ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন কেসিসি মেয়র

5
Spread the love

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ‘‘স্যুয়ারেজ এন্ড ফিকল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) সার্ভিসেস’’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল শনিবার রাতে মালায়েশিয়ান এয়ারলাইন্সযোগে ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরসঙ্গী হিসেবে মেয়র মহোদয়ের সাথে রয়েছেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। ৪ ফেব্রুয়ারী পর্যন্ত সিটি মেয়র ফিলিপাইনে অবস্থান করবেন এবং ৫ ফেব্রুয়ারী মলয়েশিয়ার উদ্দেশ্যে ফিলিপাইন ত্যাগ করবেন। ৬ ও ৭ ফেব্রুয়ারী মলয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য একই কর্মশালার দ্বিতীয় সেশনে অংশগ্রহণ শেষে ৮ ফেব্রুয়ারী তিনি ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবেন।

সিটি মেয়র ফিলিপাইন ও মালয়েশিয়া অবস্থানকালে মেয়র প্যানেলের ১নং সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।