নগরীতে র‌্যাবের অভিযানে আধাঁ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

15
Spread the love


স্টাফ রিপোর্টার
নগরীর ময়লাপোতা এলাকায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন নগরীর ময়লাপোতা করিমাবাদ সি কলোনীর মো. সাহেদ আলীর ছেলে মেহেদী হাসান (২২) ও নতুন বাজার এলাকার মৃত. মাওলা মোল্লার ছেলে মো. আকবর মোল্লা (৪০)।
র‌্যাব-৬ জানায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ময়লাপোতা এলাকায়
অভিযান পরিচালনা করেন এএসপি মো. তোফাজ্জল হোসেন। এসময় করিমাবাদ সি কলোনী বোম্বে কোয়াটারের নীচ তলায় সিড়ির নীচ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান ও আকবর মোল্লাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।