রহস্যময় স্ট্যাটাস দিয়ে পুলিশ নায়েকের আত্মহত্যা!

5
Spread the love

  • ঢাকা অফিস

রাজধানীর মিরপুর পুলিশ লাইনে নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে গুলি করে পুলিশের এক নায়েক আত্মহত্যা করেছেন। আজ ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশলাইন মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নায়েক শাহ মো. কুদ্দুসের (৩১) বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে বলে জানা গেছে।

আত্মহত্যার আগে তিনি ফেসবুকে নিজের শাশুড়ির দিকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে ….’

তিনি আরো লিখেন, “তবে সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর ‘মা’ ভালো কি-না সঠিকভাবে খবর নিবেন। কারণ, পাত্রীর ‘মা’ ভালো না হলে, পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মতো। সুতরাং সকল সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ … ’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান।

তিনি বলেন, ‘তার (কুদ্দুস) আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাস্টাস দেওয়ার কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।