরের বাড়তি অংশ নিতে সম্মত হচ্ছেননা। যদি সামান্য কিছু অংশ পিছিয়ে নেয়া হতো তাহলে অনেক সহজেই যাওয়া আসা যাবে। ঐ মন্দিরের সভাপতি সঞ্জয় কুমার জানান, প্রশাসনের পক্ষ থেকে রুপসী ম্যানগ্রোভের উন্নয়নে আমাদেরকে বললে তিনি মন্দিরের সামনের একটি কার্নিশ ভেঙ্গে নিতে সম্মত হলেও স্থানীয় শ্যামল নামে এক ব্যক্তি বাধা প্রধান করায় সেটি করা সম্ভব হচ্ছেনা। সঞ্জয় জানান, তিনি সভাপতি হওয়ার পরেও তার কথা না শুনে স্থানীয় ২/১ ব্যক্তি প্রতিবন্ধকতা করার কারনে তিনি ঐ মিন্দর কমিটি থেকে অবিলম্বে পদত্যাগ করবেন। রুপসী ম্যানগ্রোভে বিনোদন কেন্দ্রের ম্যানেজার দিপঙ্কর ঘোষ জানান, স্পটটির প্রচার বাড়ছে। শীত মৌসুম জুড়ে পিকনিক উৎসব চলছে। আগত দর্শাণার্র্র্থীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তবে এখানে আসার রাস্তার দুই স্থানে কিছু প্রবন্ধকতা রয়েছে যার কারণে অনেকে গাড়ি নিয়ে আসতে না পেরে ফিরে যাচ্ছে। বিষয়টি সমাধাণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এদিকে, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন জানান, রূপসী ম্যানগ্রোভ দেবহাটা উপজেলার সম্পদ তাই এর উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। রাস্তার প্রতিবন্ধকতার বিষয়টি খোঁজ নিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

দেবহাটায় কৃষি অধিদপ্তরের বুলবুলে ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে উপকরণ বিতরণ

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় ঘূর্নীঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষিদের মাঝে সার,বীজ ও নগত অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে সম্প্রতি ঘূর্নীঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক চাষিতের মাঝে সার, বীজ ও নগত অর্থ বিতরণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। এসময় ২৫০ জন কৃষকের মাঝে ২কেজি হারে ভূট্টার বীজ, মুগ ডাল ৫কেজি, শাকসবজির বীজ ও ১০কেজি এমওপি এবং ১ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

দেবহাটায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর

দেবহাটা প্রতিনিধি

দেবহাটা উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ব্যাবহারের জন্য মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করলেন ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের পাশ্ববর্তী নবনির্মিত এ ভবন আনুষ্ঠানিক ভাবে হস্তন্তর করা হয়। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণিসহ অন্যান্যদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। ভবন নির্মানের বিভিন্ন বিষয় তদারকির পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, এলজিইডির প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবকে দপ্তর কমান্ডার আব্দুর রউফসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করা হচ্ছে। তারই আলোকে দেবহাটায় এ ভবন নির্মান হওয়ায় এখানে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য সুপার মার্কেট ও কমপ্লেক্স নির্মিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান জানান, ভবন নির্মানের ক্রটি দূর করে ভবনটি হস্তান্তর করা হয়েছে তবে আসবানপত্রগুলো এখনো যাওয়া যায়নি বলে তিনি জানান।

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছায় সোনাভান অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে সোনাভান অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ১১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজুর রহমান।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষর হামলায় সাইফুল শেখ (৩৫ নামের এক যুবক আহত হয়েছে।আহত যুবক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত শনিবার রাতে উপজেলার শোভনা খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় স্ইাফুল ইসলাম থানায় এ্কটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,শোভনা খাঁপাড়া এলাকার মৃত মহর আলীর ছেলে সাইফুল ইসলামের সাথে একই এলাকার হাফিজুর সরদারের একটি তুচ্ছ ঘটনা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন রাতে সাইফুল শেখের উপর প্রতিপক্ষ হাফিজুর,মফিজ,টিপুসহ ৪/৫জন লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা চালায়।এতে সাইফুলের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়ে পড়ে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় শিক্ষক পিতার ইন্তেকাল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষকলীগ নেতা মোঃ হুমায়ুন কবির শেখের পিতা হারুন শেখ (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহী রাজিউন-আমরা তো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাব)।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় খুলনার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে,৩ মেয়ে,নাতি-নাতনীসহ গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়,গত শনিবার সকালে তিনি হঠ্যাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে পরে খুলনার একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গতকাল বাদ আছর গজেন্দ্রপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইন সহ সকল শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী বৃন্দ।

পাটকেলঘাটায় মোটরসাইকেলের মূখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু ঃ আহত আ’লীগ নেতা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাট

