খুলনা অঞ্চলের সব খবর

123
Spread the love

মোড়েলগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে আহত

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ:

বাগেরহাটের মোড়েলগঞ্জে সমির হালদার(৫৫) ওরফে সমির সাধু নামে এক কৃষককে মারপিট ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আমবাড়িয়া গ্রামের মৃত নগরবাসি হালদারের ছেলে সমির হালদারকে মারপিট করে শরীরে বিষাক্ত দ্রব্য ঢেলে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সমির হালদারের ভাই সুশীল হালদার বাদি হয়ে প্রতিপক্ষ সুরেশ ঢালী ও অশোক ঢালীসহ ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। পূর্ব শত্রুতার জের ধরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগে উল্লখ করা হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক গাজী মাকুলের খালা’র ১ম মৃত্যু বার্ষিকি দোয়া অনুষ্ঠান

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীনের খালা মনোয়ারা বেগমের ১ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে গতকাল শুক্রবার নিজ বাড়ীতে দিনব্যাপী কোরআনখানি ও বাদ জুম্মা ফুলতলার বুড়িয়ারডাঙ্গা বাইতুল আক্সা জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় এক দেয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িয়ারডাঙ্গার শেখ নওশাদ হোসেন লালু, শেখ মনিরুল ইসলাম, শেখ ইনামুল হক, মোস্তাফা কাজী, সোবহান মীর, শেখ মাহাবুবুর রহমান, শেখ ওহিদুর রহমান, শেখ আব্দুল হাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাও.মোঃ মাহমুদুল হাসান। উল্লেখ্য গত ১৯ জানুয়ারী-২০১৯ তারিখে সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের খালা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

দঃ যোগীপোল কপোতাক্ষ এলাকায় সংঘর্ষের  ঘটনায় মামলা আটক- ১

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন দক্ষিণ যোগীপোল কপোতাক্ষ এলাকায়  দোকান ভাংচুর, লুটপাট ও  কুপিয়ে জখম করার ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে খানজাহান আলী থানায় মামলা করেছে । মামলা নং-৮, তাং ১৭/০১/২০ । আসামীরা হলো জাব্দিপুর এলাকার মোঃ আবদুল্লাহ (৩০), মোঃ নেওয়াজ (২৮), মোঃ রিয়াজ (২৬), মোঃ পারভেজ (২৪), আবদুল্লাহর স্ত্রী রেশমা বেগম (৩০), মোঃ শফিকুল ইসলাম (২৫), মোঃ সাকিব (১৯), এদের ভিতর খানজাহান আলী থানা পুলিশ ঘটনার রাতে ঘটনার সাথে জড়িত সাকিব কে আটক করা হলেও মুল আসামীরা এখনও ধরাছোয়ার বাইরে। গত বৃহস্পতিবার সন্ধায় যোগীপোল ৪নং ওয়ার্ডের কপোতাক্ষ এলাকায় ২ হোটেল ব্যাবসায়ীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এ ঘটনায় মামলা হয়েছে এবং ১ জনকে আটক করা হয়েছে ,অন্যদের আটকের ব্যপারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবেক এমপি ডালিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

ফুলবাড়ীগেট খুলনা প্রতিনিধি

খুলনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী শাহ সেকেন্দার আলী ডালিমের রুহের মাগফেরাত কামনায় খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান গতকাল শুক্রবার বাদ আছর শিরোমণি হাবিব বিল্ডিংএর সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শেখ আল আমিন, মোঃ লিমন মোল্যা, পলাশ মোল্যা, বিল্লাল কাজী, ইমদাদুল হক, মোঃ মিরাজ, মোঃ জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, মোঃ জাকির, সাহেব আলী, মোঃ শরিফুল ইসলাম, টগর মোড়্যল, আল আমিন শিকদার, কোরবান মোড়ল, সোহেল হাওলাদার প্রমুখ।

শিরোমণি তরুণ সংঘের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 ঐতিহ্যবাহী শিরোমণি তরুন সংঘের  উদ্যোগে ৩দিন ব্যাপী ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৌতুক পরিবেশনা বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, বারাকপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন, খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এনামুল কবির ভুইয়া, তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ মকবুল হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রুপম, যুবলীগ নেতা তরিকুজ্জামান মনির প্রমুখ।  

