সারা খুলনা অঞ্চলের খবর

30
Spread the love

কেশবপুরে জলাবদ্ধতা দূরিকরণে স্কেভেটর মেশিন দ্বারা পলি অপসারন কার্যক্রম শুরু

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ার ¯ুুইসগেটের সামনে শ্রীহরি নদীতে ১ কিলোমিটার পলি পড়ায় সুফলাকাটি, কালিচরণপুর, মনোহরনগর, বাগডাঙ্গা, পাঁজিয়া, হদ-সহ কেশবপুর ও মনিরামপুর উপজেলার ২৭টি বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে ইরি-বোরো চাষাবাদ নিশ্চিত হয়ে পড়েছে। পানি নিষ্কাশন করে ইরি-বোরো চাষাবাদ করার লক্ষে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ এর আহবানে উপজেলার কাটাখালি বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ-কে আহ্বায়ক, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মনিরামপুর উপজেলার ১৭নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান, ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার ও ১৩ নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীকে যুগ্ম-আহ্বায়ক নির্বাচন করে ১০১ সদস্য পানি নিষ্কাশন কমিটি গঠন করা হয়। কমিটি তাৎক্ষণিক খুকশিয়ার স্লুইসগেট নিয়ন্ত্রন করা, পলি অপসারণের লক্ষে একটি স্কেভেটর মেশিন আনা, খাল সমূহে পাটা ও নেট মুক্ত রাখা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। 

পানি নিষ্কাশন কমিটি সিদ্ধান্ত মোতাবেক স্কেভেটর মেশিন দ্বারা পলি অপসারন কার্যক্রম গতকাল সকালে শুরু হয়েছে। পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে স্কেভেটর মেশিন দ্বারা পলি অপসারন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিল খুকশিয়ার স্লুইজগেটের সামনে শ্রীহরি নদীতে ১ কিলোমিটার পলি করা হলে উক্ত ২৭ বিলের পানি নিষ্কাশিত হবে এবং ইরি-বোরো চাষাবাদ করা সম্ভব হবে।

খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্দোগে আশু সুস্থতা কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায়, তার আশু-সুস্থতা কামনা করে আজ সন্ধ্যা ৬.০০ টায় সংগঠনের কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যগে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মীর মোঃ আবু হানিফ, মোঃ আব্দুর রশিদ শিকদার, কিংকর সাহা, ইলিয়াস হোসেন সোহেল, মোঃ আজিম উদ্দিন, প্রশান্ত কুমার ঘোষ, কাজী রফিকুল বারী, মোঃ ইউসুফ শেখ, জাহিদ হাসান রাজ, আব্দুস সাত্তার গাজী, অরুন কুমার সাহা, গনেশ শীল, গোপাল শীল প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ সকলের কাছে তার দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম খান।

যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

কেশবপুরে মল্লিক-সালেক-কবির পরিষদের মতবিনিময়

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মল্লিক-সালেক-কবির পরিষদের মতবিনিময় সভা রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  মল্লিক-সালেক-কবির পরিষদের সহ-সভাপতি প্রার্থী অ্যাড. সফিউর রহমান মল্লিক, এজেডএম সালেক, আখিরুজ্জামান সান্টু, আনিসুজ্জামান পিন্টু, সাধারণ সম্পাদক প্রার্থী ইয়াকুব কবীর, অতিরিক্ত সাধারণ সম্পাদক প্রার্থী এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম-সম্পাদক প্রার্থী এবিএম আখতারুজ্জামান ও শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ প্রার্থী সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোস্তাক, এহসানুল হক সুমন, অ্যাড. নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, হিমাদ্রি সাহা মনি, শেখ শামস্ বারী শিমুল, ইউসুফ হাসান, আজগার আলী খান টিটো, খায়রুজ্জামান বাবু, মাহমুদ রিবন, রায়হান সিদ্দিকী প্রবাল, এনাম মাহমুদ খান, সোহেল আল মামুন নিশাদ, শিমুল বিশ্বাস শিমু, উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত পদে এসএম মাহমুদ হাসান বিপু, জুলহাস উদ্দিন এবং সংরক্ষিত মহিলা সদস্য মিনারা খন্দকার ও সায়েদা বানু শিল্পী। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা শ্রমিক লীগ, পৌর স্বেচ্চাসেবকলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

অভয়নগরে সড়ক দূর্ঘটনায় এক মহিলা শ্রমিকের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরের পাঁচ কবর নামক স্থানে ডিজিটাল ওয়েব্রীজের সামনে ইজিভ্যানের চাকার সাথে জড়িয়ে তাসলিমা আক্তার(৫০) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সিডল টেক্সটাইল মিলের শ্রমিক ছিল। তার স্বামীর নাম মোঃ আবুল হোসেন। তারা কাপাশহাটি গ্রামে মশিয়ারের বাড়ি ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি যশোর রুপদিয়ার জিরেট নামক গ্রামে।

জানা গেছে, গতকাল রাত ৯.৩০ টায় তাসলিমা আক্তার কাপাশহাটি গ্রাম থেকে নওয়াপাড়া আসার উদ্দেশ্যে একটি ইজিভ্যানে ওঠে। ইজিভ্যানটি পাঁচ কবর নামক স্থানে পৌছালে ডিজিটাল ওয়েব্রীজের নিকট জ্যামে আটকা পড়ে। ডিজিটাল ওয়েব্রীজে কয়েকটি ট্রাক ঢোকার জন্য প্রতিযোগিতা করছিল। এমতাবস্থায় ইজিভ্যানটি নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় তাসলিমার শাড়ির আচঁল ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে গেলে সে রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে অভয়নগর থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ও.সি ফারুক হোসেন সাংবাদিকদের জানান লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সড়কের পাশে ওয়েব্রীজ স্থাপনের কারনে নওয়াপাড়ায় প্রতিনিয়ত দূর্ঘটনা বেড়ে চলেছে।

চিত্রনায়িকা শাহনুর’র ফুলতলার লিটল এঞ্জেল স্কুলে পিঠা উৎসবের উদ্বোধন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জনপ্রিয় চিত্র নায়িকা শাহনুর (সৈয়দ কামরুন্নাহার) শুক্রবার বিকালে ফুলতলার লিটল এঞ্জেল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মতলেব হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক গৌতম কুমার কুন্ডু, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মোড়ল, লাভলী রহমান, এলিজাবেদ কেয়া, মুক্তা রহমান, পম্পা রানী কুন্ডু, শিক্ষক পরিমল কান্তি বিশ্বাস, রাশেদ মোল্যা, আঞ্জুমানারা আঙ্গুর, লাকি খাতুন, মোঃ কামরুজ্জামান প্রমুখ।

গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  উন্মুক্ত ওয়ার্ড সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাস্তা, ড্রেন, কালভার্ট সহ উন্নয়নমুলক কর্মকান্ড করা ও মাদক,বাল্যবিবাহ ,ইভটিজিং সহ অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধ করার লক্ষে  উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল রবিবার বিকাল ৪টায় দঃ গিলাতলা সাখাওয়াত মেমোরিয়াল সরঃ প্রাঃ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ৬নং ওয়াডের্র ইউপি সদস্য আলহাজ্ব খান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা ৪,৫,৬ ইউপি সদস্য আছিয়া আনসার, ইউপি সচিব তুলশি দাশ মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন মোঃ মোক্তার বিশ্বাস, শেখ আনোয়ার হোসেন, মোঃ শাহ আলী, মোঃ কালু মিয়া, কায়সেদ আলী, বাবু আশুতোষ, মোঃ হাবিবুর রহমান, গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস, শেখ তরিকুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, শেখ বাবুল হোসেন , জহিরুল ইসলাম, পরিনা বেগম প্রমুখ।