পাটকেলঘাটায় দুই মোটর সাইকেলেরের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু (১৮) নামের এক কলেজ ছাত্রের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এসময় আব্দুল ওয়াদুদ নামের এক আ’লীগ নেতা আহত হয়। নিহত মোটরসাইকেল আরোহী পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর পুত্র পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদাহ আজিজ কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে শাকদাহ গ্রামের সহিল উদ্দীনের ছেলে আব্দুল ওয়াদুদ (৫২) তার ব্যবহৃত ডিসকোভার মোটরসাইকেল যোগে ওঠার মূখে সাতক্ষীরা দিক থেকে দ্রুতগতিতে আসা তৈলকুপি গ্রামের দ্বীপজয়ের ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি মূখোমূখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ গুরুত্বর আহত হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান, শাকদহ মোড়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র দ্বীপজয় নামে এক ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগরের বহুল আলোচিত ফজলু ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

অভয়নগরপ্রতিনিধি

অভয়নগরে বহুল আলোচিত ফজলু ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিজান ও জরিমান আদায়। ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের হাজী আব্দুর রাজ্জাক এর ছেলে মো.ফজলুর রহমানের নিজ নামে ফজলু ইট ভাটায় এই আভিজান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা  মো.নাজমুল হুসাইন খাঁন। তিনি  ভাটার মালিক পক্ষের নিকট কাগজ দেখতে চাইলে ভাটার মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারেন না। এসময় বৈধ কাগজপত্র না থাকার কারনে ভ্রাম্যমান আদালত ১লক্ষ টাকা জরিমানা করে এবং বৈধ কাগজপত্র না করা প্রর্যন্ত ভাটার কাজ বন্ধরাখার নির্দেশ দেন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচলানার সময় উপস্থিত ছিলেন, উপজেলার নাজির সুব্রত কুমার রায় ও পাথালিয়া পুলিশ ফাঁড়ির এস আই কামরুল ইসলাম।

প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)বোর্ড়ের চেয়ারম্যান এ,কে,আজাদ (ইকতিয়ার)এর সফলতা

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)বোর্ডের চেয়ারম্যান ও কেশবপুর কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি উপজেলা শাখার সহ সভাপতি এ,কে,আজাদ (ইকতিয়ার) সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ) মুলতঃ সরকার এ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক,ইউনানী,নার্সিং,ডেন্টাল,প্যাথলজি,ফিজিওথেরাপি,গবাদি পশুচিকিৎসক ও ভূমি জরিপ প্রশিক্ষন সহ-বিভিন্ন আতœনির্ভরশীল মূলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তিনি তার এই সফলতার জন্য একাধিক পুরস্কার গ্রহণ করেছেন ।এ ছাড়া গরীব অসহায় মানুষের পাশে থেকে সেবা করাসহ ইতি মধ্যে শীতর্তাথীদের মাঝে নিজ তহবিল থেকে কম্বল বিতরণ করেছিলেন। তিনি সাংবাদিকদের জানান,চেয়ারম্যান হিসেবে সুসম্মানের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সুসম্মানের সাথে দায়িত্ব পালন করায় প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)এর পরিচালনা বোর্ড, উপদেষ্টা পরিষদ,বাংলাদেশের সকল শাখা পরিচালাক এবং  সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক শংকর পাল এ,কে,আজাদ (ইকতিয়ারকে ) সাধুবাদ জানিয়েছে। প্যারমেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ)এর বাংলাদেশের হেড অফিস এবং অত্র “পিটিএফ”বোর্ডের চেয়ারম্যান এ,কে,আজাদ (ইকতিয়ার)এর কার্যালয় মাইকেল মোড়,কেশবপুর বাজার,কেশবপুর, যশোর। যোগাযোগ ০১৭১৬৯৩২৯০৯