মহসিন জুট মিলের মেশিন বিক্রির প্রতিবাদে বিক্ষোভ ২৩ জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি

 ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসিন জুটমিল শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটি ও চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে গতকাল শুক্রবার বেলা ৩ টায় সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্দ্যোগে শ্রমিক কলোনীতে এক  শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় । বকেয়া পাওনা আদায় সংগ্রাম কমিটির আহবায়ক এরশাদ আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসিন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক আঃ রহমান মোড়ল, মোঃ আইন উদ্দিন, শাহ মোঃ নুরুল ইসলাম ফকির , মোঃ বাবুল হোসেন, শেখ বাবুল প্রমুখ। শ্রমিকসভায় নেতৃবৃন্দ বলেন ২০১৩ সালের ২৩ জুলাই শ্রম আইনকে তোয়াক্কা না করে সিবিএ’র সহযোগীতায় ৩৯০ দিন বেআইনি লেঅফ ও ২০১৪ সালে ১৭ জুলাই এক নোটিশে সকল শ্রমিক কর্মচারীদের ছাটাই করা হয় । মিল বন্ধের দির্ঘদিন অতিবাহিত হলেও  শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ  চুড়ান্ত পাওনা পরিশোধ  করে নি । শ্রমিকের পাওনা পরিশোধ না করেই মিলের মালামাল বিক্রির প্রতিবাদ জানান শ্রমিকরা । সাধারন শ্রমিক কর্মচারীরা বলেন ইতিপুর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষিয় বৈঠকে শ্রমিকের পাওনা পরিশোধ না করে মিলের মাল বের না করার সিদ্ধান্ত হলেও সিবিএ নেতাদের সহযোগিতায় মালিক মিল থেকে রাতের আধারে মালামাল বের করছে। এ সময় সাধারণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, মিলের সিবিএ’র নেতারা বিশেষ আর্থিক সুবিধা নিয়ে তাদের পছন্দের কিছু শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ করেছেন। বকেয়া পাওনা আদায় আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ এরশাদ আলী জানান  আগামী ২৩ জানুয়ারী বেলা ১১ টায় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হবে ।

শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

ঐতিহ্যবাহী শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে শীতার্তদের মাঝে গতকাল শুক্রবার সন্ধায় শিরোমণি দিশারী যুব পর্ষদেও অস্থায়ী কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিরোমণি দিশারী যুব পর্ষদের সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সহ- সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, এনামুল হক লিটন, শাহিনুর রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ, প্রিন্স হোসেন, মোল্যা রনি, শেখ অয়ন , হাবিবুর রহমান, খন্দ. শাকিল আহম্মেদ, মিয়া খালিদ হাসান, মিয়া সোহানুর রহমান প্রমুখ।

ফুলতলায় কৃষকলীগের বর্ধিত সভা

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশ কৃষকলীগ ফুলতলা উপজেলা শাখার এক বর্ধিত সভা শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কৃষকলীগ উপজেলা আহবায়ক আনছার আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি শরীফ আশরাফ আলী। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় কৃষি ও ঋণ সমবায় বিষয়ক সম্পাদক মোছাঃ হালিমা রহমান, খুলনা জেলা অর্থ সম্পাদক জিএম কামরুল ইসলাম, খুলনা মহানগর সহসভাপতি মোঃ মুজিবুর রহমান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আতিয়ার রহমান,  মুস্তাইন শেখ, ওহাব খান, বিল্লাল শেখ, রফিকুল শেখ, আঃ হালিম সরদার, লিটন শেখ, মুক্তার মোল্যা প্রমুখ।    

ধর্ম যার যার রাষ্ট্র সবার সেই নীতি নিয়ে আমাদের কাজ করতে হবে:  বিভাগীয় কর কমিশনার

