সারিকা-ইরফানের ভালোবাসা দিবসের গল্প

4
Spread the love


বিনোদন ডেস্ক


ইরফান ও সারিকাভালোবাসা দিবসে আসছেন অভিনেত্রী সারিকা ও অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের নিয়ে তৈরি হয়েছে নাটক ‘অ্যান অ্যাফেয়ার’।

এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন জাফরীন সাদিয়া। পরিচালনায় আছেন হাসান রেজাউল।

প্রেম বা মোহ এমন একটা অনুভূতি, যা কখন, কীভাবে, কেমনে আসে জীবনে তা আমরা নিজেরাও জানি না। কিন্তু সত্যিকারের ভালোবাসার ছোঁয়া কি আমরা সবাই পাই? অহংকার, জেদ, কে আগে কে পরে এসব নিয়ে আমাদের প্রতিনিয়ত একটা অদেখা প্রতিযোগিতা যেন বিরাজমান। যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি তখন বুঝতে পারি কী সেই শূন্যতা! এটাই ‘অ্যান অ্যাফেয়ার’-এর উপজীব্য।

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘এটা পুরোপুরি ভালোবাসার গল্প। কিন্তু অন্যভাবে দেখানো হয়েছে। বিরূপ পরিবেশ থেকেও ভালোবাসার সৃষ্টি হয়, এমন একটি গল্প এটি।’

নাটকটি নির্মিত হয়েছে জাফরীন স্টুডিওর প্রযোজনায়। প্রযোজনায় আছেন মিশকাত আনজুম চৌধুরী ও জাফরীন সাদিয়া।
প্রযোজকরা জানান, ভালোবাসা দিবসে একটা বেসরকারি টিভি চ্যানেল ও জাফরীন স্টুডিও ইউটিউবে চ্যানেল এটি প্রচার হবে।সারিকা ও ইরফান

নাটকটিতে অভিনয়ে আরও আছেন মাহাদী হাসান পিয়াল, পাপিয়া, সোহানী প্রমুখ। এর সংগীত আয়োজন করেছেন পিরান খান ও ইশতিয়াক হোসাইন। সম্পাদনায় অমিতাভ মজুমদার।