- স্টাফ রিপোর্টার
খালিশপুর থানার মাদক মামলার এক আসামিকে ৬বছর সশ্রম কারাদ-, ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫মাসের সশ্রম কারাদন্ডদেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন খালিশপুর ক্রিসেন্ট পাঁকা কলোনীর ১৮/৫ বাসার মো. রফিকুল ইসলাম (৪৫)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বড় পারুলিয়া গ্রামের মৃত. সরোয়ার শিকদারের ছেলে। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি রফিকুল ইসলাম পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১এপ্রিল দুপুর ১টার দিকে খালিশপুর ক্রিসেন্ট জুট মিল এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পাঁকা লাইনের সামনে থেকে ৫৬পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবি এসআই আবুল হাসান বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-০২। ওই বছরের ৮মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এবাদ আলি আদালতে রফিকুলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা।