নগরীতে শিশুর শ্লীলতাহানীর চেষ্টাঃ এনজিও কর্মী আটক

7
Spread the love


* স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ময়লাপোতা হরিজন কলোনী এলাকায় ১১ বছর বয়সী এক শিশুর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে লাবলু (৪৮) নামের এক এনজিওকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে আটক করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এলাকাবাসী ও শিশুটির পরিবার জানায়, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়লাপোতা হরিজন কলোনী এলাকায় ঠিকানা মহিলা সমবায় সমিতির অফিস কে ওই এলাকার এক শিশু (১০) কে শ্লীলতাহানীর চেষ্টা করে ম্যানেজার লাবলু মুখটী (৪৮)। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী আটক লাভলুকে মারপিট করে,পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সে আটক লাবলু গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকার মৃত সুখলাল মুখটীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ওই সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক জানান, অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।