পি কে অলোক,ফকিরহাট

খুলনা বিভাগীয় কর কমিশনার প্রশান্ত কুমার রায় বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার সেই নীতি ও আদর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে। বিশ^ শান্তি ও মানব কল্যাণে যদি আমরা কাজ করতে পারি তাহলে সমাজ হতে সকল অবক্ষয় দূর করা সম্ভব হবে। তিনি গতকাল শুক্রবার সকালে ফকিরহাটের বেতাগা ইউনিয়ন সর্বজনীন কেন্দ্রীয় গোবিন্দ মন্দির অঙ্গনে সামাজিক অবক্ষয় রোধে মাদকমুক্ত সমাজ গঠন, ধর্মনিরপেক্ষতা ও অসম্প্রদায়িক চেতনা বোধের জাগরণ, শিশু শিক্ষায় র্ধমীয় চেতনাবোধের সঞ্চারণ, আদর্শ চরিত্র গঠন, মন্দির ভিত্তিক শ্রীমদ্ভগবদগীতা শিক্ষার প্রসার, মন্দির অঙ্গনের উন্নয়ন ও বিশ^ শান্তি ও মানব কল্যাণে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা ধর্মের মূল বাণী ভুলে গেছি, নিজেরা নিজেরা হানাহানি করি,এটা ধর্মের মূল কথা নয়, এটা পরিহার করে ধর্মের মূল নীতি ও আদর্শ মোতাবেক কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। ইউনিয়ন সর্বজনীন মহানামযজ্ঞ কমিটির সভাপতি অমর কৃষ্ণ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাগেরহাটের জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। কেন্দ্রীয় গোবিন্দ মন্দির কমিটির সভাপতি দাশ শিশির কুমার এর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. রামেশ^র দেবনাথ, ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অবনীশ কুমার চক্রবর্তী, খুলনাস্থ শ্রীমদ্ভগবদগীতা সংঘের সভাপতি দেবাশীষ কর্মকার ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মন্দির কমিটির কোষাধক্ষ তরুন কুমার দাশ, সমাজসেবক তরুন কান্তি কুন্ডু ও মনোরঞ্জন দাশ প্রমুখ। এর আগে মঙ্গলদ্বীপ প্রজ্জলন, অতিথিদের ফুলের শুভেচ্ছা ও শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মোরারী মোহন পাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ সহ বিভিন্ন নের্তৃবৃন্দ।

মোড়েলগঞ্জে সাড়ে ৫শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে সাড়ে ৫শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বারইখালী ইউনিয়নের শেখপাড়া বিদ্যালয় চত্তরে মডান গ্রুপ এলাইট জুট মিল লিমিটেড জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির খোকনের ব্যাক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করেন।

 আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাষ্টার মোতালেব হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি কেএম আজিজুল ইসলাম, চেয়ারম্যান শফিকুর রহমান লাল ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বারইখালী ইউপি সদস্য নাজমুল হাসান রানা।

যাত্রাপুর ৪দলীয় ফুটবলে মুক্তবাংলা সংস্থা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

বাগেরহাটের যাত্রাপুরে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টে খুলনার মুক্তবাংলা সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেলে যাত্রাপুর রাঙ্গদিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে যাত্রাপুর ইউনিয়ন ফুটবল দলকে। দলের পক্ষে গোল ২টি করেন সুদীপ্ত ও ইমন। খেলায় রেফারী ছিলেন তৈয়েবুর রহমান। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ মতিন।

মুক্তবাংলা সংস্থার খেলোয়াড়রা হলেন জাহিদ, ইউনুস, ঈসা, ফয়সাল, রাকিব, সুদীপ্ত, ইমন-১, ইমন-২, মাসুম সৌরভ, আকবর সাব্বির ও শান্ত। কোচ জাহিদুর রহমান, টিম ম্যানেজার নাহিদ। দলের সঙ্গে ছিলেন মুক্তবাংলা সংস্থার সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টু, দপ্তর সম্পাদক আবুল হাসান, ক্রীড়া সম্পাদক বাবু, সমাজকল্যাণ সম্পাদক বাচ্চুসহ আরো অনেকে।

শনিবার কপিলমুনির স্থপতি রায় সাহেব’র ৮৫তম মৃত্যু বার্ষিকী

 পলাশ কর্মকার, কপিলমুনি

শনিবার দক্ষিণ খুলনার মহা দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৫ তম মৃত্যু বার্ষিকী। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও জ্ঞান পিপাষু ব্যক্তি। তাঁর স্পর্শে কপিলমুনিতে গড়ে উঠেছিল অসংখ্য জনহিতকর প্রতিষ্ঠান। 