সাতক্ষীরায় মৎস্য ঘেরের কাদায় আটকে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মৎস্য ঘেরের কাদায় আটকে পড়ে মেহেদি হাসান (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। মেহেদি হাসান ওই গ্রামের লিটু ঢালীর ছেলে ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহত মেহেদির খালোতো ভাই সাকিবুল হাসান জানান, মঙ্গলবার ভোরে মেহেদি তার বাবার সাথে মৎস্য ঘেরে মাছ ধরতে ঘেরে যায়। বাবা মাছ ধরা শুরু করলে মেহেদি ঘেরের বাসায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে ঘুমন্ত অবস্থায় ঘেরের মধ্যে পড়ে গেলে তার পা ঘেরের পাড়ে ও মাথা ঘেরের কাদায় আটকে যায়। অনেক চেষ্টা করেও মাথা কাদা থেকে বের করতে না পারায় শ^াস রোধ হয়ে সেখানে তার মৃত্যু হয়। এদিকে, মেহেদির এমন অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শীতের বৈরীতা উপেক্ষা করে সাতক্ষীরা জেলা ব্যাপী চলছে ইরি বোরো ধানের চারা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি: শীতের বৈরীতা উপেক্ষা করে সাতক্ষীরা জেলা ব্যাপী চলছে ইরি বোরো ধানের চারা রোপনের মহোৎসব। চলতি বোরো মৌসুমে ধান রোপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বোরো ধানের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা। এ বছর এলাকার কৃষকেরা বিভিন্ন জাতের ধানের মধ্যে আততাফ ৭০, এসএল ৮, হিরা-২, উফশী , শক্তিসহ দেশি ও হাইব্রিড, জাতের ২৮ ধান রোপন করছে। কৃষকেরা রোপনের মাত্রা সাড়ে তিন মাসের ব্যবধানে অকান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মেশিনের সেচ দ্বারা সার কিটনাশক প্রয়োগ করে বোরো ধান উৎপাদন করে থাকে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু বিশ্বাস জানান, সাতক্ষীরা জেলায় ২০১৯/২০২০ চলতি বোরো মৌসুমে ৮০,০০০ হাজার হেক্টর জমি আবাদে যার উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩,৪০,৫০০ মেঃ টন চাউল। এর মধ্যে সাতক্ষীরা সদরে ২৫,৫০০ হেক্টর জমিতে ১,০৮,৩৪০ মেঃ টন, তালায় ২০,২০০ হেক্টর জমিতে ৮৬,২৮০ মেঃ টন, কালিগঞ্জে ৫,৪০০ হেক্টর জমিতে ২২,৯০০ মেঃ টন, কলারোয়ায় ১৪,০০০ হেক্টর জমিতে ৫৮,৪০০ মেঃ টন, শ্যামনগর ১,৯০০ হেক্টর জমিতে ৮,৮১০ মেঃ টন এবং আশাশুনি উপজেলায় ৭,০০০ হেক্টর জমিতে ৩০,৬৬০ মেঃ টন বোরো আবাদের লক্ষ মাত্রা ধরে ধান রোপনের কাজ চলছে। তিনি আরও জানান চলতি মৌসুমে হাইব্রিড হেঃপ্রতি ৪.৮৫ মেঃ টন ও উফশী হেক্টর প্রতি ৪.১২ মেঃ টন ফলনের আশা করা হচ্ছে।

সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুলে জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল সৃষ্টি করে । মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে এবিষয়ে প্রতিকার চেয়ে পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছেন উপজেলার চম্পাফুল গ্রামের মৃত. হেমনাথ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়নের চম্পাফুল ও ধণ্যহাটি মৌজায় এস এ ৩৮,৩৯,৪০সহ অন্যান্য, বি এস খতিয়ান ৪৪০, ৪৪১, ৫৪৫, ৮০৮,৮০৯ এবং ৩৪,৩৫,৩৬, ৪২সহ অন্যান্য দাগে মোট ২৭২. ৩৪ শতক সম্পত্তি পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। আমরা তিন ভাইয়ের মধ্যে বড় ভাই সন্তোষ ও ছোট ভাই মনতোষ দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করার সুবাধে সেখানকার বাসিন্দা হয়েছেন। তারা দীর্ঘদিন দেশে আসেন না। সম্প্রতি আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের মৃত. আমীর উদ্দীন সরদারের ছেলে পর সম্পদ লোভী নজরুল ইসলাম জালিয়াতির মাধ্যমে একটি ভূয়া দলিল সৃষ্টি করেছেন। আমার ছোট ভাই মনতোষ নাকি তার কাছে সম্পত্তি বিক্রি করেছে। অথচ দীর্ঘদিন সে বাংলাদেশে আসেনি। ফলে নিজে রেজিস্ট্রি অফিসে হাজির না হয়েও কিভাবে নজরুলকে জমি রেজিস্ট্রি করে দিলো। শুধু তাই নয় ওই দলিলে মনতোষের ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে। সেটিতে যে আইডি নম্বর রয়েছে সেটি আমার স্ত্রী সুমিত্রা রাণী মন্ডলের। প্রকৃতপক্ষে নজরুল গোপনে আমার স্ত্রীর আইডি কার্ড ম্যানেজ করে কম্পিউটারের মাধ্যমে নাম ও ছবি পরিবর্তন করে মনতোষের ছবি সংযুক্ত করেছে। কাজেই ওই ভুয়া আইডি কার্ড ব্যবহার করে নজরুল জাল দলিল সৃষ্টি করেছে।

পরিতোষ মন্ডল অভিযোগ করে বলেন, জাল দলিল সৃষ্টির মাধ্যমে নজরুল আমার ভাইয়ের সম্পত্তি ক্রয়ের দাবি করলেও এখন আমার সম্পত্তি দখলের পায়তারা চালাচ্ছেন। এমতবস্থায় আমার সম্পত্তিতে গেলে তারা ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় আমাকে খুন জখমের হুমকি দিচ্ছে। একই সাথে আমাদেরকে একাধিক মিথ্যে মামলায় ফাঁসিয়ে হয়রানির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে এলাকাবাসী কেউ মুখ খুলতে চায় না।

নজরুল ইসলাম ভূয়া দলিল করে আমার ভাইয়ের সম্পত্তির দখলে নেওয়ার চেষ্টা করছেন, আবার আমার সম্পত্তিতেও আমাকে যেতে দিচ্ছে না। ফলে জমিতে চাষাবাদ করতেও পারছি না। ওই সম্পত্তি টুকু ছাড়া আমার কিছুই নেই। ওই টুকু দখল করে নেওয়া হলে আমাকে স্ত্রী-পরিজন নিয়ে পথে বসতে হবে। আমি বর্তমানে ওই প্রভাবশালী নজরুল ইসলামের কারণে নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি নজরুলের কবল থেকে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ করেন।

কয়রায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের কপোতাক্ষ নদীর চরভরাট জমি দখল করে ইটভাটা স্থাপনের প্রস্তুতি নিয়েছেন এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লালুয়া বাগালী গ্রামে অহিদুজ্জামান সরদার হাইকোর্টে একটি রিট করেছেন। এছাড়া এলাকার সাধারণ মানুষ খুলনা পুলিশের ডি আই জি খুলনা রেঞ্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন। উল্লেখ্য কয়রা উপজেলাধীন বাগারী গ্রামের কপোতাক্ষ নদীর চর ভরাটি জমি দখল করে একই গ্রামের বিদেশে চাকরিরত আছাদুল হক সানা ও আরও কয়েকজন যৌথভাবে ইটভাটা স্থাপনের জন্য চিমনি নির্মাণসহ অন্যান্য মালামাল আমদানি করেছেন। কিন্তু অভিযোগকারিরা লালুয়া বাগালী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাশে আশ্রয়ন কেন্দ্র ও ঈদগাহ মাঠসহ ঘনবসতি এলাকায় উক্ত ইটভাটা  স্থাপন না করার জন্য আজাদুল ও তার সহযোগিদের অনুরোধ জানায়। অথচ অর্থশালী আজাদুল ও তার ভাই আজিজুল সহ আরও কয়েকজন এলাকাবাসীর দাবী উপেক্ষা করে ইটভাটার চিমনী  নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। সূত্র জানায়, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে ম্যানেজ করে সরকারি জায়গা ও কতিপয় ভুমিহীনদের বন্দোবস্ত জায়গায় ইটভাটা নির্মাণে তড়িঘড়ি করে কাজ করছে। এ বিষয় হাইকোর্টে রিটকারী অহিদুজ্জামান জানান, শত বছরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৩০০ মিটার দুরে ইটভাটা স্থাপন করায় তিনি এ মামলা করেছেন। তিনি বলেন,  ইটের ভাটার ধোয়ায় স্কুলগামী দুটি প্রতিষ্ঠানের প্রায় ৭ শতাধীক কোমলমতি শিশু এবং পাশে আশ্রয়ন কেন্দ্রে হত দরিদ্র ৩০০ পরিবারের বসবাসরতরা সহ পাশে গ্রামবাসী ক্ষতিগ্রস্থ হবে ভেবে তিনি জনস্বার্থে এ মামলা করেছেন। বাগালী গ্রামের অভিযোগকারী শহিদুল সরদার, আলমগীর, সাইফুল, লিটন, আরিফসহ একাধীক ব্যক্তি জানান, ইট ভাটায় সর্বক্ষণ গান বাজনা, গাজার আসর বসিয়ে এলাকায় পরিবেশ নষ্ট সহ অন্য এলাকা থেকে ভাড়া করা গাজাখোর এনে ইট ভাটার বাসায় রেখেছে। তারা বলেন, সন্ধ্যার পর মুখোষধারী গাজা খোররা গ্রামে ঢুকে হুমকি দিয়ে বলেন, ভাটার বিরুদ্ধে কথা বললে, মেরে লাশ কপোতাক্ষনদীতে ভাসিয়ে দেব। মঙ্গলবার এ বিসয় অভিযোগের ভিত্তিতে সরোজমিনে গেলে হাইকোর্টের নির্দেশে আসা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল সরোজমিনে তদন্ত করতে দেখা গেছে। এ সময় ইটভাটা সংলগ্ন আশ্রয়ন প্রকল্প বসবাসরত ডালিম সানার স্ত্রী সাবিনা বিবি জানান, ¯্রার একানে ইট ভাটা হলে এই চরে আমরা ৩০০ ঘর বসবাসকারী অসুবিধায় পড়ব কারন ইট ভাটার কালোধোয়া গাছ গাছালি নষ্ট হবে এবং আমাদের অসুখ বিসুখ হবে। লালুয়া বাগালী হাইস্কুল ও প্রাইমারি সহ এলাকার কতিপয় বৃদ্ধের সাথে আলাপ করলে তারা সকলেই নাম প্রকাশ শর্তে বলেন, এখানে ইট ভাটা স্থাপন হলে, স্কুলে আসা কোমলমতি শিশুরা ক্ষতিগ্রস্থসহ এলাকার পরিবেশ নষ্ট হবে।এ বিষয় ইট ভাটার সাথে জড়িত আসলাম সানার সাথে কথা বললে তিনি বলেন, গ্রামের অধিকাংশ মানুষ তাদের পক্ষে এবং সরকারি জমির চেয়ে রেকর্ডিও জমির মালিকদের কাছ থেকে ডিট নিয়েছেন তারা। তিনি বলেন, সরকারের অনুমোদন পেলে যে কোন সময় ভাটা চালু করবেন।

