মাদকের টাকা’ না পেয়ে স্ত্রীকে খুন

2
Spread the love

  • কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদকের টাকা না পেয়ে স্ত্রী শাহানারা খাতুনকে (২৪) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী আওয়ালের বিরুদ্ধে। এ সময় তার মাকেও কুপিয়ে জখম করা হয়। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আওয়ালকে আটক করেছে। সে স্থানীয় হরিনারায়ণ এলাকার করিম বিশ্বাসের ছেলে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, আওয়াল মাদকের টাকার জন্য উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিল। সকালের দিকে মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রীর সঙ্গে বাগবিত-া শুরু করে সে। একপর্যায়ে আওয়াল ঘর থেকে ধারালো হাসুয়া এনে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে স্ত্রী শাহানারা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার মাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। মাদকের টাকার জন্যই এ হত্যাকা- ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।