খুলনায় হারপিক পানে সাংসদ পুত্রের আত্মহত্যার চেষ্টা

7
Spread the love


স্টাফ রিপোর্টার
খুলনায় হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন স্থানীয় এক সাংসদপুত্র। বুধবার সকালে খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) আত্মহত্যার চেষ্টা করেছেন।
বেলা সাড়ে ১১টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আত্মহত্যার চেষ্টার কোনো কারণ জানা যায়নি।
এর আগেও সাবেক এই মন্ত্রীর মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বেবি বিষ পানেই মারা যান। তার মৃত্যুর কারণও জানা যায়নি। এরপর সাবেক এ মন্ত্রীর জামাতা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত দুর্বত্তদের গুলিতে আহত হয়েও অল্পের জন্য বেঁচে যান। আর এখন তার ছোট ছেলের আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়লে খুলনায় নানা ধরনের গুঞ্জণ শুরু হয়েছে।