মা হচ্ছেন কোয়েল

4
Spread the love

  • বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।  ব্যক্তিগত জীবনে তিনি নিসপাল সিংয়ের সঙ্গে সংসার পেতেছেন।  দুজনেই শোবিজ অঙ্গনের মানুষ এবং সাত বছরের দাম্পত্য জীবন তাদের।

কোয়েল মা হচ্ছেন এই গুঞ্জন বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা এতদিন পাওয়া যায়নি।  অবশেষে কোয়েল নিজেই সুখবরটি জানালেন। গতকাল শনিবার ফেইসবুকে এক পোস্টে খবরটি জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন: ‘জীবনে ওঠানামার মধ্যেই আমার ভেতরে নতুন জীবনের শব্দ শুনতে পাচ্ছি।  এই গ্রীষ্মে আমাদের সন্তান আগমনের অপেক্ষায় আমরা।’ ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কোয়াল বলেন, ‘অনেক পুরস্কার। দারুণ চরিত্র।  সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি।  এবং এটাই আমার জীবনের সেরা অনুভব।’ এপ্রিলের শেষের দিকে আসছে কোয়েল-নিসপাল দম্পতির প্রথম সন্তান।  অনেকে মনে করেছিলেন, ‘মিতিন মাসি’ সিনেমার সাফল্যের পর এ বছর পুরোপুরি ক্যারিয়ারে মনোযোগ দেবেন কোয়েল।  তবে আপাতত সংসার জীবনেই মনোযোগী হতে হচ্ছে তাকে।