ফুলতলা স্বাস্থ্য কমেপ্লক্সে আহত ডাক্তার দেওয়ানকে

ঢাকায় ও হামলাকারী মহাসিনকে জেল হাজতে প্রেরণ

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ডাক্তার উত্তম কুমার দেওয়ান এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে ছুরিকাঘাতকারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজী (৩৫) কে আসামী করে মামলা হলে মঙ্গলবার তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহম্মাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ডাক্তার, নার্স ও স্টাফদের পৃথক পৃথক বক্তব্য গ্রহণ করেন।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে কমপ্লেক্সের নিজ কক্ষে বসে জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ উত্তম কুমার দেওয়ান রোগী দেখাকালে সদ্য বদলীকৃত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজী তাকে ছুরিকাঘাত করেন। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ কামাল হোসেন বাদি হয়ে মহাসিন গাজীকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-০২, তারিখ-০৩/০২/২০২০) করেন। তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত বলেন, ঘটনার স্বীকার ও আলামত জব্দ করায় মহাসিন গাজীকে রিমান্ডাবেদন ছাড়াই জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহম্মাদ গতকাল দুপুর পৌনে ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ কামাল হোসেনসহ ৪ ডাক্তার, ২ নার্স ও ২ জন কর্মচারীর সাথে কথা বলেন এবং তাদের লিখিত বক্তব্য গ্রহণ করেন। পরে তিনি ডাক্তারদের সাথে মতবিনিময় কালে এলাকাবাসীর স্বাস্থ্য সেবায় সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

ফুলতলায় পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

পুকুরের পানিতে ডুবে মোঃ মাহীম পাড় (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার বেলা সোয়া ১টায় খুলনার ফুলতলার গাড়াখোলা পাড়পাড়া এলাকায়। সে ঐ এলাকার মোঃ জসিম পাড়ের একমাত্র পুত্র। পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় মাহীম পরিবারের সবার অলক্ষ্যে পুকুরের ঘাটে নেমে পানিতে ডুবে যায়। পরে অচেতনাবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফুলতলায় কীটনাশক পানে কৃষকের আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি

মায়ের উপর অভিমান করে অনুপম মন্ডল (৩১) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে ফুলতলার অদুরে দত্তগাতী গ্রামে। তিনি ঐ গ্রামের হরিতোষ মন্ডলের পুত্র। পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে অভিমানে তিনি ধান ক্ষেতে দেয়া কীটনাশক পানে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে বেলা আড়াইটায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছু সময় পরেই তার মৃত্যু ঘটে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে।

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলা আহত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মহিলা গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বেতবুনিয়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের আব্দুল খালের সাথে একই এলাকার মন্টু সরদারদের সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ ঘটনার জেরে গত শনিবার সকাল ১১টায় প্রতিপক্ষ মন্টু সরদার, আজিজুল সরদার, জামাল সরদার, ইসমাইল সরদার, ইলিয়াস সরদার দলবদ্ধ হয়ে খালেকের বাড়ীতে হামলা করে। এ সময় আব্দুল খালেকের স্ত্রী সখিনা বেগম বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে সখিনা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মন্টু সহ ৫জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। যার নং- ০৯। ওসি এমদাদুল হক শেখ জানান, থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

কুয়েটের লালন শাহ হলে ‘মুজিব শতবর্ষের’ ক্ষণ গণনা কার্যক্রমের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ পালনের অংশ হিসেবে মুজিব শতবর্ষের ক্ষণ গণনা কার্যক্রম শুরু হয়েছে।

০৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল প্রাঙ্গণে স্থাপিত ডিজিটাল পদ্ধতিতে ক্ষণ গণনা কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল এবং হলের শিক্ষার্থী অঙ্কন বড়াল। অনুষ্ঠানে লালন শাহ হলসহ অন্যান্য হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে আইকিউএসির উদ্যোগে সাইটেশন

এন্ড রেফারেন্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের স্মার্ট কাস রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সাইটেশন এন্ড রেফারেন্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক যারা গবেষণা করেননি তাদের জন্য এই কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন এক এক স্কুলের গবেষণা কার্যক্রম এক এক রকম হওয়ায় একটি সমন্বিত মাল্টিডিসিপ্লিনারী এপ্রোচ থাকা দরকার। এই ধরণের প্রশিক্ষণ কর্মশালায় অপেক্ষাকৃত নবীন শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করলে তারা বেশি উপকৃত হবেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষক কর্মশালায় অংশ গ্রহণ করেন।

বাগেরহাটে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুকি

হ্রাস বিষয়ক পর্যালোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি :

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, ঝড়, জলোচ্ছাসসহ বিভিন্ন দূর্যোগে উপক’লীয় জেলাগুলো সব থেকে বেশি আক্রান্ত হয় তাই শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান এমনভাবে তৈরি করতে হবে যাতে দূর্যোগের সময়ও তারা নিরাপদে থাকতে পারে। দূর্যোগের ফলে শিশুদের শিক্ষা গ্রহন যেন বন্ধ না থাকে সেই ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিনের সভাপতিত্বে পর্যালোচনা সভায়

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার সুফিয়া আক্তার, এলজিসি‘র জেলা সমন্বয়কারী মো. তাজুল ইসলামসহ ৯টি উপুজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তারা।

জেলার মোরেলগঞ্জ ও মোংলা উপজেলায় দূর্যোগের সময় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে জরুরী অবস্থায় শিক্ষা কর্মসূচির আওতায় ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ৃবাইপাস সড়কে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন  এফআর জুট মিলের শ্রমিক ও আটরা ইউনিয়নের নিউ মাওমডাঙ্গা এলাকার খলিলুর রহমানের পুত্র ইসমাইল ( ২০) ও নাইম নামে অপর এক শ্রমিক নাইট শিফটে কাজ শেষে বাড়ি ফেরার পথে ১ টি  ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারিরা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত ৮ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ সম্পাদক আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর  রহমান, আইন বিষয়ক এ্যাড কামাল, শিক্ষা ও সংস্কৃতি ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সমাজ কল্যাণ আলহাজ্ব আব্দুস সালাম, সংখ্যা লঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মুফতী মাহবুবুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ঢাকায় ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইব্রাহীম খলিলের উপর হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

বিএসটিআই-এর অভিযানে ২০টি মামলা ও ৭৯ হাজার ৩শ টাকা জরিমানা

তথ্য বিবরণী

মানসম্মত পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে খুলনাস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) গত জানুয়ারি মাসে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা,সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘনের দায়ে তিনটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে তিনটি, একটি জুয়েলারী, একটি মুদি, চারটি রড-সিমেন্ট ও ছয়টি মিষ্টির দোকানের বিরুদ্ধে মোট ১৭টি মামলা দায়ের করে ৭৯ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জানুয়ারি মাসে ১০টি বিশেষ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট আদালতে তিনটি মামলা দায়ের করে। বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।

কুয়েটে নতুন দুইটি মিনিবাস ও দুইটি মাইক্রোবাস উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জন্য দুইটি নতুন এসি মিনিবাস ও দুইটি মাইক্রোবাস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের যানবাহন শাখার সম্মুখে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এ সময় তিঁনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে দুইটি মিনিবাস ও দুইটি মাইক্রোবাস যোগ হওয়ায় পরিবহন সংকট অনেকাংশে লাঘব হবে”। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ, রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, যানবাহন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রুহুল আমিন এবং সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার। উদ্বোধন শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাও. মুফতি জুবায়ের হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাইপ লাইনে গ্যাস, বিমান বন্দরসহ খুলনার দাবীগুলো দ্রুত বাস্তবায়নে উন্নয়ন কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র এক সভা গতকাল সন্ধ্যা ৬টায় নিজস্ব কার্যালয়ে সংগঠনের আলহাজ্ব শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব শেখ আশরাফ-উজ-জামাননের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, খুলনার দীর্ঘদিনের দাবী খুলনায় পাইপ লাইনে গ্যাস, বিমান বন্দর, রূপসা থেকে ব্রিজ পর্যন্ত  ৪ লেনে উন্নীতকরণসহ যে সমস্ত প্রকল্পগুলো পাস হয়েছে, আজও পর্যন্ত এ কাজগুলো বাস্তবায়ন হয়নি। বক্তারা আরও বলেন, খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস খুলনাবাসীর ন্যায্য প্রাণের দাবী, এ দাবীটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। খুলনার মানুষের এ দাবীগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসহ-সভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, শেখ আবুল কাশেম, মিনা আজিজুর রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, মোঃ মিজানুর রহমান জিয়া, কোষাধ্যক্ষ মোঃ বদিয়ার রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শেখ মোশাররফ হোসেন, আলহাজ্ব মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, মিজানুর রহমান টিংকু, এস এম আখতার উদ্দিন পান্নু, মোঃ ইদ্রিস আলী খান, মোঃ আরজুল ইসলাম আরজু, রকিব উদ্দিন ফারাজী, এস এম ইকবাল হোসেন বিপ্লব, সরদার রবিউল ইসলাম, নূরুজ্জামান খান বাচ্চু, রসু আক্তার, বিশ্বাস জাফর আহমেদ, মোঃ খলিলুর রহমান, জয়নাল আবেদীন বাবলু, অধ্যাপক আজম খান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।

যশোর বোর্ডে বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ৫৭৫জন

যশোর অফিস

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার কোড নং ১০২ বাংলা (আবিশ্যক) -২য় পত্র অনুষ্ঠিত হয়েছে।। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে বাংলা ২য় পত্রে ১লাখ ৪৮ হাজার ৫শ’ ৪২জন পরীক্ষার্থীর মধ্যে ২শ’ ৮৬টি কেন্দ্রে ১লাখ ৪৭ হাজার ৯শ’ ৬৭জন অংশ গ্রহন করেন। পরীক্ষায় ৫শ’ ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের ডায়েরী

দুপুর ১২.৩০ মিনিটে খুলনা প্রেসকাবে ‘মহেশ্বরপাশা ১নং ওয়ার্ডের ল্যাবরেটরী স্কুল এর উত্তর বনিক পাড়াস্থ জমিতে ভূমি দস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে’ মোঃ মনিরুল ইসলাম ফকির-এর পক্ষ থেকে শাহাবুদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন।

চিত্রনায়িকা শাবানার স্বামী যশোর-৬ আসনের উপনির্বাচন করতে চান

আলমগীর হোসেন, কেশবপুর

যশোর-৬ কেশবপুর আসন থেকে উপনির্বাচন করতে চান চিত্র নায়িকা শাবানার স্বামী চলচিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। মঙ্গলবার দুপুরে তিনি কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করা আশাবাদ ব্যক্ত করেন।

চলচিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক সাংদিকদের জানান, গত নির্বাচনে পারিবারিক অনুরোধে আমার দূরসম্পর্কের আত্মীয় ইসমাত আরা সাদেকের কারনে আমি নির্বাচন করিনি। কিন্তু তিনি এলাকার কোনই উন্নয়ন করেননি। গত ৪/৫ দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নির্বাচন করার অনুমতি নিয়ে আজ থেকে এলাকায় নির্বাচনী কাজ শুরু করছি। দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত । আমি নির্বাচিত হয়ে কেশবপুরের উন্নয়নমূলক কাজ করব। এলাকায় সন্ত্রাস ও দূর্নীতি বন্ধ করব। নির্বাচনের জন্য আমি আমেরিকা থেকে চলে আসব। আমি গুলশান এলাকার ভোটার তবে দলীয় কোন পদে নেই। আমেরিকার পাসপোর্ট সারেন্ডার করব। এখন আমি এলাকার উন্নয়ন করতে চাই। আশা করি উন্নয়নের জন্য কেশবপুরের আওয়ামী লীগ আমার সাথে থাকবে এসময় ওয়াহিদ সাদিকের সাথে চিত্র নায়িকা শাবানা উপস্থিত ছিলেন।

পরে চলচিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক বড়েঙ্গা গ্রামে একটি মাদ্রাসার কার্যক্রম উদ্বোধন করেন। সাবেক এমপি আব্দুল হালিমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সাদিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠিানে বক্তব্য রাখেন চিত্র নায়িকা শাবানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস শহিদ, শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ। পরে তিনি পারিবারিক কবরস্থান ও বড়েঙ্গায় পীরসাহেবের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

উল্লেখ্য যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ইসমত আরা সাদেক ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। জাতীয় সংসদে ২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়।

খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ৪র্থ দিন

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ৪র্থ দিন। ধীরে ধীরে জমে উঠছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণা ক্রমশ বাড়ছে। বিকাল ৫ টায় বইমেলার মঞ্চে উপস্থিত কবি ও বাচিক শিল্পীদের পরিবেশনায় স্বরচিত কবিতাপাঠ এবং আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ম্যানগ্রোভ সাংস্কৃতিক সংঘ ও দ্রোহী (লোকজ সঙ্গীত) সংগঠনের শিল্পীবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী গোলাম সারোয়ার, রবিউল ইসলাম, শাহারুজ্জামান এবং হিমাংশু বিশ্বাস।

খুলনা মহানগর যুবলীগের জরুরী বিজ্ঞপ্তি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান সরকার পরিবেশ দূষন রোধে কাজ করে যাচ্ছে। আর বর্তমানে খুলনা নগরীতে শব্দ দুষন এক ভয়াবহ রূপ ধারন করেছে। এর মূল কারন বর্ধিত যানবাহন ও মটরযানের আধিক্য। এই ভয়াবহ দূষণ রোধে খুলনা মহানগর যুবলীগে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উদ্ধেশ্য করে বলা হয়, আগামীতে খুলনা মহানগর যুবলীগের কোন নেতা বা কর্মী যেন মটর সাইকেল বহর নিয়ে চলাচল না করে এবং আগামীতে খুলনা মহানগর যুবলীগের কোন প্রোগ্রামে মটর র‌্যালি বা বহর ব্যবহার করা যাবে না। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, যুবলীগের নেতৃবৃন্দকে দেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দেশের আইন শৃংক্ষলা ও সড়ক আইন নিজে মেনে চলতে হবে ও অপরকে মেনে চলার জন্য অনুরোধ করতে হবে এবং সেই সাথে আইন শৃংক্ষলা বাহিনীকে সহযোগীতা করতে হবে।

পাইকগাছায় যাতায়াতের রাস্তায় বেড়া দেয়ায় ২৫টি পরিবার অবরুদ্ধ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় যাতায়াতের সরকারি পাকা রাস্তায় ঘেরা বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় স্কুলগামী ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লীসহ ২৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। লস্কর ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি। অবরুদ্ধ পরিবারগুলোর যাতায়াতের রাস্তা উন্মুক্ত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

লিখিত অভিযোগে প্রকাশ, উপজেলার আলমতলা গ্রামের সরদার ও জমাদ্দার পাড়ায় যাতায়াতের একমাত্র পাকা পথটি জমাদ্দাররা বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। ফলে জমাদ্দার পাড়ার ২৫টি পরিবারে প্রায় ১ মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিকার চেয়ে মাজেদ সরদার স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান বরাবর হাবিব জমাদ্দার ও মান্নান জমাদ্দারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বিষয়টি শান্তিপূর্ণভাবে নিস্পত্তির জন্য ইউপি সদস্য হারুন জমাদ্দারের নিকট দায়িত্ব দেন। তিনি বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হওয়ায় তদন্ত রিপোর্ট চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। এ বিষয় চেয়ারম্যান বেড়া সরানোর কোন ব্যবস্থা না নেওয়ায় ভূক্তভোগী মাজেদ সরদাররা চরম ভোগান্তিতে রয়েছে। স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা বিদ্যালয় ও স্থানীয় মুসল্লীরা মসজিদে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে মাজেদ সরদার বলেন, রাস্তার পাশে গাছের চারা রোপন করতে নিষেধ করায় তারা পাকা রাস্তায় বেড়া দিয়ে আমাদের যাতায়াত পথ বন্ধ করে দিয়েছে। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন বলেন, পাকা রাস্তা সরকারের। এটি বন্ধ করার অধিকার কারোর নেই। দ্রুত রাস্তা থেকে বেড়া অপসারণ করা হবে।

মণিরামপুরে দুই কৃষককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ইউপি সদস্যসহ আটক ছয়: তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে দুই কৃষককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে এক ইউপি সদস্যসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এরআগে গুলিবিদ্ধ দুই কৃষকের পরিবারের পক্ষ থেকে ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে মণিরামপুর থানায় মামলা হয়েছে।

আটককৃতদের মধ্যে দেবু বিশ^াস নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার হরিদাসকাটি ইউপির ৫নম্বর ওয়ার্ডের বহিস্কৃত ইউপি সদস্য। আগেও মাদকসহ বিভিন্ন ঘটনায় একাধিকবার আটক হয়েছিলেন এই মেম্বর। অভিযানে পুলিশ দেবুর হেফাজতে থাকা তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে।

হরিদাসকাঠি ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে দেবু মেম্বর আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত দুইটার দিকে পাঁচবাড়িয়া গ্রামের বাড়ি থেকে পুলিশ দেবুকে আটক করে। এরপর সকালে পুলিশ দেবুকে নিয়ে আবার গ্রামে আসে। তখন দেবুর বাড়ির পাশের একটি বিচালিগাদার নিচ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জেনেছি। তবে, তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত ছয় জনের নাম জানাতে চাননি থানা পুলিশ।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, দুই কৃষক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলার সূত্র ধরে, সোমবার রাতে এক ইউপি সদস্যসহ ছয় জনকে আটক করা হয়েছে। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম জানানো যাচ্ছে না। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে হরিদাসকাঠি ইউনিয়নের সম্বলডাঙ্গা বিলে বোরো চাষের উদ্দেশ্যে জলাবদ্ধ ক্ষেতের পানি সেচে পাশের খালে দিচ্ছিলেন শ্রীপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম মনির ও জাহিদুল ইসলাম। ওই সময় দুর্বৃত্তরা সেখানে হানা দিয়ে গুলি চালায়। এতে মনির ও জাহিদুল আহত হন।