চীন ফেরত বাংলাদেশিদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি

10
Spread the love


চীনের উহান থেকে ফেরত আনা বাংলাদেশিদের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্পে রাখা হয়েছে। এর মধ্যে ৭ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং ১ জন সিএমএইচে আছেন। শনিবার সকাল থেকে রাজধানীতে যখন ভোটের আমেজ, তখন চীনের উহান থেকে বিমানের বিশেষ ফাইটে ১৫ শিশুসহ ৩শ’১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীনে আতঙ্কে থাকা বাংলাদেশিদের ফেরত আনতে দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। উহান থেকে আনা বাংলাদেশিদের বিষয়ে শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতার কথা বলা হলেও কিছুটা দায়সারা ভাব লক্ষ্য করা গেছে। এর ফল ভয়াবহ হতে পারে বলে আমাদের শঙ্কা। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা কাম্য নয়।
করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে চীনে সতর্ক থাকার পরও এতে আক্রান্ত হয়ে ডাক্তারের মৃত্যুর খবর আমরা দেখেছি। সুতরাং চীন ফেরত বাংলাদেশি ও তাদের সেবায় থাকা ব্যক্তিদের কোনোভাবেই অসতর্ক থাকা যাবে না। এসব বাংলাদেশির স্বজনদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নির্দেশনা ও তাদের সাথে দেখা না করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। কারণ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পদ্ধতি খুবই ভয়ানক। বিশ্বের একাধিক দেশে মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে যেতে দেখা গেছে। জাতীয় স্বার্থে সংশ্লিষ্টরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলবেন বলে আমাদের আশাবাদ। এছাড়া ক্যাম্পে অবস্থানরত নাগরিকদের পরিস্থিতি নিয়মিত জানানোর আনুষ্ঠানিক ব্যবস্থা থাকবে বলেও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তাই হজ ক্যাম্প, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সিএমএইচে ভীড় করে সুশৃঙ্খলভাবে পরিস্থিতি সামাল দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে করোনা ভাইরাসকে বৈশ্বিক জরুরি পরিস্থিতি বলে ঘোষণা করেছে। চীনের বাইরেও এ ঘটনার প্রভাব আছে। উহান থেকে দেশে ফেরত আনা বাংলাদেশিদের বিষয়ে বিন্দুমাত্র অসতর্ক না হতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।