রামপাল পাওয়ার প্লান্ট বহুমুখি সামাজিক কর্মকান্ডও করছে: কেসিসি মেয়র

7
Spread the love

   

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল পাওয়ার প্লান্ট সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বহুমুখি সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। রামপাল-মোংলাসহ এ অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এসব সেবামুলক কর্মকান্ডও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। খুব শিঘ্রই এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুত দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিটি মেয়র আজ (রবিবার) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিআইএফপিসিএল’র প্রকল্প পরিচালক এস সি পান্ডের সভাপতিত্বে উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল কবির, রামপাল উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কোম্পানির ডিজিএম এইচ আর সিদ্ধার্থ মন্ডল, পাবলিক রিলেশনের ডেপুটি ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিআইএফপিসিএল প্রকল্প এ অঞ্চলে নিয়মিত মেডিকেল ক্যাম্প, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ, ফুটবল টুর্নামেন্ট, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, হুইল চেয়ার বিতরণ, সুপেয় পানি সরবরাহ, সাংস্কৃতিক  অনুষ্ঠানসহ বহুমুখি সেবা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

পরে সিটি মেয়র রামপাল ও মোংলা উপজেলার হরকা, রাজনগর ও বুড়িরডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় চার হাজার মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন।

সাপ্তাহিক খুলনা দর্পণের ওয়েব পোর্টালের উদ্বোধন

তথ্য বিবরণী

সাপ্তাহিক খুলনা দর্পণের ওয়েব পোর্টালের উদ্বোধন আজ (রবিবার) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এর উদ্বোধন করেন।

সাপ্তাহিক খুলনা দর্পণের সম্পাদক ও প্রকাশক মিনা অছিকুর রহমান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, মোঃ আলমগীর কবির প্রমুখ।

অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সংবাদ পরিবেশ করা উচিৎ। অন্যান্য পত্রিকার পাশাপাশি সাপ্তাহিক খুলনার দর্পণ সামনে এগিয়ে যাচ্ছে। এই পত্রিকাটি পাঠকের জনপ্রিয়তা অর্জন করেছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। সংবাদ পরিবেশন করতে হলে তার মধ্যে বস্তুনিষ্ঠ ও শিক্ষামূলক বিষয়গুলো থাকতে হবে। দেশ ও জনগণের কোন ক্ষতি করে এমন সংবাদ পরিবেশন করা উচিৎ নয়। পরে প্রধান অতিথি কেক কেটে ওয়েব পোর্টালের উদ্বোধন।

প্রধান তথ্য কমিশনার ২১ জানুয়ারি মাগুরা আসছেন

তথ্য বিবরণী

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ দুই দিনের সফরে আগামী ২১ জানুয়ারি মাগুরা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি ২২ জানুয়ারি সকাল নয়টায় মাগুরা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ‘তথ্য অধিকার আইন-২০০৯ এবং আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম’ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে যোগদান করবেন। তিনি বিকাল সাড়ে তিনটায় শালিকা উপজেলায় ‘তথ্য অধিকার আইন-২০০৯ এবং আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে যোগদান করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করবেন।