জানাযায়, বাং ১২৯৬ সনের ২৬ বৈশাখ; তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান খুলনা জেলার দক্ষিণাঞ্চলের অজপাড়া গাঁ কপিলমুনিতে তাঁর জন্ম। পিতা যাদব চন্দ্র সাধু সাধু, মাতা সহচরী দেবী, শৈশব ও কিশোর জীবন পেরুতে না পেরুতেই তাঁর  সমাজ সাধনার দিন শুরু হয়। তিনি মাত্র ১৩ বছর বয়সে নিজেকে ব্যবসায় জড়িয়ে ফেলেন, তৎকালীণ সময়ে ব্যবসার প্রসার বাড়াতে তিনি কলকাতার সাথে যোগাযোগ স্থাপন করে কপিলমুনির উন্নয়ন কাজ শুরু করেন। তাঁর ব্যবসায়ীক উপার্জনের পয়সা দিয়ে বৃহত্তর কপিলমুনির মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন। মায়ের নামে সহচরী বিদ্যামন্দির (বর্তমানে স্কুল এন্ড কলেজ), ২০ শয্যা বিশিষ্ট ভরত চন্দ্র হাসপাতাল, যা তৎকালীণ ভারতের বীর বাহাদুর যদুনাথ সরকার কর্তৃক দারোদ্ঘাটিত হয়। পাশাপাশি এলাকার মানুষের বেকারত্ব ঘুচাতে প্রতিষ্ঠা করেন অমৃতময়ী টেকনিক্যাল স্কুল। তাঁর সমাজ সেবার  পুরস্কার হিসেবে তৎকালীন সরকার তাঁকে রায় সাহেব  উপাধিতে ভূষিত করেন।

জানাযায়, মাত্র ৪৫ বছরের সংক্ষিপ্ত জীবনের প্রতিটি ক্ষণ সমাজ তথা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। যখন খুলনা অঞ্চলে বিদ্যুৎ এর ব্যবস্থা ছিল না তখন তিনি কপিলমুনি বাজারকে আলোকিত করতে সুদুর কলকাতা থেকে জেনারেটর এনে তার মাধ্যমে আলোর ব্যবস্থা করেন। এলাকার মানুষের সুপেয় পানি পান করানোর জন্য তিনি খনন করেন ‘সহচরী সরোবর’ নামে একটি বৃহৎ পুকুর (বর্তমানে বালির মাঠ)। ক্ষনজন্মা এই মহা মনিষীকে অত্র এলাকার সকল মানুষ মহা মানব হিসেবে স্মরণ করে থাকেন। তাঁর নিজ অর্জিত টাকায় ক্রয়করা প্রায় ৫০একর সম্পত্তির উপর প্রতিষ্ঠা করেন ‘বিনোদগঞ্জ’ যা এখন কপিলমুনি বাজার নামে দেশ বিদেশে ব্যাপক পরিচিত। হাসপাতাল, খেলার মাঠ ও বিনোদনের জন্য পাবলিক স্টেডিয়াম সবই তাঁর স্মৃতি বহন করে। তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একই সময় প্রতিষ্ঠা করেন উৎকর্ষ সমিতি ও সিদ্ধেশ্বরী ব্যাংক (বর্তমান বণিক সমিতি)। ব্যবসায়ীরা তাঁদের প্রয়োজনে উক্ত ব্যাংক থেকে অর্থ গ্রহন করতেন। এলাকার উন্নয়নের স্বার্থে তিনি স্ট্রেট ব্যাংক অব ইন্ডিয়ায় বহু টাকা সঞ্চয় করেন, কিন্তু দেশ ভাগের পর তার রাখা অর্থ ফেরৎ পাওয়া যায়নি। তাঁর স্মরণে আজ কপিলমুনির রায় সাহেব স্মৃতি সংরক্ষণ পরিষদ, বিনোদ স্মৃতি সংসদ ও গুনীজন স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

কমরেড অমল সেন ছিলেন শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের প্রবাদ সৈনিক

খবর বিজ্ঞপ্তি

উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, তেভাগা আন্দোলনের কিংবদন্তী কমরেড অমল সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি খুলনা জেলা ও মহানগর কমিটি’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভা আজ বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমরেড অমল সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দলের খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, যুব ইইনিয়ন জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি উত্তম রায়, নগর সভাপতি চন্দন দাস, ছাত্রনেতা কৃষ্ণেন্দু বাছাড়, আল আমিন, সোমনাথ দে, মেহেদী হাসান, সুমাইয়া বান্না, রুমা রুবায়্যি, রুপা মল্লিক, সিনথিয়া জামান একা, নাহিদ হাসান, সৌমিত্র সৌরভ, মোহাম্মদ আলী, আরিফ হোসেন, জাহিদুর রহমান, কাজী সবুজ, শরীফুজ্জামান, শিমুল ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের প্রবাদ সৈনিক। বাংলাদেশের কৃষক আন্দোলনে বিশেষ করে তেভাগা আন্দোলনে বিপ্লবী ভূমিকা অবিস্মরণীয়। বৃটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, এ ভূ-খ-ের গণতান্ত্রিক আন্দোলনের তিনি ছিলেন অগ্রসৈনিক। জমিদার পরিবারের সন্তান হয়েও জমিদারদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন। রাজনৈতকি দূরদর্শিতা, প্রজ্ঞা ছিল প্রখর। আজীবন বিপ্লবী, ত্যাগী, দীর্ঘ কারাবরণকারী নেতা, দেশ ও জাতির জন্য দিয়ে গেছেন অনেক কিছু। এ যুগে তাঁর মত ত্যাগী মানুষ বিরল। প্রচলিত ধারার অস্থিরতা, লুটপাট, দুর্নীতি, দেউলিয়াত্মপনা রাজনীতির এ ক্রান্তিকালে কমরেড অমল সেনদের প্রয়োজনীয়তা অপরিহার্য। বক্তারা সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-মৌলবাদ-লুটপাট-ধর্ষণের বিরুদ্ধে  বাম প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কেশবপুর উপজেলা বঙ্গবন্ধ ছাত্র : পরিষদের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

কেশবপুর  (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলা বঙ্গবন্ধ ছাত্র পরিষদের আয়োজনে মুজিব শতবর্ষ পালন উপলক্ষে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করা হয়েছে। উপজেলা বঙ্গবন্ধ ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহফুজের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম, শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু। অনুষ্ঠানে উপজেলা যুবলীগ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, পৌর ও সকল ইউনিয়ন যুবলীগ এবং বঙ্গবন্ধ ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন

কেশবপুর  (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন গতকাল দুপুরে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উক্ত ভবন উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। উদ্বোধক কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।  

কেশবপুরে সোনাভান বিদ্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

কেশবপুর  (যশোর) প্রতিনিধি  

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছায় সোনাভান অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সকালে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে সোনাভান অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও চুকনগর ডিগ্রী কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম  ব্রাউন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক জাহাঙ্গীর ফকির, ইউপি সদস্য কাজী হামিদার রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান, যুবলীগনেতা প্রহ্লাদ কুন্ডু প্রমুখ। 

কেশবপুরে শিশুদের মাঝে দুঃস্থ শিশুশিক্ষা উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

কেশবপুর  (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলার প্রতাপপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে এক উঠান বৈঠকের মাধ্যমে গতকাল বিকালে শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংস্থার উপদেষ্টা সমাজসেবিকা রেশমা ইসলাম রেণু ও তার বোন এর অর্থায়নে গরীব মেধাবী শিশুর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আহবায়ক হারুনার রশীদ বুলবুল।

উল্লেখ্য, সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল দীর্ঘদিন যাবত দেশ বিদেশের অসংখ্য শিক্ষানুরাগী বন্ধুদের সহযোগিতায় অবহেলিত বঞ্চিত গরীব মেধাবী শিশুদের এইভাবে সহযোগিতা করে আসছেন। তিনি ইতিমধ্যে পরিকল্পনা করেছেন যশোর জেলার বিভিন্ন স্থানে প্রাথমিক পর্যায়ে যেসকল মেধাবী শিশু অর্থের অভাবে ভালভাবে লেখাপড়া করতে পারছে না- তাদের জন্য তিনি সংস্থার অর্থায়নে শিক্ষিত বেকার যুবকদের নিয়োগের মাধ্যমে ঐ সকল শিশুদের বিদ্যালয়ের সময়সূচির পর আলাদাভাবে লেখাপড়ার দায়িত্ব নিবেন। যাতে করে আর কোন মেধাবী শিশু যেন বিদ্যালয় থেকে ঝড়ে না পড়ে। হারুনার রশীদ বুলবুল শিশুদের নিয়ে কাজ করে ইতিমধ্যে অনেক স্বীকৃতি ও সুনাম অর্জন করেছেন। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

কলারোয়ায় মাঠ থেকে চুরি হচ্ছে পিয়াজ, দিশেহারা কৃষক

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

পিয়াজ নিয়ে আলোচনা থামছেই না। এবার সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন গ্রামে ফসলের মাঠ থেকেই চুরি হয়ে যাচ্ছে পিয়াজ। পুলিশ প্রশাসন পিয়াজ চুরি ঠেকাতে সামাজিক প্রতিরোধের ওপর জোর দিতে বলেছেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিগং গ্রামের ফসলের মাঠে রাত জেগে টর্চ নিয়ে পাহারা দিতে দেখা যায় এলাকার লোকজনকে। কারণ জানতে মাঠে গিয়ে জানা গেলো প্রতিদিন রাতে ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে তাদের পিয়াজ। রাতে পাহারারত কৃষকপুত্র আশরাফুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তাদের এলাকা জুড়ে বর্তমানে পিয়াজ চুরির হিড়িক পড়েছে। পুরো ফসলী এলাকাতে তাদের পক্ষে পাহারা দেয়া সম্ভব না তাই তারা প্রতিদিন একেক পাশে পাহারা দিচ্ছে। যেদিন যে এলাকায় পাহারা দেয় চোরেরা সেদিন সেই এলাকায় চুরি না করে অন্য এলাকায় চুরি করছে। কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের দফাদার এজাহার আলী জানান, গ্রাম্য দফাদারদের সাধারণ মানুষ সমীহ করে চলে। সেই দফাদার হয়েও পেয়াজ চুরি থেকে রেহাই পাননি তিনিও। তার ক্ষেতের সব পিয়াজ চুরি করে নিয়ে গেছে চোরেরা। এখন যেভাবে পাহারা দিতে হচ্ছে ফসলের মাঠে এরকম পাহারা এর আগে কখনই দিতে হয়নি তাদের। কিন্তু পিয়াজের দাম বাড়ার পরে ক্ষেত থেকে পিয়াজ চুরির ঘটনা ঘটে চলেছে। ফলে কৃষকরা অপরিপক্ক অবস্থায় পিয়াজ তুলে ফেলতে বাধ্য হচ্ছে। পিয়াজ চাষী আবুল হোসেন জানান, এবার পিয়াজের দাম বেড়ে যাওয়ার পর পিয়াজের বীজের দামও বেড়েছে। ফলে কৃষক প্রথমেই পড়েছে এক বড় সংকটে তারপর আবার এই চুরি যাওয়াতে তাদের মাথায় হাত উঠে গেছে। এভাবে পিয়াজ চাষী ছবুর দাই, নজরুল ইসলাম, শাহালম গাজী, নওশের আলী, সাত্তার গাজীর সাথে কথা বললে সবাই’ই তাদের পিয়াজের ক্ষেতে পেয়াজ চুরি হয়ে যাওয়ার কথা জানান। চুরি ঠেকাতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ক্ষতিগ্রস্থ কৃষকগণ। এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ প্রশাসনের বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলামের মুখোমুখি হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। তার কাছে এমন ধরনের কোন অভিযোগ এখন পর্যন্ত আসেনি। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে তিনি জানান। ক্ষেত থেকে পিয়াজ চুরি ঠেকাতে ক্ষতিগ্রস্থ কৃষকরা দ্রুত জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

দেবহাটায় বিজিবির অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিল আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় বিজিবির অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিল আটক হয়েছে। তবে এসময় কোন আসামী আটক হয়নি। দেবহাটা বিজিবি সূত্র জানায়, ভারত থেকে চোরাই পথে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধীন দেবহাটা বিওপি ক্যাম্পের হাবিলদার সিরাজ আলী খাঁনের নেতৃত্বে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বসন্তপুর এলাকা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। তবে বিজিবি এসময় কোন আসামীকে আটক করতে পারেনি। আটককৃত ফেন্সিডিলগুলো হেড কোয়ার্টারে জমা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

কয়রায় শীতার্থদের মাঝেশীতবস্ত্র বিতরণ করলেন মোমেনা খাতুন

কয়রা প্রতিনিধি

পবিত্র হজ্ব পালনের নিয়ত করে বৃদ্ধ মাতা মোমেনা খাতুন শীতার্থ বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এলাকাবসীর ভালবাসা পেয়েছেন। উল্লেখ্য কয়রা উপজেলায় বাগালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জিএম আজগর আলীর সহধর্মীনী মোছাঃ মোমেনা খাতুন। বাগালী ইউনিয়নের ২৮ গ্রামের সকল বৃদ্ধ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। শুক্রবার সকাল ১০ টায় তার নিজ বাড়ীতে লালুয়া বাগালী গ্রামে এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় মোমেনা খাতুনের বড় পুত্র খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম তার মায়ের সাথে থেকে উক্ত মানবিক কাজে সহযোগিতা করেন। এসময় উপস্থিত কয়েকটি গ্রামের কয়েক শতাধিক বৃদ্ধ নারী ও পুরুষ এবং এলাকাবসীর উপস্থিতিতে জিএম রেজাউল ইসলাম বলেন, তার মাতা মোমেনা খাতুন আগামীতে হজ্বে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন এবং সে জন্য তার গচ্ছিত সম্পদের মধ্য থেকে কিছু অর্থ দিয়ে শীতবস্ত্র কিনে শীতার্থদের মাঝে বিতরণের ইচ্ছা পোষণ করেছেন। সে জন্য তিনি বাগালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে উপস্থিত হয়ে শুক্র ও শনিবার এভাবেই বিতরণ করা হবে। এদিকে শীতবস্ত্র পেয়ে উপস্থিত অনেক বৃদ্ধ ও বৃদ্ধা খুশি হয়ে মোমেনা খাতুনের হজ্ব যেন আল্লাহ তায়ালা কবুল করেন সে জন্য সবাই দোয়া করেন।

এসএসসি প্রজন্ম ২০০১, বাংলাদেশ’র মোংলায় শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে শিক্ষা উপকরণাদি এবং কম্বল বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ৪ শতাধিক শিশুদের মাঝে খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণাদি এবং দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘এসএসসি প্রজন্ম ২০০১, বাংলাদেশ’। ২০০১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সংগঠন এসএসসি প্রজন্ম ২০০১। ‘এসএসসি প্রজন্ম ২০০১, বাংলাদেশ’ এর অঙ্গ সংগঠন ‘প্রজন্ম চ্যারিটি ক্লাব’র আয়োজনে শুক্রবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় জয়মনিরঘোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, টুথপেস্ট, টুথব্রাশ, স্যালাইন, কৃমিনাশক ওষুধ, গ্লুকোজ, বিস্কুট, চিপস ও দরিদ্র অভিভাবকদের মাঝে এ কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতৃবন্দরা।

এরপর বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার হার বাড়াতে সংগঠনটির জরিপের ফলাফল সবার সামনে উপস্থাপন করা হয়। ওই সময় বাল্য বিবাহ রোধে স্থানীয়দের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। এ সময় প্রজন্ম  ২০০১, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শওকত মঞ্জুর শান্ত বলেন, তাদের সংগঠনটি মানবতার জন্য কাজ করে যাবে। এরই অংশ হিসেবে জয়মনিরঘোলে তাদের এাণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষায় আগ্রহ সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহের ক্ষতিকারক দিক জাগিয়ে তোলাই হচ্ছে প্রজন্ম চ্যারিটি ক্লাবের মুল উদ্দেশ্যে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরীফ ‘এসএসসি প্রজন্ম  ২০০১, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শওকত মঞ্জুর শান্ত, জয়মনিরঘোল প্রজন্ম ২০০১ এর ত্রাণ কার্যকক্রমের সমন্বয়ক মাহমুদ রুবেল, আবদুর রহমান শেখ, ফাহিম আদি, জহিরুল ইসলাম, কাজী জামাল, মুশফিকুর রহমান, নাজমুল শাহাদাৎ নাজিম ও জাহিদ পাটোয়ারী।

মোরেলগঞ্জে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কেকে গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি কাজী খায়রুজ্জামান শিপন তার জন্মদিন উপলক্ষে মোরেলগঞ্জ-শরণখোলার হতদরিদ্র পরিবার, দলীয় নেতাকর্মী ও এতিমখানায় শিশুদের মাঝে এ বস্ত্র বিতরণ করেন।

শুক্রবার বেলা ১০টার দিকে এতিমখানাগুলোতে তার পক্ষে কম্বল পৌছে দেন বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ ও তার ব্যাক্তিগত সহকারি মো. ফারুক শেখ।