- খুলনাঞ্চল ডেস্ক
দীর্ঘ দুই বছরের বেশি সময় পর টেনিস কোর্টে ফিরেই সাফল্যের দেখা পেয়েছেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের আগে হোবার্ট ইন্টারন্যাশনাল শিরোপা জিতে প্রস্তুতি সারলেন ভারতের সানিয়া ও ইউক্রেনের নাদিয়া কিচেনকের জুটি।
অস্ট্রেলিয়ার তাসমানিয়ার হোবার্টে শনিবার ফাইনালে ইন্দো-ইউক্রেন জুটি এক ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে চাইনিজ জুটি শাউই পেং ও শাউই জাং জুটিকে ৬-৪, ৬-৪ সেটে হারায়।
চোট ও মাতৃত্বের ছুটির কারণে দুই বছরের বেশি সময় পর হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মাধ্যমে খেলায় ফিরেছেন সানিয়া। ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি গড়েছেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া সবশেষ খেলেছিলেন ২০১৭ সালের অক্টোবরে চায়না ওপেনে। এরপর কিছুদিন চোটের সঙ্গে লড়াই করে চলে যান মাতৃত্বের ছুটিতে। পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিক-সানিয়া দম্পত্তির একমাত্র পুত্রসন্তানের নাম ইজহান। অসাধারণ এই প্রত্যাবর্তনে দারুণ খুশি সানিয়া- “এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আমি চাইতে পারতাম না।”

শ্রীলঙ্কা ম্যাচে আক্রমণাত্মক ছক বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
ফিলিস্তিন ম্যাচে সাদউদ্দিন খেলেছিলেন মূল ফরোয়ার্ড হিসেবে। হেরে যাওয়া ওই ম্যাচে বাংলাদেশ গোছালো ফুটবল খেলেও গোল পায়নি। বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জিততে হলে গোল চাই-ই স্বাগতিকদের। কোচ জেমি ডেও তাই আক্রমণাত্মক ছক কষছেন। ইঙ্গিত দিয়েছেন দুই ফরোয়ার্ড খেলানোর।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী রোববার বিকেল ৫টায় ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ সেরা হয়ে এরই মধ্যে সেমি-ফাইনালে উঠেছে ফিলিস্তিন। সেরা চারের টিকেট পেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেরই লাগবে জয়।
বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোল করা সাদউদ্দিনের সঙ্গে মতিন মিয়া বা মাহবুবুর রহমান সুফিলকে রেখে আক্রমণভাগ সাজাতে পারেন ডে।
“একাদশে পরিবর্তন আসতে পারে। সেটি হবে আক্রমণাত্মক ফুটবলের স্বার্থে। ফরোয়ার্ড লাইনে সাদ-সুফিল-মতিনরা খেলতে পারে। সুযোগ তাদের সামনে আসবে, কাজে লাগানোর দায়িত্ব তাদের। শুধু স্ট্রাইকার নয়, মাঝমাঠের খেলোয়াড়দেরও গোলের জন্য ঝাঁপাতে হবে।”
“খুব কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি আমরা। খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে চাই, তারা নিশ্চয়ই এই ম্যাচে তাদের সেরাটা নিয়ে ফিরবে। গত ম্যাচেও ফিলিস্তিনের বিপক্ষে তারা ভালো ফুটবল খেলেছে। সুযোগ তৈরি করেছে, যদিও গোল পায়নি। তবে এই ম্যাচে গোল লাগবেই।”
ফ্লুর কারণে গোলরক্ষক শহীদুল আলম সোহেল ও নির্ভরযোগ্য ডিফেন্ডার ইয়াসিন খানকে এ ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। এমনকি অধিনায়ক জামাল ভূইয়াকে নিয়েও আছে শঙ্কা। ফিলিস্তিন ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই মিডফিল্ডার শনিবার দলের সঙ্গে অনুশীলন করেননি। রোববার সকালে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
পরিসংখ্যানের পাতায় শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। দুই দলের ১৭ বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় ১১টি, শ্রীলঙ্কার ৪টি। বাকি দুই ম্যাচ ড্র। ফিফা র্যাঙ্কিংয়েও প্রতিপক্ষের চেয়ে ১৮ ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। গত দক্ষিণ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতার পথে ডের দল একমাত্র জয়টিও পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
ফিলিস্তিন ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা দেখিয়েছে তাদের রক্ষণের দৃঢ়তা। ২-০ ব্যবধানে তারা হেরেছিল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুই গোল হজম করে। দলটির কোচ পাকির আলিও বলেছেন এসএ গেমসের ফল নিয়ে ভাবছেন না। নতুন ম্যাচে নতুন করে শুরু করতে চান তিনি।
“এসএ গেমস ও এই টুর্নামেন্টের প্রেক্ষাপট ভিন্ন। এটা নতুন টুর্নামেন্ট। আমরা নতুন করে মাঠে নামব। নেপালের ওই হার এখানে কোনো প্রভাব ফেলবে না।”
“ফিলিস্তিনের বিপক্ষে ওরা একটু রক্ষণাত্মক খেলেছে। কিন্তু আমাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে পারে। কেননা এটা ওদের জন্যই মাস্ট উইন ম্যাচ। আমরা এজন্য প্রস্তুত আছি।”
শ্রীলঙ্কার রক্ষণকে সমীহ করছেন ডে। তাই আক্রমণাত্মক ছক কষলেও রক্ষণ অটুট রাখার দিকেও মনোযোগী এই ইংলিশ কোচ।
“ফিলিস্তিন-শ্রীলঙ্কা ম্যাচ দেখেছি। তারা রক্ষণাত্মক কৌশলে খেলেও হার আটকাতে পারেনি। তবে শ্রীলঙ্কা ভাল খেলেছে। ৯০ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে আটকে রেখেছিল। তাদের বিপক্ষে আমাদের সতর্ক থাকার পাশাপাশি আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। আগের ম্যাচের মতো রক্ষণে ভুল করা চলবে না, আবার আক্রমণাত্মক ফুটবল খেলে ওদের রক্ষণের ওপর চাপ বাড়াতে হবে।”