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি

‘সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মাছ, ফল ও শাক সবজি সবকিছুতেই ভেজাল। ভেজাল খাদ্যে মানুষের বিভিন্ন দূরাগ্য ব্যাধিসহ জীবনহানী ঘটায়। সকল খাদ্য নিরাপদ ও ভেজাল মুক্ত রাখতে বিক্রেতা ও ব্যবসায়ীদের সদিচ্ছাই যতেষ্ট। জননেত্রী শেখ হাসিনা সরকার জনস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যসহ কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রাপ্তির বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি জি এম নুর ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক অরবিন্দ বিশ^াস, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ মাসুদুর রেজা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ূন বাসিদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফি, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল্লাহ, এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা, কর্মচারী, ডিলার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন।

পাইকগাছায় অস্ত্র ও গুলি সহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অস্ত্র ও গুলি সহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ওবায়দুল্লাহ (৪৫) থানাপুলিশ আটক করেছে। সে উপজেলার বান্দিকাটি গ্রামের মৃত ওহাব জোয়াদ্দারের ছেলে। শনিবার রাত সাড়ে ১১টায় সরল বাজারের একটি চায়ের দোকানের পাশে বসে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) আশরাফুল আলম, এস,আই নিমাই চন্দ্র ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় সে পুলিশের চড়াও হলে ওসি (তদন্ত) তাকে ঝাপটে ধরে এবং তার প্যান্টের পকেট থেকে একটি বিদেশী রিভালবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। তার জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে পুলিশ সেটা গোপন রেখেছে। থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি এমদাদুল হক শেখ জানান, পাইকগাছা থানা সহ বিভিন্ন থানায় ৩টি অস্ত্র, ৪টি ডাকাতি সহ ১২টি মামলা রয়েছে।

পাইকগাছায় পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন মিথুন মাহফুজ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা সরকারি কলেজ মাঠে রোববার বেলা ১১টায় জানাযা নামাজ শেষে সরকারি কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন মিথুন মাহফুজ। তিনি দৈনিক আমাদের সময়’র সিনিয়র সাংবাদিক ও পাইকগাছা প্রেসকাবের সাবেক সভাপতি। তার পিতা প্রয়াত উপাধ্যক্ষ এস,এম, নুরআলী ও অধ্যাপিকা লতিফা খানম রানী। মিথুন মাহফুজ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যু হয়। জানাযায় অংশ গ্রহন করেন, মরহুমের ভগ্নিপতি একটি বাড়ী একটি খামার প্রকল্পের অতিরিক্ত সচিব আকবর হোসেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মামা খুলনা প্রেসকাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, সাংবাদিক এস,এম, মোস্তাফিজুর রহমান পারভেজ ও এইচ,এম, আলাউদ্দীন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, এ্যাড. জি,এ সবুর এ্যাড. আবু সাঈদ, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জানাযা পুর্বে পাইকগাছা প্রেসকাবে সাংবাদিক মিথুনের মরদেহ আনা হলে প্রেসকাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, সাহিত্য সম্পাদক প্রমথ সানা, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য এমআর মন্টু, রবিউল ইসলাম, সাবেক সভাপতি জি,এ, গফুর, সাবেক সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইমদাদুল হক, আবুল হাশেম ও পূর্ণ চন্দ্র মন্ডল। পরে পাইকগাছা সরকারি কলেজ মাঠে সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু’র পক্ষে উপজেলা আ’লীগ-যুবলীগ সাংবাদিক মিথুনের কফিনে পুস্পমাল্য অর্পন করেন।

পাইকগাছায় মারপিটের ঘটনায় ইউপি সদস্য আহত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদে পারশে পোনার টাকা লেনদেনকে কেন্দ্র করে লিটন নামে এক ব্যক্তিকে লাঞ্চিত করার ঘটনায় ইউপি সদস্যকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে, লস্কর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। অভিযোগে জানা যায়, রোববার দুপুর ১২টায় আলমতলা গ্রামের বাচ্চু সানার ছেলে রিপন সানা, শরিফুল ইসলাম খোকন সানার ছেলে দিদারুল সানার সাথে স্থানীয় লিটনের পারশের পোনার টাকা লেনদেন নিয়ে পরিষদে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে দিনার ও রিপন শারীরিকভাবে লিটনকে লাঞ্চিত করে। এ সময় ইউপি সদস্য টিএম হাসানুজ্জামান পরিষদ থেকে তাদেরকে বাহিরে যেতে বললে দিনার ও রিপন হাসানুজ্জামানের উপর অতর্কিতভাবে বেধড়ক মারপিট করে আহত করে। অন্যান্য ইউপি সদস্যরা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্য হাসানুজ্জামান বাদী হয়ে পাইকগাছা থানায় রিপন ও দিনারের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় আওয়ামীলীগ নেতা বিজন বিহারীর মায়ের পরলোক গমন; এমপির শোক বিবৃতি

পাইকগাছা প্রতিনিধি

আওয়ামী লীগের পাইকগাছা উপজেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক বিজন বিহারী সরকারের মা সুভদ্রা রানী সরদার (৮৫) গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে পরলোক গমন করেছেন। রাতে ভাত খাওয়ার পর ঔষধ সেবন করার সময় আকস্মিকভাবে গলা ঔষধ আটকিয়ে গেলে নিজ বাসভবন লস্কর গ্রামেই মৃত্যু বরন করেন। তাঁর ৪ ছেলে ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী আত্মীয় স্বজন রয়েছে। গতকাল রবিবার দুপুরে স্থানীয় মহাস্মাশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে আওয়ামীলীগ নেতার মায়ের মৃত্যু খবর পেয়ে রবিবার সকালে আ’লীগ নেতার বাসভবনে উপস্থিত হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমিরণ কুমার সাধু, আ’লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা শেখ ইকবাল হোসেন খোকন, আ’লীগের পৌর কমিটির সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, মোঃ দাউদ শরীফ, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, জগদীশ চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, শেখ জামাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম মোড়ল, মোঃ কবির হোসেন সরদার, মোঃ তোবারক হোসেন ভুট্ট, মোঃ সালাউদ্দিন মোড়ল, মোঃ রমজান আলী সরদার, অনিমেষ চন্দ্র মন্ডল। অপরদিকে আওয়ামীলীগ নেতা বিজন বিহারীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। অনুরুপ বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পৌর কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু।

বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার ভট্র বালিয়াঘাটা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান  খুলনা র‌্যাব-৬ । আটককৃত দুই মাদক বিক্রেতা হলো সদর উপজেলার চুলকাঠি এলাকার জালাল শেখের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মুসা সেখের ছেলে জাবেদ হোসেন (২৬)। খুলনা র‌্যাব-৬ এর মেজর মো. আনিস-উজ জামান রবিবার (২ফেব্রুয়ারী) সকালে এ প্রতিনিধিকে জানান, গোপন খবরের ভিত্তিতে এএসপি মো. তোফজ্জেল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শনিবার রাতে উপজেলার ভট্র বালিয়াঘাটা গ্রামের ফরহাদ শেখের বাড়ীর পাশ থেকে এ দুজন কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১১৩ পিচ ইয়াবা উদ্ধার করে।  এ সময় আটককৃতদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৪ টি সিমকার্ড জব্দ করা হয়। এরা দীর্ঘদিন ধরে ভ্রাম্যমানভাবে ইয়াবাসহ মাদক বিকি-কিনি করে আসছিল। আটককৃতদের বাগেরহাট সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এস আই সুদেব কুমার পাল জানান. এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

শ্যামনগরে নবাগত ইউএনও সাথে সুধীসমাজের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলার নবাগত ইউএনও এর সাথে সুধীসমাজের মতবিনিময় সভা গতকাল সকাল ১১টায় উপজেলা হলরুমে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাগত শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস ৩৩ তম ( বিসিএস) ক্যাডার। শ্যামনগরে যোগদান করার পূর্বে রাজবাড়ী জেলার সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। মতবিনিময়ে তিনি বলেন, শ্যামনগরকে দূর্নীতিমুক্ত করতে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত শ্যামনগর গড়ার আপ্রাণ চেষ্টা করে যাব। আর এর জন্য আপনাদের সকালের সহযোগীতা করি। সভায় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, উপজেলা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সুমন, আনিসুজ্জামান সুমন, সাবেক উপদেষ্টা শেখ আফজালুল রহমান, রিপোর্টার্স কাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

শ্যামনগরে লিগ্যাল এইড এর আইনগত সহায়তা বিষয়ক কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইড এর আইনি সেবাদান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে- আইনগত সহায়তা ও কল্যাণকর রাষ্ট্র পরিনতি করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড অসহায় ও দরিদ্র  মানুষের আইনগত সহায়তা প্রদান করে আসছে। তারাই ধারাবাহিকতায় উপজেলা লিগ্যাল এইড এর সহযোগীতায় জেলা লিগ্যাল এইড এর আয়োজনে, উপজেলা চত্বরে শনিবার সকাল ১০ টায় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তারের সঞ্চালনায় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউর হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান ও জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ শাহা আলম, বিজ্ঞ জিপি এ্যাডঃ শম্ভুনাথ সিংহ, জেলা দেওয়ানী কোর্টের পিপি এ্যাডঃ আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি এ্যাডঃ তপন কুমার দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, সাবেক পিপি এ্যাডঃ আবুবক্কর সিদ্দিক। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ হাইকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হারুনার রশিদ, নজরুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম, নুরনগর ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের, বাল্য বিবাহ রোধে বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস এম জাকির হোসেন, সদর ইউপি সদস্যা দেলোয়ারা বেগম, বেবি নাজনীন, যাদবপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক, পুরোহিত দেবব্রত ব্যর্নাজী । উমুক্ত আলোচলা প্রধান অতিথি ধর্য্য সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের ব্যাপারে লিগ্যাল এইড কমিটির সহযোগীতা নেওয়ার পরামর্শ দেন। সামনে উপবিষ্ট ছিল, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড এর সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অভয়নগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে জাতীয় খাদ্য দিবস ২০২০ উদযাপন উপলেক্ষে র‌্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে এক বর্ণ্যাঢ র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হসোইন খাঁন এর সভাপতিত্বে উপজেলার সভা কক্ষে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মিনা খানম ,নওয়াপাড়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম  মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, পৌকশলী কামরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

অভয়নগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া মহিলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার সকালে কলেজ মাঠে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল গণি সরদার ও পরিচালনা পর্ষদের সদস্য মো. সাইদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সম মোশাররফ হোসেন, আওয়ামী লীগনেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, অধ্যক্ষ রবিউল হাসান, অধ্যক্ষ বিশ্বজিৎ পাল প্রমুখ। সংবর্ধণা অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজের অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিপণ্য বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় রবিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা চত্বরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভূট্টা বীজ, মুগ বীজ এবং পরিচর্যা বাবদ নগদ সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন প্রমুখ।

সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১’শ৫০ জন কৃষকের এর মধ্যে ৫০০ জন ভূট্টা চাষীকে জনপ্রতি ০২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং পরিচর্যা বাবদ ৫০০ টাকা, ২০০ জন শীতকালীন/গ্রীষ্মকালীন মুগ চাষীদের মধ্যে জনপ্রতি ০৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার, পরিচর্যা বাবদ ৫০০ টাকা এবং ৪৫০ জন বসতবাড়িতে শাক সবজি চাষীদের মধ্যে জনপ্রতি ০.০২ কেজি শাক বীজ, ০.০২ কেজি করলা বীজ, ০.০৩ কেজি ঝিঙ্গা বীজ, ০.০১ কেজি বেগুন বীজ ও ০.০৩ কেজি মিষ্টি কুমড়া বীজ এবং ১ কেজি ডিএপি সার, ও ১০ কেজি এমওপি সার ও পরিচর্যা বাবদ ৫০০ টাকা বিতরণ করা হয়।

মণিরামপুরে ফের এক হাজার কৃষকের তালিকা বাছাই

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে আমন সংগ্রহের লক্ষমাত্রা অর্জনের লক্ষে নতুন এক হাজার কৃষকের তালিকা বাছাই করেছে কৃষি ও খাদ্য অফিস। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত লটারির মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও আহসান উল্লাহ শরিফী, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, এসিল্যান্ড সাইয়েমা হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, মণিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না জানান, এবছর আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে দুই হাজার ৫৩১ মেট্রিকটন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়। সেই লক্ষে প্রথম ধাপে লটারির মাধ্যমে বাছাইকৃত দুই হাজার ১৫০ জন কৃষকের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা ধরে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯৫০ জন কৃষকের কাছ থেকে এক হাজার ১৪৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে। এরপর মন্ত্রনালয়ের নির্দেশে নতুন করে লটারির মাধ্যমে আরও এক হাজার কৃষক বাছাই করা হয়েছে। পুরনো ও নতুনভাবে তৈরিকৃত তালিকা ধরে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত বাকি ধান সংগ্রহ করা হবে।

মহেশপুর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল শনিবার বিকালে উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক এম,এ আসাদ, সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সহ সভাপতি আনোয়ার জাহিদ শান্তি, বিপাশ আহম্মেদ, রুবেল খান, সাংগঠনিক সম্পাদক বাবু প্রমুখ।

বর্ধিত সভায় বক্তারা বলেন আর নয় পকেট কমিটি ফেব্রুয়ারী মাসের মধ্যে বাকী ইউনিয়নগুলো ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

মহেশপুরের দুঃখী মানুষের মাঝে শীত বস্ত্রবিতরণ করলেন আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জিন্টু

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের কৈখালী, ডুমুরতলা, সাখোরখাল ও বাগানমাঠ গ্রামে এলাকার অসহায় গরীব দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্রবিতরণ করেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান জিন্টু। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান জিন্টু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগ ও শীতার্তদের মাঝে কম্বল, চাদর বিতরণ করে আসছেন।

ফকিরহাটে এসডিজি বাস্তবায়নে র্দুনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ দৃশ্যমান

পি কে অলোক, ফকিরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন র্দুনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করায় এসডিজি বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে চলেছে মডেল এ উপজেলার কার্যক্রম। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন কাজ কর্মপরিকল্পনা মোতাবেক তা বাস্তবায়ন কারায় এটি সম্ভাব হয়েছে। এধারা অব্যাহত রাখলে আগামী ২১সালে সরকারের যে ভিশন তা বাস্তবে রুপ নিবে বলে ধারনা করছেন সচেতন মহল। সুত্রে জানা গেছে, সাম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে অতিদরিদ্রদের জন্য ৪০দিনের কর্মসৃজন কর্মসৃচির প্রথম ধাপ সমাপ্ত হয়েছে। এই কাজে একদিকে যেমন দরিদ্র জনগোষ্টির ভাগ্যের উন্নয়নে কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি হচ্ছে, তেমনী চলাচলের অনেক অযোগ্য কাচা পাকা রাস্তা সহ বিভিন্ন কাজে স্বঃ স্বঃ এলকার ব্যাপক উন্নতি সাধিত হয়ে থাকে। সেই বিষয়টি মাথায় নিয়ে গত ২০১৮-১৯ অর্থ বছর থেকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেন। কর্মপরিকল্পনা মোতাবেক কাজের শুরুতে প্রথম প্রথম কিছু কিছু ওয়ার্ডে কাজের তেমন একটা অগ্রগতি হচ্ছিল না। কিন্তু ২০১৯-২০২০অর্থ বছরে সমগ্র উপজেলার চিত্র আমুল পরির্বতন ঘটাতে সক্ষম হয়েছে। প্রতিটি প্রকল্পে সামান্য মজুরীতে এত পরিমান কাজ হয়েছে যা নিজে চোখে না দেখলে বুঝা যাবে না। সত্যিই অবাক করা কান্ড। কিছু কিছু ওয়ার্ডে প্রকল্পের সভাপতি ও ওর্য়াড মেম্বররা সামান্য জনপ্রতি ২শত টাকার মুজুরীতে এত পরিমান কাজ করেছে যা টেন্ডারের মাধ্যমে বড় বরাদ্ধ দিয়েও করা সম্ভাব হয় না। কোন কোন স্থানে ৪০দিনের কর্মসৃজন কর্মসৃচির শ্রমিকরা কয়েকটি কাচা রাস্তার কাজ করেছেন যা দেখলে মনে হবে পানি উন্নয়ন বোর্ড অথবা উপজেলা প্রকৌশলী অধিদপ্তর টেন্ডারের মাধ্যমে কাচা রাস্তা ভেড়ীবাধ ও পিচের রাস্তার সাইড সোল্ডার নিমার্ণ বা মেরামত করেছেন। আর এটি সম্ভাব হয়েছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের র্দুনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করার কারণে।

সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, ১নং বেতাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ওয়ার্ড সদস্য ও প্রকল্প সভাপতি আব্দুর রাজ্জাক তিনি ষাটতলা শ্নশানঘাট হতে বড় গাছতলা পিচ ঢালা প্রায় পোনে ১কিলোমিটার রাস্তার দুইপাশের্^ ২/৩ফুট চওড়া ও ৩/৪ফুট উচু করে মাঠি দিয়ে রাস্তার সাইড সোল্ডার নির্মাণ করেছেন। এছাড়াও তিনি ষাটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি দিয়ে ভরাটের উন্নয়ন কাজ করেন। এই ইউনিয়নের মাসকাটা ধনপোতা চাকুলী জয়পুর চাঁদেরঢোন ও কুমারখালী সহ ৮টি ওয়ার্ডে ব্যাপক কাজ করা হয়েছে, যা চোখে পড়ারমত ও দৃশ্যমান।

মুলঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রকল্প সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যা আল্লাদী বিশ^াস, গুড়গুড়িয়া গ্রামের নারায়ন গোলদার এর বাড়ী হইতে গোয়ালবাড়ী কিনিক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গ্রাম রক্ষা বাঁধ পূনঃ নির্মাণ ও পুটিয়া গ্রামের সচিন বসুর বাড়ী হইতে ফুলমোহন বিশ^াসের বাড়ী অভিমুখে গ্রাম রক্ষা বাঁধ পুনঃ নির্মাণ করেছেন। চিত্রা নদীর উপরে গ্রামরক্ষা বাঁধটি ৪/৫ফুট চওড়া ও ৫/৬ফুট উচ্চতায় করা হয়েছে। ৪০দিনের কার্মসূচির শ্রমিকরা যে এতবড় একটি বেড়ীবাধ এত কম পারিশ্রমিকে করতে পারবেন তা কেউ কল্পনাও করতে পারেন নী। এলাকার বিশিষ্ট সমাজসেবক ডাঃ নারায়ন চন্দ্র গোলদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার বলেন, এই বাঁধটি নির্মাণ করায় শতাধিক পরিবার দীর্ঘদিনের সিমাহীন দুঃখ র্দুদশা থেকে মুক্তি পেল।

২নং লখপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রকল্প সভাপতি ও ওয়ার্ড মেম্বর মোতালেব মোড়ল, ঝড়নার বাড়ি হতে দাম বাড়ী অভিমুখী রাস্তায় মাটি দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণ করেছেন। যেটি অবদা রাস্তার মত তৈরী করা হয়েছে,এটি ৭/৮ফুট চওড়া ও ৪/৫ফুট উচচ্চতা করে নির্মাণ করা হয়েছে। পিলজংগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রকল্প সভাপতি ও ওয়ার্ড সদস্য শংকর কুমার দত্ত, রাখাল দাশের বাড়ী ম্যাটেল রাস্তা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ সহ বেশ কয়েকটি কাচা রাস্তায় মাটি ভরাট ও পিচের রাস্তার সাইড সোল্ডারের আগাছা কর্তনও করেন। ৫নং ওয়ার্ডে প্রকল্প সভাপতি ও ওয়ার্ড মেম্বর সাধন কুমার দে, হাজার বছরের পুরাতন শিব মিন্দরে প্রবেশের রাস্তা নির্মাণ ও তার সামনে মাটি ভরাট এবং আবেদ আলী মোড়লের বাড়ী হইতে তাইজুল মোড়লের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভারাট করেন। ৭নং ওয়ার্ডে প্রকল্প সভাপতি ও ওর্য়াড মেম্বর মোঃ রোস্তম শেখ, বালিয়াডাঙ্গা গ্রামের সামাদ হুজুরের বাড়ী হইতে নজিবুর রহমানের বাড়ী হয়ে আজিত শেখ এর বাড়ী পর্যস্ত প্রায় ১২শত ফুট চলাচলের অযোগ্য কাচা রাস্তায় মাটি ভরাট করে চলাচলের যোগ্য করা ছাড়াও ফুটবল মাঠে মাটি ভরাট করেছেন। ফকিরহাট সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রকল্প সভাপতি ও ওর্য়াড মেম্বর কাঠালতলা সবুজ শেখের বাড়ীর সামনের মোড় হইতে বাদশা শেখের বাড়ী অভিমুখে রাস্তায় মাটি ভরাট, ৪নং ওয়ার্ডে প্রকল্প সভাপতি ও ওর্য়াড মেম্বর মাসুদ রানা, পাগলা শ্যামনগর কমিউনিটি কিনিকের রাস্তা থেকে বনফুল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজের উন্নয়ন করেছেন।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এসডিজি বাস্তবায়নের জন্য সকল উন্নয়ন কাজে জনপ্রতিনিধিদের র্দুনীতির বিরুদ্ধে থেকে কাজ করার আহবান জানান। একারণে ৪০দিনের কর্মসৃজন কর্মসৃচির কাজ গুলি অন্যান্য বছরের তুলনায় অনেকাংশে দৃশ্যমান হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা আগে থেকেই সকল প্রকল্পের সভাপতি ও জনপ্রতিনিধিদের বলেছিলাম ৪০দিনের কাজে দৃশ্যমান কিছু করে দেখাতে হবে। কারণ আমরা চাই সরকারের এসডিজি বাস্তবায়নে যে মহতী উদ্যোগ তা আমাদের-কে বাস্তবে রুপ দিতে হবে।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, এসডিজি ও এমডিজি বাস্তবায়ন করতে হলে সকল উন্নয়ন কাজে প্রথমত র্দুনীতি রোধ করতে হবে। আমরা যদি র্দুনীতিমুক্ত সমাজ গড়তে পারি তাহলে সরকারের যে ২১সালের ভিশন তা বাস্তবে পরিনত করা যাবে। তাই ৪০দিনের কর্মসৃজন কর্মসুচির কাজ শুরুর আগে থেকেই আমরা একটি মনিটরিং কমিটি গঠন করেছিলাম। যে কমিটি প্রতিদিন কোথায় কাজ হচ্ছে কি না হচ্ছে সেটি তদারকি করা। আর নিয়মিত তদারকি করা হয়েছে বলেই আজ উন্নয়ন কাজগুলি দৃশ্যমান হয়েছে। এধারা অব্যাহত রাখার জন্য স্বঃ স্বঃ প্রকল্পের সভাপতি ও জনপ্রতিনিধিদের ধন্যবানও জ্ঞাপন করেন তিনি। এব্যাপারে বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি লখপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অন্যান্য কাজের সাথে ৪০দিনের কর্মসূচির একটি নতুন মাটির রাস্তার কাজ পরিদর্শন করেছিলাম যা সত্যিই প্রসংশনিয়। তিনি সঠিক পরিকল্পনা মোতাবেক উন্নয়ন কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।

পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২০ গত ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় ”জাগরণী চক্র ফাউন্ডেশন” ৪৬, মুজিব সড়ক, কোতোয়ালী, যশোর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের ঋণ বিভাগের মাননীয় মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ইছা । খুলনা অঞ্চলের ২৮ টি শাখার ব্যবস্থাপক ও কি-পারসনদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আবু হাসান মোঃ কামরুজ্জামান।

সম্মেলনে ব্যাংকের খেলাপী ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি নতুন কোন ঋণ যাতে আর খেলাপী না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেয়া হয়। সম্মেলনের ব্যবসায়িক পর্বে ব্যাংকের খুলনা অঞ্চলের বিগত সময়ের অর্জন, সফলতা, ব্যর্থতা ও ভবিষ্যত করণীয় সম্পর্কে সার্বিক আলোচনা করা হয়।

মোড়েলগঞ্জে কলই ক্ষেতে প্রবেশ করায় প্রতিবেশীর নির্যাতনে শিক্ষার্থী হাসপাতালে 

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের পশুরবুনিয়া গ্রামে কলই ক্ষেতে সাক তোলাকে কেন্দ্র করে শিশু শিক্ষার্থী ফারজানা আক্তার(৯)কে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিবেশী ক্ষেত মালিক মোশারেফ হাওলাদার। গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে ফারজানা। ওই ছাত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কর্তৃপক্ষ।

রোববার বিকেলে হাসপাতালে শিশুটির নানী বকুল বেগম (৭৫) জানান, ঘটনারদিন রোববার বিকেলে স্কুল থেকে তার নাতী ফারজানা আক্তার খেলতে ঘরের বাহিরে যায়। কিছুক্ষন পরে তার ডাকচিৎকার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখতে পায় প্রতিবেশী মোশারেফ হাওলাদার ফারজানাকে গলা টিপে মাটিতে আচড়াচ্ছে। সে অজর ঝড়ে চিৎকার দিয়ে বলছে আমি কলই তুলিনী। এর পরপরই মোশারেফ হাওলাদারের কাছ থেকে ফারজানাকে উদ্ধার করে ইউপি মেম্বরের কাছে নিয়ে গেলে সে দূর-দূর করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

ফারজানা জন্ম থেকেই খাউলিয়ার পশুরবুনিয়া গ্রামে নানীর কাছে বড় হয়েছে তার পিতা মৃত. আবু তালেব হাওলাদার ২০০৭ সালের ঘূর্ণিঝর সিডরে সাগরে গেলে সেখানে তার মৃত্যু হয়। সে ১২৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

এ সর্ম্পকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ফারজানার মেরুদন্ডেও গুরুত্বর আঘাত লেগেছে। শ্বাস নালীর আঘাতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধপত্র তাকে হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। আগেরচেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শিশু শিক্ষার্থী ফারজানা আক্তারের বিষয়টি শুনেছি, হাসপাতালে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়রুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম। বক্তারা, স্বাস্থ্য সুরক্ষায় খোলা স্থানে খাবার বিক্রি বন্ধ ও খাদ্যে ভেজাল রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ঝিনাইদহে ৪০ জনের মধ্যে প্রধান মন্ত্রীর কার্যালয়ের অনুদানের চেক বিতরন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে প্রধান মন্ত্রীর কার্যালয়ের অনুদানের ১১লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। গতকাল বিকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম এ চেক বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উদ্ভাবনী নার্সারীর পরিচালক মনিচুর রহমান কারু, ওলিয়ার রহমান, সোহেলী আহমেদ রতœা, থানা সেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি তানজিলুর রহমান, হাফিজ মিয়া প্রমূখ। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম নিজ হাতে ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউনিয়নের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী,অসহায় নারী,পুরুষ, প্রতিবন্ধি, অসুস্থ ৪০ জনের মধ্যে ১১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করেন। ৬ জনের মধ্যে প্রত্যেকের ৫০ হাজার টাকার চেক, ১৮জনের মধ্যে প্রত্যেকের ৩০ হাজার টাকার চেক ও ১৬ জনের প্রত্যেকের ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম বলেন, আমি গরীব-দুখি মানুষের সেবা করতে ভালবাসি। যতদিন বেঁচে থাকবো তত দিন গরীব-দুঃখী মানুষের সেবা করতে চাই।

যশোর উপশহরে এবার কিশোর বাইসাইকেল চোর গ্রেফতার

যশোর অফিস

রোববার দুপুরে যশোর শহরতলী উপশহর ডি ব্লক এলাকা থেকে বাইসাইকেল চুরি করে পালাবার কালে স্থানীয় জনগন কিশোরী সুমাইয়া খাতুন (১৩) কে মারপিট করে  পুলিশের কাছে। তিনি উপশহর সি ব্লক বাসা নং ৮১ এর সজিব আহমেদের মেয়ে।

উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান,রোববার দুপুরের সময় সুমাইয়া খাতুন ডি ব্লক এলাকার জনৈক ব্যক্তির বাইসাইকেল চুরি করে পালাবার সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে সামান্য মারপিট করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আদালতে সোপর্দ করে। স্থানীয় লোকজন জানান,সুমাইয়া খাতুন নেশা করে  ও বেপরোয়াভাবে চলাফেরা করে। এলাকা বাসিরা তার চাল চলতে অতিষ্ঠ।

যশোরে পরকীয়া সন্দেহে কলহে অভিমানী স্বামী দিপুর আত্মহত্যা

যশোর অফিস

স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে সন্দের এক পর্যায় অভিমান করে স্বামী দিপু (৪২) গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের সেলিম শেখ এর ছেলে। সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, দিপু যশোর শহরের চুড়ি পট্টি এলাকায় জুতা স্যান্ডেলের ব্যবসা করে। তার সাথে এক নারীর মোবাইলে কথা হয়। বিষয়টি দিপুর স্ত্রী জানতে পেরে তাকে সন্দেহ করে। এই নিয়ে তাদের সংসারে প্রায় সময় কলহ লেগেই থাকে। শনিবার দিবাগত রাতে দিপুকে তার স্ত্রী মোবাইল ফোনে এক নারীর সাথে কথা বার্তা বলা নিয়ে বিরোধ বাঁধলে দিপুর অভিমান করে নিজের ঘরে ঢুকে  দরজা বন্ধ করে দেয়। পরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহহত্যা করে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#

যশোরে মানবতা কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

যশোর অফিস

মানুষের কল্যাণে কাজ করার জন্য মানবতার কল্যাণ ফাউন্ডেশনের যশোরে কমিটি গঠনের লক্ষ্যে রোববার সকালে শহরের দড়াটানা অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য জিএম সৈকতের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী তপু চৌধুরী, স্বপন দাস, এসএম জাহাঙ্গীর হোসেন খোকন, আব্দুল জব্বার, মোহাম্মদ শাহজাহান , আহসান কবির লিটন, আবুল হাসান তুহিন, রহমান খোকন প্রমুখ।

সভায় ৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর যশোরের কমিটি ঘোষণা দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য পুনর্নির্ধাণের দাবি জেডিইউজে’র

যশোর অফিস

প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য পুনর্নির্ধাণের দাবি জানিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে)। সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য একহাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রেসকাবের সদস্য অন্তর্ভুক্তি ফিস মাত্র ১০০ (একশ’) টাকা এবং মাসিক সদস্য চাঁদা ১০ (দশ) টাকা। সেখানে আবেদন ফরমের দাম দেড় হাজার টাকা নির্ধারণ করাটা একেবারেই অসামঞ্জস্য ও অযৌক্তিক। তাছাড়া স্বল্প আয়ের পেশাদার সাংবাদিকদের পক্ষে এত টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করাটাও দুঃসাধ্য। তাই নেতৃদ্বয় সদস্য প্রদান প্রক্রিয়া চলমান রেখে আবেদন ফরমের মূল্য পুনর্মূল্যায়ন করার দাবি জানান।

যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান

যশোর অফিস

অর্জিত অধিকার (বিদ্যুৎ সুবিধা) বাতিলের অপচেষ্টা বন্ধ, পরিচ্ছন্ন শ্রমিকদের প্রবিধানানুযায়ি মজুরি প্রদান, ছাঁটাই বন্ধ ও অহরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকুরি না দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের পক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে।

এর আগে যশোর শহরের লালদীঘির পাড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ স্মারকলিপি গ্রহণ করে শ্রমিকের দাবি বাস্তবায়নের আশ^াস দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন, সহ-সভাপতি আনন্দ মন্টু, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক সাধন । এছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, প্রচার সম্পাদক আইয়ুব হোসেন ও দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস উপস্থিত ছিলেন।

যশোরে শার্শায় সরকারি জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড

যশোর অফিস

যশোরের শার্শা উপজেলায় কাছারি বাড়ি সরকারি প্রায় এক বিঘা বাস্তু শ্রেণির জমি ধানী শ্রেণি দেখিয়ে ব্যক্তি মালিকানায় রেকর্ড করে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ফজলুর রহমান নামে এক ব্যক্তি প্রথমে একসনা বন্দোবস্ত নিলেও পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে সরকারি জমি নিজেদের নামে রেকর্ড করে নেন। উপজেলা ভূমি কর্মকর্তার দপ্তর থেকে তদন্ত করে এর সত্যতা মিলেছে। শার্শা উপজেলা সহকারী কমিশণার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী ওই জমি সরকারের অনুকূলে নেওয়ার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে এলএসটি মামলা করার নির্দেশ দিয়েছেন। যার স্মারক নং ০৫.৫৩৫. ০১৮. ০০.০০০. ০০৩. ২০১৯-১৮৪৮।

শার্শার ভূমি অফিস মতে, উপজেলার ৭২ নম্বর শার্শার মৌজার সাবেক ১২৫৫ দাগের ৩৫ শতক সরকারি জমি ফজলুর রহমান নামে এক ব্যক্তি প্রথমে একসনা বন্দোবস্ত নেন। এরমধ্যে ৩২ দশমিক ৬৩ শতক (প্রায় এক বিঘা) জমি ১৯৮০ সালের ২ ফেব্রুয়ারি নিজ নামে রেকর্ড করে নেন ফজলুর রহমান। প্রথম দিকে অতি গোপন থাকলেও তার মৃত্যুর পর ছেলে কবির হোসেন, জসিম উদ্দিন, মনির হোসেন ও ইমাম হোসেন সেখানে অবকাঠামো নির্মাণ করে প্রকাশ্যে দখলে নেয়। ওই জমির উপর দিয়ে রাস্তা ও ড্রেন গেলেও স্থানীয়দের ব্যবহারে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। বাসাবাড়ির পানি ড্রেনে দিতে নিষেধ করেন তারা। এ নিয়ে প্রতিবেশীদের মারধর করেছে কবির-জসিম ও তার ভাইয়েরা। সরকারি জমি রেকর্ড করে নিজেদের দাবি করা কবির-জসিমদের বেপরোয়া বিষয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়েছে।

এদিকে সরকারি ওই জমি কীভাবে ব্যক্তি মালিকানায় রেকর্ড হলো তা নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসনও। গত বছর উপজেলা ভূমি অফিস থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী ২০১৯ সালের ১১ নভেম্বর স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করেন কালেক্টরেট যশোরের নামে কাছারি বাড়ির বাস্তু শ্রেণির জমি। কাছারিবাড়ির জমি ধানী হিসেবে রেকর্ড করা হয়েছে। ফজলুর রহমানের মারা যাওয়ার পর তার সন্তানদের নামে রেকর্ড করা হয়।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, এ জমিতে সরকারের স্বার্থ থাকায় আরএস গেজেট পাওয়ার সাথে সাথে এলএসটি মামলা করতে বুরুজবাগান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। এবিষয়ে জেলা প্রশাসককে লিখেছেন বলেও এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি।

বুরুজবাগান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, উপজেলা ভূমি অফিস থেকে তাকে মামলা করার নির্দেশ পেয়েছি। দ্রুতই মামলা করা হবে।

অন্যদিকে, সরকারি জমি লিখে নেওয়া ফজলুর রহমানের ছেলে জসিম-কবিরসহ অন্যরা বেপরোয়া হয়েছে। তারা রাস্তার পাশ দিয়ে যাওয়া ড্রেনে পানি ফেললে হুমকি দিচ্ছে। ভূমি অফিস থেকে তদন্ত করায় প্রতিবেশিদের সন্দেহ করে ক্ষিপ্ত হয়ে মারধর করছে। তারা ইতোপূর্বে প্রতিবেশি মিজানুর রহমানকে মারধর করেছে। শনিবার সকালে আব্দুল হামিদকে মারতে উদ্যত্ত হয়। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে যশোরে বর্ণাঢ্য র‌্যালি

যশোর অফিস

যশোরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এউপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট চত্ত্বর থেকে বের হয় র‌্যালি। এসময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, জেলা খাদ্য কর্মকর্তা লিয়াকত আলী। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

যশোরে ট্রেনের ধাক্কায় নিহত নারীর নাম ঠিকানা মিলেছে

যশোর অফিস

বাংলাদেশী জাতীয় পরিচয়পত্রধারী অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা বের করা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। যশোরে অজ্ঞাত এক নারীর মৃত্যুর পর বিশেষ প্রযুক্তির মাধ্যমে তার নাম ঠিকানা বের করেছেন বলে জানিয়েছেন পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, খুলনা থেকে রাজশাহীগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ নামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা একজন মহিলা মৃত্যুবরণ করে। স্থানীয়ভাবে তার নাম, ঠিকানা পাওয়া যায়নি এবং সে মানসিক ভারসাম্যহীনভাবে রেল লাইনের আশেপাশে ঘোরাফেরা করতো বলে জানা যায়। পরবর্তীতে পিবিআই এর যশোর জেলা পুলিশ বিশেষ প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা মহিলার নাম মোছাঃ তাসলিমা খাতুন, তার পিতার ঈমান আলী, মাতার নাম মোছাঃ বিলকিস খাতুন, তার বাড়ি যশোর সদর উপজেলার চাউলিয়া, নরেন্দ্রপুর গ্রামে বলে জানিয়েছে।

পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন জানান, বাংলাদেশের জাতীয়পত্রধারী যে কোন অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা বিশেষ প্রযুক্তির মাধ্যমে বের করা সম্ভব হচ্ছে। বাংলাদেশের যে কোন জেলার পিবিআই এ নাম ঠিকানা বের করতে সক্ষম হবে। তবে যশোরের তথ্যপ্রযুক্তিটা আডডেট আছে। সে কারণে এখনই যে পরিচয়পত্রধারী অজ্ঞাত পরিচয়ের নাম ঠিকানা বের করছে।

কেসিসি মেয়র বিদেশে অবস্থানকালীন তাঁর সুস্থতা এবং সুস্থ অবস্থায় দেশে প্রত্যাবর্তন কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিদেশে অবস্থানকালীন তাঁর সুস্থতা এবং সুস্থ অবস্থায় দেশে প্রত্যাবর্তন কামনা করে গতকাল রবিবার বাদ জোহর নগর ভবন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না এ দোয়া মাহফিলের আয়োজন করেন। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে শরীক হন। উল্লেখ্য, গত শনিবার রাতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ‘‘স্যুয়ারেজ এন্ড ফিকল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) সার্ভিসেস’’ শীর্ষক কর্মশালায় যোগদানের উদ্দেশ্যে ফিলিপাইন গমন করেন। ৪ ফেব্রুয়ারী পর্যন্ত সিটি মেয়র ফিলিপাইনে অবস্থান করবেন। সেখান থেকে একই কর্মশালার দ্বিতীয় সেশনে যোগদানের উদ্দেশ্যে মলয়েশিয়ার কুয়ালালামপুর গমন এবং কর্মশালা শেষে ৮ ফেব্রুয়ারী তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। সিটি মেয়র বিদেশে অবস্থান করায় মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুবিতে উৎসবমুখর পরিবেশে ৭ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

গতকাল সকাল ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের ৭ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা’২০ বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পরে তিনি বল করে খেলার শুভ সূচনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও অংশগ্রহণকারী ডিসিপ্লিনের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় ছাত্রদের ৮টি গ্রুপে ২৮ ডিসিপ্লিন এবং ছাত্রীদের ৮টি গ্রুপে ২৭ ডিসিপ্লিন অংশগ্রহণ করছে।

ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত।

খবর বিজ্ঞপ্তি

আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় রেঞ্জের ১০টি জেলার ৪৭ জন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের ২৮ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ মোল্লা আমজাদ হোসেন, পিএএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক, ৯ আনসার ব্যাটালিয়ন মোঃ মাহবুবুর রহমান পিএএমএস।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং সংগঠনও উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কেন্দ্র সচিবকে হুমকি প্রদানে শিক্ষকদের সভা

খবর বিজ্ঞপ্তি

নগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র ২২১ এর কেন্দ্র সচিব মোঃ দেলোয়ার হোসেনকে শনিবার রাত সাড়ে ১১টায় ০১৬৩৮৭২৫৬১০ নম্বর মোবাইল ফোণ থেকে হুমকি প্রদান পূর্বক খুলনা বিদ্যুৎ কেন্দ্র স্কুলের পরীক্ষার্থীদের দেখে লেখার সুযোগ দেওয়ার হুমকি প্রদান করেন জনৈক ব্যাক্তি। এ ঘটনার প্রতিবাদে বঙ্গবাসী স্কুল অডিটোরিয়ামে গত রবিবার সকালে পাশ^বর্তী স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে প্রতিবাদ সভার সভাপতিত্ব বরেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, শেখ মোঃ তৌহিদুল ইসলাম, ইন্সট্রাকটর মোঃ গোলাম রসুল বাদশা, প্রীতীশ কুমার রায়, অহিদুর রহমান মনি, মুহাঃ আব্দুর রহিম, বিনোদ বিহারী বিশ^াস, বাসুদেব বিশ^াস, তারিকুল ইসলাম, অভিজিৎ কুমার মন্ডল, মারুফুল হক, সুব্রত কুমার, দীপক, নূরুদ্দিন, বাবুমুন্সি, কামরুল, শফিকুল ইসলাম সহ প্রমূখ বক্তারা উক্ত ঘটনার নিন্দা ও স্বাস্থীর দাবী জানান।

খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

তথ্য বিবরণী

‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে খুলনা কালেক্টরেট চত্ত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সকল খাবার নিরাপদ করতে হবে। নিরাপদ খাদ্য সকলের অধিকার। অনিরাপদ খাদ্য গ্রহণে ক্যান্সার কিডনিরোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। সরকার সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন করেছে। সকল খাদ্য নিরাপদ রাখতে সরকারের পাশাপাশি সকলকে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসর ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, কেসিসি’র প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা বাজার কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তরফদার প্রমুখ। এর আগে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে খুলনা কালেক্টরেট চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফুলতলায় সড়ক দুর্ঘটনায় যমজ ভাইবোনসহ আহত ৩

ফুলতলা প্রতিনিধি

রোববার দুপুরে খুলনার ফুলতলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যমজ দুই ভাইবোনসহ ৩জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টায় ফুলতলা পথের বাজার এলাকায় আব্দুল কাদেরের কন্যা ও ফুলবাড়িগেট ইউসেফ স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া (১৪) ও মেহেদী হাসান (১৪) সাইকেল যোগে স্কুল থেকে বাড়িতে ফিরছিল। পথেরবাজারে পৌছালে যশোরগামী গড়াই বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) এর ধাক্কায় তারা গুরুতর আহত হয়। প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি পরে অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ বাসটি আটক করে। এদিকে বেলা ২টায় ফুলতলা বাসষ্টান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় নূরজাহান বেগম (৫৫) কে যশোরগামী মাইক্রো বাসের (অজ্ঞাত) ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় প্রথমে ফুলতলা হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি ফুলতলার আলকা রেলগেট এলাকার শাহাজাহানের স্ত্রী।

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে জেলার একটি আদালত। রোববার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-িত নয়ন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদের নজরুল ইসলামের ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৮ অগাস্ট রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে নয়ন (ওই সময়ের বয়স ২৫ বছর)। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের কৌঁশুলি পিপি আব্দুল হালিম বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নয়নের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের জুনে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণের পর হত্যা’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি শিমক্ষেত থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে। উপজেলার পারকৃষ্ণপুর ইউনিয়নের একটি শিমবাগান থেকে শনিবার রাত ১১টার দিকে সাত বছর বয়সী মেয়েটির লাশ উদ্ধার করা হয় বলে দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান।

নিহত সুমাইয়া খাতুন ওই ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ও ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ জানায়, এ ঘটনায় দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মোমিনুল হোসেনকে (২০)  আটক করা হয়েছে।  সে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। মেয়েটির পরিবারের বরাতে ওসি বলেন, শনিবার দুপুরে সুমাইয়া স্কুল থেকে বাড়ি ফেরার পর আবার খেলার জন্য আবার বের হয়। এরপর বিকাল পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। কিন্তু সুমাইয়ার কোনো হদিস মিলছিল না।

এক পর্যায়ে এলাকার লোকজন শিমক্ষেতের ভেতরে সুমাইয়ার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান ওসি সুকুমার।  তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

দেবহাটায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়ম: রুলালের পরিবর্তে চলছে ইটের ঘাতুনি

কে এম রেজাউল করিম, দেবহাটা

দেবহাটার সখিপুর ইউনিয়নের সখিপুর বাজার মসজিদ হতে খেজুরবাড়িয়াগামী এবং সখিপুর বাজার হতে ধোপাডাঙ্গা-ভাতশাালা সড়ক অভিমুখ গামী দুইটি কার্পেটিং কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা দুইটির একটির কাজ অনিয়মের মধ্যে শেষ করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সখিপুর বাজার মসজিদ হতে খেজুরবাড়িয়া গামী রাস্তাটির অধিকাংশ যায়গায় গত বৃহস্পতিবার বর্ষার মধ্যেও পিচ দিয়েছিল বলে জানায় একটি সুত্রে।

