- ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারকপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয়ে আশংকাজনক অবস্থায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বারাকপুর ইউনিয়ন পরিষদের দফাদার মানিক সরদার (৬৫)। বারাকপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বেলা ৩ টার সময় ইউনিয়ন পরিষদের সামনে জনসম্মুখ্যে দফাদার মানিক সরদারকে বেধড়ক পেটাতে থাকে ও মাথায় আঘাত করে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে বুকে পিঠে সহ বিভিন্ন স্থানে লাথি মারতে থাকে। দফাদারের পুত্র মিজানুর রহমান বলেন আগামী ৫ জানুয়ারি বারাকপুর বাজার বণিক সমিতির নির্বাচন, আমার পিতা উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আনসার শেখের সাথে চলাফেরা করার কারনে গতকাল তার উপর অমানুষিক নির্যাতন করে চেয়ারম্যান গাজী জাকির হোসেন এবং বিকাল ৪ টার দিকে আমার বারাকপুরের বাসায় এসে আমাকেও মারধর করে, এসময় আমার স্ত্রী রেশমা খাতুন, সন্তান আকাশ সরদার (১৫) ঠেকাতে আসলে তাদেরকেও রেহাই দেই নাই।
এ ব্যাপারে দিঘলিয়া থানায় দফাদারের পুত্র মোঃ মিজানুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। এছাড়া ইতিপুর্বে জাকির গাজীর বিরুদ্ধে বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ইয়াজুল শেখ ও রহিম শেখকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য হুমকি ধামকিসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, দিঘলিয়া থানা অফিসার্স ইনচার্জ সহ একাধিক জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন। দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মঞ্জুর মোরশেদেও নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি ছুটিতে ছিলাম খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বাজার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন বাজারের বণিক সমিতির নির্বাচনের একাধিক প্রার্থীর কাছ থেকে উক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে নির্বাচন পরিচালনা কমিটির অন্য সকলের সাথে আলোচনা করা হবে। উল্লেখ্য বিগত ১৪ বছর পর বাজারের ব্যবসায়ীদের দির্ঘ্য আন্দোলন সংগ্রামের পর আগামী ৫ জানুয়ারি বারাকপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনে মোট ১৫টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, মোট ভোটার সংখ্যা ২৫৩ জন।