স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন ময়লাপোতা হরিজন কলোনী এলাকায় এক শিশু’র শøীলতাহানীর চেষ্টার অভিযোগের মামলার আসামি লাবলু মুখটী (৪৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ধারায় এ জবানবন্দি রেকর্ড করেছেন। অপরদিকে মামলার ভিকটিম শিশু’র ২২ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিপন খান আসামিকে আদালতে হাজির করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানাধিন ময়লাপোতা হরিজন কলোনী এলাকায় ঠিকানা মহিলা সমবায় সমিতির অফিস কÿে ওই এলাকার এক শিশু (১০)কে ¤øীলতাহানীর চেষ্টা করে ম্যানেজার লাবলু মুখটী (৪৮)। সে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকার মৃত. সুখলাল মুকটীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। এঘটনায় শিশুটির পরিবারের পÿ থেকে থানায় মামলা দায়ের করা হয় যার নং-১৯।