- খুলনাঞ্চল ডেস্ক
ভারত ও ফিলিপিনস বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছে। ফলে করোনায় আক্রান্ত দেশের সংখ্যা ২০টিতে উন্নীত হয়েছে। গত কয়েকদিনে আক্রান্ত দেশগুলোতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। চীন ছাড়া আক্রান্ত অন্যান্য দেশে নতুন করে ১২ জন রোগী আক্রান্তের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে।
চীনের প্রতিটি রাজ্যেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭শ ১১ তে দাঁড়িয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত ১৭০ জন মানুষ। এশিয়া মহাদেশের অন্যান্য দেশ যেমন- থাইল্যান্ডে ১৪, জাপানে ১১, সিঙ্গাপুরে ১০, মালয়েশিয়ায় ৮, তাইওয়ানে ৮, সংযুক্ত আরব আমিরাতে ৪, ভিয়েতনামে ৪, শ্রীলঙ্কায় ১, ভারতে ১, কম্বোডিয়ায় ১, নেপালে ১, ফিলিপিন্সে ১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
এছাড়া ইউরোপ মহাদেশের মধ্যে ফ্রান্সে ৫, জার্মানিতে ৪, ফিনল্যান্ডে ১ জন রোগী সনাক্ত হয়েছেন। উত্তর আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ জন এবং কানাডায় ৪ জন রোগী সনাক্তের খবর নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া অস্ট্রেলিয়ায় ৭ জনকে সনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়।