এক বোয়ালের দাম ৩০ হাজার টাকা

3
Spread the love


খুলনাঞ্চল রিপোর্ট


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ধরা পড়া একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।
শনিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে বাহির চর এলাকায় আ. জলিল শিকদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্থানীয় জেলে আ. জলিল শিকদারসহ ৪ জন মিলে পদ্মায় মাছ শিকার করতে যায়। রাতে উল্লেখযোগ্য কোনো মাছ না মিললেও সকালে নদীতে ফেলা জালে বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরা পড়ে। বোয়ালটি নৌকায় তুলে তারা দ্রুত দৌলতদিয়া ফেরি ঘাটে চলে আসেন। এ সময় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় করেন। পরে বোয়াল মাছটি ওজন দিয়ে দেখা যায় এটির ওজন ১৫ কেজি ১০০ গ্রাম।

দৌলতদিয়া ঘাটে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজহান মিয়া জানান, শনিবার সকালে মাছ ধরা পড়ার পর জেলেরা মাছটিকে তার আড়তে নিয়ে আসেন। তিনি ১৮৭০ টাকা কেজি দরে ক্রয় করার পর ২ হাজার টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় যশোরের এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেন।