মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় একজনের ৮বছর সশ্রম কারাদন্ড

2
Spread the love
  • স্টাফ রিপোর্টার


দৌলতপুর থানার মাদক মামলার এক আসামিকে ৮বছর সশ্রম কারাদ-, ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫মাসের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ মাইসপাড়া গ্রামের মৃত. জোনাব আলির ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৮)। এ মামলার অপর ৩আসামি নড়াইলের মো. খায়রুজ্জামান শেখ, আশাশুনির শাহীনুর সরদার ও স্যার ইকবাল রোডের আসাদুজ্জমান টুকু। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ১৪অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় কাশিপুর মোড়স্থ এসএ পরিবহনের সামনে থেকে ১৫০পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম ও খায়রুজ্জামান শেখকে গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবি এসআই শাহাজাহান মিয়া বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-১০। পরের বছরের ৩০জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাজ্জাদুর রহমান আশাশুনির মো. শাহীন রেজাকে বাদ দিয়ে ৪জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার। আসামি পক্ষ ছিলেন অ্যাডভোকেট মো. ফরহাদ আব্বাস।