তিনদিন না যেতেই বেশ কিছু যায়গায় উঠে আসতে শুরু করেছে কার্পেটিং। রুলার আর আসবে না তাই নতুন করে ইট দিয়ে রুলার করছে ঠিকাদারের লোক। অপর দিকে সখিপুর বাজার হতে ধোঁপাডাঙ্গা-ভাতশালা সড়ক অভিমুখ গামী রাস্তার বেডে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া। যে খোয়ার উপরে রুলার টানতেই ধুলারমত হয়ে যাচ্ছে বেডের উপরিভাগ। জানা গেছে, ২টি প্যাকেজের মাধ্যমে কালিগঞ্জের শাহজাহান আলম নামের এক ঠিকাদারের তত্বাবধানে ঐ সড়কের কাজ চলছে। যার একটিতে ৮৪ লাখ ৬ হাজার ৬৫২ টাকা এবং অপরটি ৯০ লাখ ৩৯ হাজার ৮১০ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। বর্তমানে একটি সড়কের  কার্পেটিং সম্পন্ন হয়েছে অপরটি চলমান রয়েছে। সরেজমিনে দেখা গেছে, কার্পেটিংএর পূর্বে রাবিশ ইট দিয়ে লেবেল তৈরী করা হচ্ছে। যা সিডিউলের বহিরভূত। এছাড়া ঠিকাদারের লোক দিয়ে তড়িঘরি করে কাপের্টিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাবিশ ইট দিয়ে রুলার দিয়ে সাথে সাথে পানির সংমিশ্রণে ইটের রং পরিবর্তন করা হচ্ছে। এইক সাথে ময়লা মাটি, পাতা, কাঠ, পলিথিন সহ খোয়া ভরাট করা হচ্ছে।আর সমাপ্ত হওয়া কার্পেটিং রাস্তার কাজটি বর্ষার মধ্যে করায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট ছোট ফাটল, নেই কোন ফিটনেছ। সরকারি নির্দেশিকা না মেনেই রাস্তার কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানটির বিরেেুদ্ধ।তবে রুলার আসবেনা বলে পিচ উঠে যাওয়ায় কিছু কিছু যায়গায় নতুন কার্পেটিং করে তলার অংশ ঢেকে দেওয়ার জন্য পিচের উপর ইট দিয়ে পিটিয়ে সমান করার দৃশ্যও চোখে পড়ে। বিষয়টি এলজিইডি কর্মকর্তাকে জানালে পরে রুলার গিয়েছিল এমনও জানাযায়। পরে এবিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, রাস্তা নির্মানে অনিয়ম করলে আমার প্রতিবাদ করি। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা প্রভাব খাটিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে। স্থানীয়রা আরো অভিযোগ করেন, এমন ভাবে রাস্তার কাজ হলে বেশিদিন যাবে না। এব্যাপারে এসও আলমগীর হোসেন সাংবাদিকদের নিউজ করবেন কেন এমন প্রশ্ন করে বলেন, আপনারা বলেছেন আমরা ব্যবস্থা নেব। এবিষয়ে ঠিকাদার শাহজাহান আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে ৩জন টাকা নিয়ে গেছে বলে জানান। তবে অপর এক প্রশ্নের জবাবে তিনি চড়াও হয়ে অশ্লীল ভাষায় কথা বলতে বলতে ফোনটি কেটে দেন। এদিকে,উপজেলা এলজিইডি’র প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার কার্পেটিং’র বিষয়টি অফিসকে ঠিকাদার জানাইনি বলে জানান। তবে অপর রাস্তাটির ইটের বিষয় জানতে চাইলে তিনি জানান আমি খোজ নিয়ে ব্যবস্থা নিব।

চাপা পড়ল সড়ক আইন, ঝিনাইদহে প্রতি সপ্তাহে আট দুর্ঘটনা

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

যানবাহনের দ্রুতগতি আর বেপরোয়া ওভারটেকিং এবং প্রতিযোগিতায় ঝিনাইদহে অনিরাপদ হয়ে উঠছে সড়ক-মহাসড়ক। এতে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। নির্বিচারে জীবন দিচ্ছে মানুষ। এ যেন মহাসড়কে মরণব্যাধি। নেই কোনো প্রতিরোধক। ফলে মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। সড়ক নিরাপদ করতে গত বছরের নভেম্বর মাসে কার্যকর হয়েছিল নতুন সড়ক পরিবহন আইন। বর্তমানে এর প্রভাব নেই সড়ক-মহাসড়কে। ফলে বেপরোয়া হয়ে উঠেছেন চালকরা। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের তথ্যমতে, জেলায় ২০১৯ সালের নভেম্বর মাসে ২১টি দুর্ঘটনায় ৩৮ জন আহত ও তিনজন নিহত হন। ডিসেম্বর মাসে ৩৯টি দুর্ঘটনায় ১০২ জন আহত ও চারজন নিহত হন। ২০২০ সালের জানুয়ারি মাসে ৩১টি দুর্ঘটনায় ৩৫ জন আহত ও ১১ জন নিহত হন। সদর হাসপাতালের তথ্যমতে, ২০১৯ সালের নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২২৪ জন চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন আটজন। ডিসেম্বর মাসে চিকিৎসা নিয়েছেন ২৯০ জন, মারা গেছেন ১০ জন। ২০২০ সালের জানুয়ারি মাসে চিকিৎসা নিয়েছেন ২২৫ জন, মারা গেছেন সাতজন।

ফায়ার সার্ভিস ও সদর হাসপাতালের তথ্য মিলিয়ে দেখা যায়, ঝিনাইদহে প্রতি সপ্তাহে গড়ে আটটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সপ্তাহে গড়ে আহত হচ্ছেন ৬০ জন এবং নিহত হচ্ছেন তিনজন। সরেজমিনে ঝিনাইদহের বিভিন্ন সড়ক-মহাসড়কে দেখা যায়, নতুন সড়ক আইনের ফলে পুরাতন আইন নিষিদ্ধ থাকায় যানবাহনের নামে দেয়া হয় না কোনো মামলা। এ সুযোগে মহাসড়কে বেপরোয়াভাবে চলছে বাস-ট্রাকসহ তিন চাকার নিষিদ্ধ যানবাহন। শুধু মহাসড়কেই নয়, শহরের ভেতরেও বিশৃঙ্খলভাবে চলছে তিন চাকার যান। এতে ঘটছে দুর্ঘটনা।

মনিরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, সড়কের পাশ দিয়ে হাঁটছি তবুও মনে ভয়। বেপরোয়া গতিতে গড়াই-রূপসা বাস চলাচল করছে। কখন কার ওপর উঠে যায় বাস সে আতঙ্ক সবার মনে। স্থানীয়রা জানায়, বড় যানবাহনের পাশাপাশি ছোট যানগুলো পাল্লা দিয়ে চলছে মহাসড়কে। সরকার নতুন সড়ক আইন করলেও মানছে না কেউ। এমনকি ট্রাফিক পুলিশও এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। বাসচালকরা জানিয়েছেন, বাসের গতি বেশি থাকবেই। দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটে না। মূলত মহাসড়কে ছোট যানবাহন বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। তিন চাকার যানবাহন চালকরা বলছেন, মহাসড়কে আমাদের চলাচল নিষিদ্ধ থাকলেও জীবিকার তাগিদে আমরা গাড়ি চালাই। পুলিশ মাঝেমধ্যে ধরে। এরপরও সুযোগ বুঝে মহাসড়কে গাড়ি চালাই।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক বিপুল হোসেন বলেন, বেপরোয়া ওভারটেকিং ও যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে বাস-ট্রাকের দুর্ঘটনা ঘটে। পাশাপাশি লাইসেন্সবিহীন তিন চাকার যান ও মোটরসাইকেলের অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে রয়েছে দ্রুতগতি। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মহেশপুরে তিন বরযাত্রী নিহত হয়েছেন।

নিরাপদ সড়ক চাই ঝিনাইদহ জেলার সভাপতি মনোয়ারুল হক লাল বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পর নিরাপদ সড়ক আইন পাস হয়। ভেবেছিলাম সড়কে শৃঙ্খলা ফিরবে। এখন দেখছি, ছবি তোলা আর প্রচারের জন্য লোকজন ডেকে লিফলেট বিতরণ এবং সেমিনার করা হয়। সড়ক আইন এখনও বাস্তবায়ন হয়নি। আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর গাফিলতিতে এখনও অনিরাপদ মহাসড়ক। এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান ট্রাফিক পরিদর্শক কথা বলতে রাজি হননি। তবে ঝিনাইদহ জেলা ট্রাফিক পরিদর্শক কাজী হাসানুজ্জামান বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে।