কপিলমুনিতে তুচ্ছ ঘটনায় কাঁচির কোপে গৃহবধূ আহত

3
Spread the love
  • কপিলমুনি (খূলনা) প্রতিনিধি


খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে একটি তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের কাঁচির কোপে জখম হয়েছে গৃহবধূ (৪৫)। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী রক্তাক্ত স্ত্রীকে নিয়ে ঘটনার সুবিচার পাওয়ার আশায় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে এক লিখিত আভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, প্রতিবেশী আমিন সরদারের পুত্র মনিরুল সরদার ও তার স্ত্রী ফাতেমা বেগম টুকিটাকি বিষয় নিয়ে তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিলো। স্বামী বাড়িতে না থাকায় সময়ে অসময়ে অসদাচারণ সহ ঝগড়া করিয়া আসিতেছে প্রতিপক্ষ মনিরুলের পরিবার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রেজাউলের একটি পোষা মুরগী প্রতিপক্ষ মনিরুলের বাড়িতে প্রবেশ করলে ক্ষীপ্ত হয় মনিরুল ও স্ত্রী ফতেমা। এক পর্যায়ে প্রতিপক্ষরা বেপরোয়া হয়ে স্ত্রী ওই গৃহবধূকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে ফতেমা ও স্বামী মনিরুল। এ সময় বেধড়ক মারপিটও করে তারা। প্রতিপক্ষদের কাঁচির কোপে মারাতœক রক্তাক্ত জখম হন ।
আহত গৃহবধূর স্বামী জানান, দীর্ঘদিন যাবৎ মনিরুল ও তার স্ত্রী খুটিনাটি বিষয় নিয়ে আমাদেরকে গালিগালাজ করে আসছে। খুটিনাটি বিষয় নিয়ে তার স্ত্রী ফাতেমা অশ্রাব্য ভাষা ব্যবহার করে এবং মরতে উদ্দ্যত হয়। জখমের শিকার গৃহবধূ বলেন, আমাকে বেদম মারপিট করে। মনিরুলের হাতে থাকা কাঁচির কোপে আমার কপাল কেটে যায়।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জয় দাশ বলেন, ‘আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’