কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়ায় অস্ত্র ও গুলিসহ নয়ন সর্দার (৩০) ও জাহিদ শেখ (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারইপাড়া মোড় থেকে তাদের আটক করে। নয়ন পুরুলিয়া গ্রামের জান্নাত সর্দারের ছেলে ও জাহিদ একই গ্রামের মিনারুল শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বারইপাড়া মোড়ে থেকে তাদের আটক করে দেহ তল্লাশি করে নয়নের কাছ থেকে কাটা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। নয়ন পুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। এ ঘটনায় কালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে এবং আটককৃতদের আদালতে পাঠিয়েছেন। কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।