২০০ মিটারে সেরা সাইফুল, শিরিনের মুকুট পুনরুদ্ধার
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় অ্যাথলেটিক্সের ২০০ মিটারে মুকুট ধরে রাখতে পারেননি জহির রায়হান। সেরা হয়েছেন সাইফুল ইসমাইল খান। মেয়েদের বিভাগে মুকুট ফিরে পেয়েছেন শিরিন আক্তার।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার প্রতিযোগিতার শেষ দিনে ছেলেদের ২০০ মিটারে ২১ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল। গতবার সেরা হওয়া জহির ২১ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয়।
গতবার সোহাগীর কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হওয়া শিরিন এবার ২৪ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন ২৫ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।
৮০০ মিটারে ছেলেদের বিভাগে নৌবাহিনীর রাকিবুল ইসলাম ১ মিনিট ৫৮ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে এবং মেয়েদের বিভাগে সেনাবাহিনীর সুমি আক্তার ২ মিনিট ২৬ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দলগত সেরা হয়েছে নৌবাহিনী; ২১ টি সোনা, ১৮টি রুপা ও ৮টি ব্রোঞ্জসহ মোট ৪৭টি পদক জিতেছে তারা। ১৪টি সোনা, ১৪টি রুপা ও ১৪টি ব্রোঞ্জসহ মোট ৪২টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে সেনাবাহিনী।

শঙ্কিত পরিবার, এ অবস্থায় পাকিস্তান যেতে পারি না: মুশফিক
ক্রীড়া ডেস্ক
পরিবারের শঙ্কার কারণে আসন্ন পাকিস্তান সফরে যাচ্ছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার রাতে শেষ হওয়া ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ফাইনাল শেষে আসন্ন পাকিস্তান সফরে না যাওয়ার একথা নিজ মুখেই জানান তিনি।
মুশফিক বলেন, ‘আমি ইতোমধ্যেই বলেছি, পাকিস্তান সফরে আমি যাব না। আমি অনেক আগেই এমন সিদ্বান্ত নিয়েছি এবং বোর্ডকে জানিয়েছি। এজন্য বোর্ডের কাছে আমি চিঠিও দিয়েছি। আমার পরিবার পাকিস্তান সফর নিয়ে চিন্তিত, তারা আমাকে যেতে দিতে চায় না। আমার পরিবার শঙ্কিত, এমন মানসিকতা নিয়ে সেখানে গিয়ে আমি খেলতে পারি না।’
তবে শুধুমাত্র জাতীয় দল থেকেই নয়, পাকিস্তান টি-টোয়েন্টি লিগ পিএসএলেও নিজের নাম দেননি বলে জানান মুশফিক। তিনি বলেন, ‘পিএসএল পুরোটা পাকিস্তানে হবে জেনে আমি ওই লিগে আমার নাম দিইনি। পরিবার এটির সাথে একমত হতে পারেনি।’
যদিও ভবিষ্যতে পাকিস্তান সফর করার ইচ্ছা পোষণ করেছেন মুশফিক। তবে আগামী দু’বছরে যদি সেখানকার পরিস্থিতি ভালো হয় বা আরও অন্যান্য দল সেখানে ক্রিকেট খেলে তবেই পাকিস্তানে যাবে তিনি। মুশফিক বলেন, ‘আমি একমত যে পাকিস্তানে পরিস্থিতি উন্নতি হয়েছে। যখন আমি দেখবো অন্যান্য দল সেখানে যাচ্ছে, তখন আমি আত্মবিশ্বাসী হয়ে উঠবো। আমি আগে পাকিস্তানে গিয়েছি, ক্রিকেট খেলার জন্য সেটি দারুণ জায়গা।’
এদিকে, শনিবার পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মুশফিকের ইচ্ছা অনুযায়ী সেখানে তার নাম রাখা হয়নি।