সুন্দরবন ও তালা থেকে ৫৪ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা জব্দ

27
Spread the love

  • বাগেরহাট ও তালা প্রতিনিধি

সুন্দরবন থেকে ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান, বুধবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার একটি টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা কুমড়াকাঠি খাল এলাকায় টহল দিচ্ছিল। এসময় অবৈধভাবে বিক্রির জন্য রাখা ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত মাংস, চামড়া ও মাথা সুন্দরবন বন বিভাগের শিবসা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

এদিকে তালা থেকে আমাদের প্রতিনিধি ইলয়াস হোসেন জানান, সাতক্ষীরার তালায় উপজেলার জাতপুর এলাকা থেকে ৪কেজি হরিণের মাংসসহ ৪জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে (৩০ জানুয়ারী) উপজেলার আলাদীপুর গ্রামের সরদার বাড়ীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানা যায়, খুলনা জেলার কয়রা উপজেলা থেকে অবৈধ পন্থায় মোটর সাইকেল যোগে হরিণের মাংস পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাইদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আলাদীপুর এলাকা থেকে ৪ জনকে আটক করে। পরে তাদের মোটর সাইকেলে থেকে প্যাকেটজাত ৪কেজি হরিণের মাংস পাওয়া যায়। আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলার দোর মুঠিয়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মুনছুর রহমান (৩৮), বশিরুজ্জামানের ছেলে আসাদুজ্জামান (৩৭), নতুন মূলগ্রামের এনায়েত হোসেনের ছেলে আবু তাহের (২৮), বাশবাড়ীয়া গ্রামের মোহর আলী গাজীর ছেলে মিজানুর রহমান (২৭)। আটককৃতদের রাতেই ক্যাম্প থেকে তালা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার (৩১জানুয়ারী) সকালে বণ্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন তালা থানা পুলিশ। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।