স্টাফ রিপোর্টার
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে খুলনার মহানগরীর লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ-এ ভাষা শহীদ তোরন এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় নতুন এ তোরণের উদ্বোধন করা হয়।
ভাষা শহীদদের স্মরণে নির্মাণ করা তোরণটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু, উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন,
পরিচালনা পর্ষদের সদস্য ফেরদৌস আলম ফারাজী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ বাদশা খান, সহকারী প্রধান শিক্ষক মোঃ গাউচ উদ্দিন সিকদার সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়|