করোনা ভাইরাসে সতর্কতা জারি হয়নি মোংলা বন্দরে

6
Spread the love

  • আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে দেশে আতংক তৈরী হলেও মোংলা সমুদ্র বন্দরে এখনও পর্যন্ত এর কোন সতর্কতা জারি করা হয়নি। রবিবার (২৬ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দর কর্তৃপক্ষের সহকারী নিরপত্তা কর্মকর্তা মোঃ আইয়ূব আলী বলেন, এখন পর্যন্ত কোন ধরণের সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে কোন নির্দেশনা না আসায় তারা এখনই কোন সতর্কতা জারি করবেন না।

dav

এদিকে মোংলা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বন্দরে করোনা ভাইরাসের বিষয়ে এখনই সতর্কতামূলক ব্যবস্থা জারি করা উচিত। বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ রফিকুল ইসলাম বলেন, মোংলা বন্দরে যেহেতু বেশির ভাগ জাহাজই আসে চায়না থেকে সুতরাং আমরা এর ঝুঁকিতে আছি। এই ভাইরাস একবার এ বন্দরে ঢুকে পড়লে তার শনাক্ত করার মত কোন ডিভাইসও নেই। তাই এখনই বন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

এ ব্যাপারে মোংলা বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ বলেন, ভাইরাস সংক্রামণের আশংকা ও প্রস্তুতির বিষয়টি আমি দেখিনা, এটা বন্দর স্বাস্থ্য কর্মকর্তা দেখেন আমি শুধু বন্দরে কর্মকর্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার কাজে নিয়েজিত।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য বন্দর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুফিয়া বেগমের মোবাইল ফোনে একাধিকাবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।