- স্টাফ রিপোর্টার
খুলনায় শুরু হয়েছে মাসব্যাপী মুজিবর্ষ একুশে বইমেলা ২০২০। শনিবার(১ ফেব্রুয়ারি) মেলা শুরু হলেও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ রবিবার(২ফেব্রুয়ারি)।এ মেলা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার দর্শক দৃষ্টি কেঁড়ে নিতে নতুন সাজে সাজানো হয়েছে একুশে বইমেলা প্রাঙ্গণকে।
রবিবার বিকাল ০৪টায় নগরীর বয়রাস্থ বিভাগীয় গণ গ্রন্থাগার প্রাঙ্গণে বই মেলার উদ্বোধন করবেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।
প্রধান অতিথি হিসেবে থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপি পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা জেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ জাফর ইমাম। সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন।
খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারী গণ গ্রন্থাগার, খুলনার আয়োজিত বইমেলায় সরেজমিন ঘুরে দেখা গেছে, অল্প কিছু স্টলের অবশিষ্ট কাজ চলছে জোরেশোরে। বেশিরভাগ স্টলেই চলছে সাজসজ্জার কাজ। কেউ কেউ ব্যস্ত বই গোছানোয়। স্টলগুলো নানা রংয়ের অঙ্গসজ্জায় রঙ তুলি দিয়ে দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করতে ব্যস্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ছাত্র সাকিব মাহমুদ সহ আরো অনেকে।
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো. আহসান উল্যাহ জানান, বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাহিত্য সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরিসহ ৯৫টি স্টল রয়েছে। বইমেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। তবে ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।
মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকাল ৬.৩০ থেকে রাত ০৯.৩০ পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বইমেলা প্রাঙ্গণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে এবং নিরাপত্তা রক্ষার্থে মেলার সর্বত্র সিসি ক্যামেরার আওতাধীন করা হয়েছে। প্রতিদিন শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, নতুন লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন, চিত্রাঙ্কন, সংগীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। শিক্ষার্থীদের জন্য বই পাঠের ব্যবস্থাও থাকবে।
মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ২০০৩ ও ২০০৪ সালে সাহিত্য সংসদ চত্বরে মেলার আয়োজন করা হয়। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত স্থানীয় সাহিত্য সংসদ বয়রা’র উদ্যোগে বিভাগীয় সরকারি গণগ্রন্থগার প্রাঙ্গণে একুশে বইমেলা উদযাপন করা হয়। এর মধ্যে ২০০৯ সালে সাহিত্য সংসদ ও বিভাগীয় গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে খুলনা জেলা প্রশাসন এ মেলা আয়োজন করে আসছে। এ বছর ঢাকাসহ বিভাগের অন্যান্য জেলা থেকে পুস্তক ব্যবসায়ীরা এ বই মেলায় স্টল বরাদ্দ নিয়েছে।